

বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ এসেনসিয়ালস লিমিটেড তৃতীয়বারের মতো বিশ্বের অন্যতম বৃহৎ খাদ্যপণ্যের আন্তর্জাতিক প্রদর্শনী গালফ ফুড ফেয়ার ২০২৬-এ অংশগ্রহণ করছে। পাঁচ দিনব্যাপী এই মেলা সোমবার (২৬ জানুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ও দুবাই এক্সিবিশন সেন্টারে শুরু হয়েছে।
বিশ্বের খাদ্য ও বেভারেজ খাতের বড় আন্তর্জাতিক প্লাটফর্মগুলোর একটি গালফ ফুড ফেয়ারে এ বছর ১৯৫টি দেশের সাড়ে ৮ হাজারের বেশি প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা প্রদর্শন করছে। ফলে এ প্রদর্শনী আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ ও ব্যবসায়িক নেটওয়ার্ক গড়ে তোলার জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হয়ে থাকে।
এবারের গালফ ফুড ফেয়ারে আকিজ এসেনসিয়ালস তাদের শতাধিক পণ্য প্রদর্শন করছে। এর মধ্যে রয়েছে সব ধরনের বেসিক ও মিক্সড মসলা, অ্যারোমেটিক চাল, আটা, ময়দা, সুজি, সরিষার তেল, স্ন্যাকস, আচার, টোস্ট, ড্রাই কেক, কুকিজ, লাচ্ছা সেমাই, মুড়ি ও চিঁড়াসহ বিভিন্ন ভোগ্যপণ্য।
গালফ ফুড ফেয়ারে অংশগ্রহণের মূল উদ্দেশ্য সম্পর্কে আকিজ এসেনসিয়ালস লিমিটেডের হেড অব এক্সপোর্ট মো. আহমেদুল কবির বলেন, ‘গালফ ফুড ফেয়ার আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্লাটফর্ম। এর মাধ্যমে আমরা বিশ্বজুড়ে ক্রেতা, পরিবেশক ও আমদানিকারকদের কাছে আকিজ এসেনসিয়ালসের ব্র্যান্ড পরিচিতি আরও জোরদার করতে চাই। পাশাপাশি নতুন ক্রেতা ও পরিবেশকদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এবং রপ্তানি আদেশ বৃদ্ধিই আমাদের প্রধান লক্ষ্য।’
তিনি আরও বলেন, ‘এই ধরনের আন্তজার্তিক প্রদর্শনী আমাদের নতুন বাজার সম্পর্কে বাস্তব ধারণা দেয়, প্রতিযোগীদের পণ্য, প্যাকেজিং ও বাজার প্রবণতা বিশ্লেষণের সুযোগ তৈরি করে এবং আন্তর্জাতিক ক্রেতাদের কাছ থেকে পণ্যের মান, স্বাদ ও প্যাকেজিং বিষয়ে সরাসরি ফিডব্যাক পাওয়ার সুযোগ দেয়। যা ভবিষ্যৎ পণ্য উন্নয়ন ও ব্যবসা সম্প্রসারণে গুরুত্বর্পূণ ভূমিকা রাখে। আকিজ এসেনসিয়ালস ইতোমধ্যেই ইউরোপ, এশিয়া, গালফ ও আমেরিকাসহ বিভিন্ন অঞ্চলে আমাদের পণ্যের চাহিদা বাড়ানোর জন্য কাজ করছে। গালফ ফুড ফেয়ার ২০২৬-এর মাধ্যমে আমরা বিদ্যমান রপ্তানি বাজারের পাশাপাশি আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া ও মধ্য আমেরিকার মতো নতুন বাজারে প্রবেশের সুযোগ সৃষ্টি করতে চাই।’
বর্তমানে আকিজ এসেনসিয়ালস লিমিটেডের পণ্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, গ্রিস, পর্তুগাল, ফ্রান্স, বুলগেরিয়া, সৌদি আরব, কাতার, বাহরাইন, দক্ষিণ কোরিয়া, ভারতসহ মোট ২০টি দেশে নিয়মিত রপ্তানি হচ্ছে।
মন্তব্য করুন