সম্প্রতি জনপ্রিয় অভিনেত্রী ও মডেল বিদ্যা সিনহা সাহা মিমের ফেসবুকের বিভিন্ন পোস্ট থেকে জানা গেল, ইদানীং নাকি কোনো স্ক্রিপ্টই ভালো লাগছে না তার।
পোস্টে তিনি আরও উল্লেখ করেছেন, আজকাল সব স্ক্রিপ্টই তার কাছে খুবই সাধারণ মনে হচ্ছে। তিনি চাইছেন এমন কিছু করতে, যা কিনা নেক্সট লেভেলের। কেন অসন্তুষ্ট মিম? এমন কী খুঁজছেন তিনি?
দ্বিতীয় আরেকটি পোস্টে মিম তার জনপ্রিয় কিছু চরিত্রের কথা উল্লেখ করে সে চরিত্রগুলো করার পেছনে তার অনুপ্রেরণার কথা শেয়ার করেছেন। সবসময় দর্শকদের সামনে নতুন কিছু নিয়ে উপস্থিত হওয়ার লক্ষ্যের কথা বলেছেন তিনি।
এ ছাড়াও তিনি আরও বলেন যে, এখন তিনি এমন কিছু চরিত্রে অভিনয় করতে চাইছেন যেগুলো তাকে নিয়ে যাবে নেক্সট লেভেলে। পরপর কয়েকটি পোস্টে এই নেক্সট লেভেলের উল্লেখের মাধ্যমে কী বোঝাতে চাইছেন তা খোলাসা করেননি মিম। এ রকম কোনো ক্যারেক্টার বা স্ক্রিপ্টের খোঁজ করছেন মিম, সেটাও এখনো সুস্পষ্টভাবে পোস্টে উল্লেখ করেননি তিনি।
মন্তব্য করুন