কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ মে ২০২৫, ০৪:৩২ পিএম
অনলাইন সংস্করণ

দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় টেকনো ফ্ল্যাগশিপ স্টোর ঢাকায় 

টেকনো ফ্ল্যাগশিপ স্টোরের উদ্বোধন। ছবি : সংগৃহীত
টেকনো ফ্ল্যাগশিপ স্টোরের উদ্বোধন। ছবি : সংগৃহীত

সম্প্রতি উত্তরার সেন্টার পয়েন্টে অবস্থিত দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় টেকনো ফ্ল্যাগশিপ স্টোরের জমকালো উদ্বোধন হলো। এই ফ্ল্যাগশিপ স্টোরটি বাংলাদেশে টেকনোর যাত্রায় একটি বড় মাইলফলক। এ স্টোরে গ্রাহকরা দুর্দান্ত অভিজ্ঞতা উপভোগ করার সুযোগ পাবেন। এ আয়োজনে সম্প্রতি উন্মোচিত হওয়া ক্যামন ৪০ সিরিজের সাফল্য উদযাপন করা হয়। ফ্ল্যাগশিপ স্টোরটি এ অঞ্চলের ব্যবহারকারীদের জন্য স্মার্ট ইনোভেশন নিশ্চিত করার অঙ্গীকারের প্রতিফলন।

২ হাজার ৬০০ বর্গফুট আয়তনের এই স্টোর উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশে টেকনোর নতুন যুগের সূচনা হলো। এই স্টোরে গ্রাহকরা সম্পূর্ণ ইন্টারেক্টিভ পরিবেশে ব্র্যান্ডের এআই-সমর্থিত ইকোসিস্টেমের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। অত্যাধুনিক প্রযুক্তি দ্বারা সংযুক্ত জীবনযাত্রা নিশ্চিত করতে টেকনো নিয়ে এসেছে বেশ কিছু ইনোভেটিভ প্রডাক্ট। এর মধ্যে রয়েছে মেগা মিনি গেমিং জি-১, পকেট গো টিডব্লিউএস, এআই স্মার্ট চশমা(গ্লাস), ডায়নামিক ১, স্মার্টওয়াচ এবং বিস্তৃত পরিসরের, স্মার্টফোন, ট্যাবলেট ও স্মার্ট ডিভাইস সহ অন্যান্য ইনোভেটিভ এআইওটি প্রডাক্ট এক্সপেরিয়েন্স করার সুযোগ পাবেন।

জমকালো লঞ্চ ইভেন্টের থিম ছিল ‘দ্য এরা অব টেকনো এআই’। এই অনুষ্ঠানে প্রযুক্তি প্রেমি, ইন্ডাস্ট্রির স্টেকহোল্ডার এবং পরিচিত সেলিব্রিটিরা উপস্থিত ছিলেন; অংশগ্রহণ করেন মিনার আহমেদ, জেফার, হাবিব ওয়াহিদ এবং মাশার মতো জনপ্রিয় শিল্পীরা। এই উদযাপনে নতুন মাত্রা যোগ করতে লাইভ পারফর্মেন্সের পাশাপাশি আজরা মাহমুদের তত্ত্বাবধানে একটি স্টাইলিশ এআই লাইফস্টাইল ফ্যাশন শোর আয়োজন করা হয় পাশাপাশি দেশের জনপ্রিয় কন্টেন্ট নির্মাতারাও উপস্থিত ছিলেন; তাদের উপস্থিতি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সবার মাঝে বাড়তি উত্তেজনা তৈরি করে।

এই আয়োজনের আরও একটি মূল আকর্ষণ ছিল ক্যামন ৪০ সিরিজের ফ্ল্যাশ লঞ্চ উদযাপন। উপস্থিত অতিথিরা এই সিরিজের বিভিন্ন ফিচার উপভোগ করার সুযোগ পান। এই সিরিজে রয়েছে ৫০ মেগাপিক্সেল সনি এলওয়াইটি-৭০০সি আল্ট্রা নাইট ক্যামেরা, ওয়ান-ট্যাপ ফ্ল্যাশস্ন্যাপ ফটোগ্রাফি মোড এবং আইপি৬৮ ও আইপি৬৯ ডাস্ট ও ওয়াটারপ্রুফিং রেজিস্ট্যান্স ফিচার। ক্যামন ৪০ সিরিজ ইতোমধ্যেই মোবাইল ফটোগ্রাফির ক্ষেত্রে নতুন মানদণ্ড স্থাপন করেছে। এই ইভেন্টটি ভক্ত এবং প্রযুক্তিপ্রেমীদের জন্য রিয়েল টাইমে এই সিরিজের বিভিন্ন ফিচার ব্যবহার করার সুযোগ তৈরি করে।

আইস্মার্টু টেকনোলজি বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হক বলেন, এই ফ্ল্যাগশিপ স্টোরটি শুধু একটি রিটেইল স্পেস নয়; বরং এটি এমন একটি জায়গা যেখানে গ্রাহকরা টেকনোর লেটেস্ট সব ইনোভেশন প্রত্যক্ষভাবে দেখার সুযোগ পাবেন। এছাড়া, ফিউচারিস্টিক ইনোভেশনের মাধ্যমে টেকনো কীভাবে মানুষের দৈনন্দিন জীবনে ইতিবাচক ভূমিকা রাখছে, সেই অভিজ্ঞতা নেওয়ার সুযোগও থাকছে গ্রাহকদের জন্য।

উদ্বোধন উপলক্ষে, টেকনো ৩০ মে থেকে ৪ জুন পর্যন্ত এক্সক্লুসিভ ইন-স্টোর অফার ঘোষণা করেছে। এ সময়কালে গ্রাহকরা স্মার্টফোন, ল্যাপটপ এবং স্মার্ট গেজেটে উল্লেখযোগ্য ডিসকাউন্ট ও বিভিন্ন অফার উপভোগ করতে পারবেন।

দক্ষিণ এশিয়ার বৃহত্তম ফ্ল্যাগশিপ স্টোর চালু করার মাধ্যমে, এআই ইন্টিগ্রেটেড কনজিউমার টেকনোলজি খাতে আরও একধাপ এগিয়ে গেল টেকনো। বাংলাদেশের দ্রুত বিকাশমান ডিজিটাল ল্যান্ডস্কেপে নিজেদের অবস্থান আরও জোরদার করেছে টেকনো। সেন্টার পয়েন্টে অবস্থিত স্টোরটি সবার জন্য প্রযুক্তিকে আরও অ্যাকসেসেবল করে তুলবে এবং মডার্ন লাইফস্টাইলের সাথে আরও প্রাসঙ্গিক করে তুলবে।

উত্তরা সেন্টার পয়েন্টে টেকনোর ফ্ল্যাগশিপ স্টোর এখন প্রতিদিন খোলা। এখানে এসে ভিজিটররা টেকনোর স্মার্ট লাইফস্টাইল প্রডাক্ট ও দুর্দান্ত রিটেইল এক্সপেরিয়েন্স উপভোগ করার সুযোগ পাবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাদের পলেস্তারা খসে পড়ে ছাত্র-শিক্ষক আহত

বুয়েট শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা

রাজধানীতে একটি মসজিদে আগুন

রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রে উৎপাদনের নতুন রেকর্ড

গবেষণা / মুখের যত্নে বাড়ে মস্তিষ্কের শক্তি 

দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

গুপ্ত রাজনীতি থেকে কেন প্রকাশ্যে আসে না শিবির, জানালেন উমামা

হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

একদিনে ডেঙ্গুতে ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৭৩ 

সুদর্শন বলেই চাকরি যায়নি ম্যানইউ কোচের!

১০

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর 

১১

বিইউবিটিতে অনুষ্ঠিত হলো ভাইস চ্যান্সেলর’স ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

১২

প্রিমিয়ার লিগে দলবদলের বাজেট ভাঙল সব রেকর্ড!

১৩

বিশ্বে ১০০ কোটির বেশি মানুষ মানসিক সমস্যায় আক্রান্ত

১৪

জাতীয় সংলাপ আয়োজন করল ম্যাক্স ফাউন্ডেশন

১৫

চাকসুর ভোটার তালিকায় শিক্ষকের নাম, ছাত্র হলের তালিকায় ছাত্রী

১৬

চট্টগ্রামে এসএমজি ও শটগানের কার্তুজসহ গ্রেপ্তার ২

১৭

তারিক সিদ্দিকীর মেয়ে বুশরার আয়কর নথি জব্দের নির্দেশ

১৮

গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : নীরব

১৯

বাংলাদেশে যাত্রা শুরু করল অ্যাপোলো হাসপাতালের ইনফরমেশন সেন্টার

২০
X