অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং AJA Bangladesh Limited এর যৌথ উদ্যোগে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে দিনব্যাপী ‘ISO 14001:2015 Environmental Management System (EMS)’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবু ফাত্তাহ মো. ইসা, Trainer & Lead Auditor, AJA Bangladesh Limited। তিনি ISO 14001:2015 EMS-এর বৈশ্বিক মানদণ্ড, এর শিল্পক্ষেত্রে বাস্তব প্রয়োগ এবং পরিবেশবান্ধব ও টেকসই শিল্প পরিচালনায় এর গুরুত্ব সম্পর্কে বিশদভাবে আলোচনা করেন। বিশেষত তৈরি পোশাক (RMG) খাতে পরিবেশ ব্যবস্থাপনা ব্যবস্থার (EMS) কার্যকর প্রয়োগ কিভাবে গ্লোবাল সাস্টেইনেবিলিটি নিশ্চিত করতে পারে, সে বিষয়ে তিনি শিক্ষার্থীদের ব্যবহারিক দিকনির্দেশনা দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। তিনি তার বক্তব্যে আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা ও গবেষণার অগ্রগতিতে ISO 14001:2015 Environmental Management System (EMS) প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ‘শুধুমাত্র একাডেমিক জ্ঞান নয়, পরিবেশ ব্যবস্থাপনা বিষয়ক বাস্তবমুখী দক্ষতা অর্জনই আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলার মূল চাবিকাঠি।’
বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য সচিব কামরুজ্জামান লিটু বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তিনি বলেন, ISO 14001:2015 EMS ভিত্তিক জ্ঞান শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা, আত্মবিশ্বাস ও ভবিষ্যৎ কর্মজীবনে প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের চিফ একাডেমিক এডভাইজর প্রফেসর ড. এবিএম শহিদুল ইসলাম। তিনি এই প্রশিক্ষণকে সময়োপযোগী ও প্রশংসনীয় একটি উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের আহ্বান জানান, অর্জিত জ্ঞান ও দক্ষতাকে ভবিষ্যৎ কর্মজীবনে প্রয়োগ করে টেকসই শিল্প উন্নয়নে কার্যকর অবদান রাখতে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আব্দুল কাইউম সরদার।
ট্রেনিং কর্মশালার সমাপনী অনুষ্ঠানের সভাপতি ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান, মো. নূর নবী রাজ উপস্থিত সকল অতিথি, প্রশিক্ষক ও শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন, ‘এই ধরনের কর্মশালা টেক্সটাইল সেক্টরের টেকসই উন্নয়নের পথ সুগম করে। পরিবেশবান্ধব শিল্পায়নের লক্ষ্যে ISO 14001:2015 Environmental Management System (EMS)–এর জ্ঞান ও বাস্তবায়ন এখন সময়ের দাবি।’
অনুষ্ঠানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সকল শিক্ষকবৃন্দের সক্রিয় উপস্থিতি কর্মশালাটিকে আরও তাৎপর্যময় করে তোলে। অংশগ্রহণকারী শতাধিক শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়, যা তাদের পেশাগত উন্নয়নের স্বীকৃতি হিসেবে কাজ করবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত সম্মানিত অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করে AJA Bangladesh Limited। অনুষ্ঠান সঞ্চালনা করেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক, সাদমান শাহরিয়ার মল্লিক।
তিনি বলেন, এই কর্মশালা কেবলমাত্র একটি সার্টিফিকেশন প্রোগ্রাম নয়; বরং এটি শিক্ষার্থীদের জন্য শিল্পক্ষেত্রে পরিবেশবান্ধব ও টেকসই ব্যবস্থাপনা সম্পর্কে ব্যবহারিক জ্ঞান অর্জনের এক বিশেষ সুযোগ। এ ধরনের কর্মশালা শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানসম্পন্ন জ্ঞান ও দক্ষতা সমৃদ্ধ করবে, যা তাদের ভবিষ্যৎ কর্মজীবনে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্তব্য করুন