চট্টগ্রামে ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি (ইউসিটিসির) নতুন ভাইস-চ্যান্সেলর বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. মো. জাহিদ হোসেন শরীফকে ইউসিটিসি পরিবারের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের হলরুমে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ইউসিটিসির প্রতিষ্ঠাতা এবং বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি মোহাম্মদ ওসমান, ইউসিটিসির কোষাধ্যক্ষ, সহযোগী অধ্যাপক আহমেদ শরীফ তালুকদার, স্কুল অব বিজনেসের প্রাক্তন ডিন প্রফেসর ড. মোহাম্মদ সোলাইমান,পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাম্মদ নূরূল আবছার, রেজিস্ট্রার সালাহউদ্দিন আহমেদ, ইউসিটিসির সিএসই বিভাগের প্রধান এম এম মোশাররফ হোসেন, ইউসিটিসির ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান বেলাল নূর আজীজি, স্টুডেন্ট অ্যাফেয়ার্স-এর পরিচালক এস এম শহিদুল আলম, পাবলিক হেলথ বিভাগের কোঅর্ডিনেটর মোহাম্মদ ইনজামুল হক, ব্র্যান্ড এন্ড মার্কেটিং প্রধান অভিমান ঘোষ দস্তিদারসহ বিভিন্ন বিভাগের প্রধান ও সকল বিভাগের কো-অর্ডিনেটর এবং অন্যান্য শিক্ষকবৃন্দ।
প্রসঙ্গত, অধ্যাপক জাহিদ হোসেন শরীফের দীর্ঘ ৩০ বছরের শিক্ষকতা ও ১৪ বছরের প্রশাসনিক কার্য পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। ইউসিটিসিতে তিনি ১৪ বছর শিক্ষকতা করেন। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়টির প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজে উপাধ্যক্ষ হিসেবে ৮ বছর এবং কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে ১২ বছর দায়িত্ব পালন করেন। জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে ৪৮টি গবেষণামূলক বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। ১৯৭১ খ্রিষ্টাব্দে মহান মুক্তিযুদ্ধে তিনি ১ নম্বর সেক্টরের অধীনে যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং কনিষ্ঠতম মুক্তিযোদ্ধা গ্রুপ কমান্ডার ছিলেন।
মন্তব্য করুন