

সর্বজনীন পেনশন স্কিমগুলোর (প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা) মাসিক কিস্তি সংগ্রহের সুবিধা নিশ্চিত করতে জাতীয় পেনশন কর্তৃপক্ষ (এনপিএ) এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) রাজধানীতে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্যাংকটির পক্ষ থেকে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত এবং জাতীয় পেনশন কর্তৃপক্ষের পক্ষ থেকে নির্বাহী চেয়ারম্যান মো. মহিউদ্দীন খান স্মারকে স্বাক্ষর করেন।
এই চুক্তির মাধ্যমে প্রবাসী, বেসরকারি খাতের কর্মচারী, স্বকর্মে নিয়োজিত এবং নিম্ন-আয়ের জনগণের জন্য প্রণীত পেনশন স্কিমগুলোর মাসিক কিস্তি দেশের যে কোনো কমিউনিটি ব্যাংক শাখা ও উপশাখার মাধ্যমে সহজে প্রদানের সুযোগ সৃষ্টি হবে।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন