লালমনিরহাটের পাটগ্রাম ও আদিতমারী উপজেলায় নদী ও পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে এসব দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুরে কয়েক বন্ধু মিলে পাটগ্রামের রাবার ড্যাম এলাকায় ধরলা নদীতে গোসলে নামে। এ সময় নাহিদ ও মিসকাত নামের দুজন ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
মিসকাত ও নাহিদ পাটগ্রাম ইসলামী আদর্শ বিদ্যানিকেতনের পঞ্চম এবং অষ্টম শ্রেণিতে পড়ত।
এদিকে আদিতমারী উপজেলার মহিষখোচা বাজার সংলগ্ন বৈশ্যপাড়ায় পুকুরে ডুবে ঝুমকি রানি নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই এলাকার সুশীল চন্দ্র রায়ের মেয়ে।
আদিতমারী থানার ওসি মোজাম্মেল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন