বাংলাদেশে বিশ্বের সর্ববৃহৎ ৯৭ ইঞ্চির ওএলইডি টেলিভিশন নিয়ে এসেছে র্যাংগস। মঙ্গলবার (২ জানুয়ারি) র্যাংগস ই-মার্ট গুলশান শোরুমে এ টেলিভিশনের উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলজি বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর পিটার কো, র্যাংগস ই-মার্টের ডিভিশনাল ডিরেক্টর ইয়ামিন শরিফ চৌধুরী এবং হেড অব সেলস অ্যান্ড প্রডাক্ট মো. রাশেদুল ইসলাম। এ ছাড়াও উপস্থিত ছিলেন র্যাংগস ই-মার্ট ও এলজির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এলজির এই ওএলইডি টেলিভিশন প্রযুক্তিগতভাবে অনেক উন্নত। টেলিভিশনটির ডিপ ব্ল্যাক এবং ভাইব্রেন্ট কালারের সংমিশ্রণের কারণে পিকচার কোয়ালিটি প্রাণবন্ত দেখায়।
4K UHD রেজ্যুলেশনের এই ৯৭ ইঞ্চির টিভির বিগ স্ক্রিনে প্রতিটি ছবি একদম স্বচ্ছ এবং নিখুঁতভাবে উপভোগ করতে পারবেন।
টেলিভিশনটির High Dynamic Range (HDR) ফিচার আপনাকে দেবে জীবন্ত ছবির অভিজ্ঞতা। এতে রয়েছে স্মার্ট টিভি ফিচার্স যাতে করে সকল স্ট্রিমিং সার্ভিস, অ্যাপস এবং অনলাইন কন্টেন্ট উপভোগ করা যায় খুব সহজেই। এর অত্যাধুনিক বিল্ট-ইন স্পিকার ফিচার দেবে ক্লিয়ার সাউন্ডের অভিজ্ঞতা।
এতে সংযুক্ত করা হয়েছে পর্যাপ্ত HDMI। এর ফলে অন্যান্য পোর্ট যাতে আপনার গেমিং কনসোল, Blu-ray প্লেয়ারসহ আর প্রয়োজনীয় সরঞ্জাম যুক্ত করতে পারবেন।
এছাড়াও এ টেলিভিশন টি স্লিম এবং আকর্ষণীয় ডিজাইনের হওয়ার কারণে আপনার বাসার ইন্টেরিয়রে এনে দেবে একটি মডার্ন এবং স্টাইলিশ লুক।
এখন থেকে শুধু র্যাংগস ই-মার্টের পাওয়া যাবে এলজি ৯৭ ইঞ্চির এ ওএলইডি টেলিভিশন।
মন্তব্য করুন