

দেশের সর্ববৃহৎ কসমেটিক্স ও স্কিন কেয়ার পণ্য উৎপাদক প্রতিষ্ঠান রিমার্ক এইচবি লিমিটেডের ফ্যাক্টরি পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) মন্ত্রীকে মুন্সীগঞ্জ গজারিয়ার বাউশিয়ায় ফ্যাক্টরি প্রাঙ্গণে স্বাগত জানান রিমার্কের চেয়ারম্যান এসএম আশরাফুল আলম, ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আম্বিয়াসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। পরে মন্ত্রী রিমার্কের ফ্যাক্টরি ঘুরে দেখেন।
রিমার্কের ফ্যাক্টরিতে মানসম্মত কর্মপরিবেশ, অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দেশেই বিশ্বমানের পণ্য উৎপাদনের সক্ষমতা দেখে এর ভূয়সী প্রশংসা করেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, রিমার্ক বাংলাদেশের উৎপাদন সক্ষমতায় যে অগ্রণী ভূমিকা পালন করছে তা সত্যিই প্রশংসার দাবি রাখে। তাছাড়া ফ্যাক্টরি এবং দেশে বিশ্বমানের পণ্য উৎপাদনে গবেষণার যে পরিকল্পনা বাস্তবায়নের পথে রিমার্ক হাঁটছে তা আমাদের দেশের ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করে তুলবে। শিল্পে নতুন এ বিনিয়োগ দেশের বেকার যুবকদের কর্মসংস্থানে ভূমিকা রাখবে বলে তিনি মন্তব্য করেন।
মন্তব্য করুন