বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৪, ১১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে তরুণদের প্রশংসায় ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০২৪’

জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২৪-এর ব্যানার। ছবি : সংগৃহীত
জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২৪-এর ব্যানার। ছবি : সংগৃহীত

জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের অষ্টম সংস্করণের প্রথম বিভাগীয় সভা অনুষ্ঠিত হলো ময়মনসিংহে। সেই সঙ্গে এই সভায় এই অঞ্চলের সব উদ্যমী তরুণদের দারুণ সারা মিলেছে এই বিভাগীয় সভার মাধ্যমে যার প্রমাণ হিসেবে অসংখ্য তরুণ আবেদন করেছেন জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড অর্জনের জন্য।

এ অঞ্চলের তরুণ সুপার অ্যাচিভারদের ১০০ জনের বেশি সংগঠক উপস্থিত হয়ে এই উদ্যোগকে স্বাগত জানান। সভায় আয়োজকদের সঙ্গে খোলামেলা আলোচনার সুযোগ পেয়েছিলেন এই অঞ্চলের তরুণ অংশগ্রহণকারীরা। সভার মাধ্যমে তৃণমূলে কাজ করে যাওয়া তরুণ সংগঠকরা নিজেদের উৎসাহ ও কার্যক্রমের কথা ব্যক্ত করেছেন। সংগঠকদের মধ্যে ছিলেন জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড বিজয়ী, প্রাথমিক বাছাই ও নতুন আবেদন করা সংগঠনগুলোর নেতৃত্বদানকারী তরুণরা।

সভায় তরুণ সংগঠকেরা তাদের নেওয়া উদ্যোগগুলোর ক্ষেত্রে সাগর সম বাধা পেরিয়ে এগিয়ে যাওয়ার অসংখ্য সাহসী ও গৌরবের অবিশ্বাস্য সব গল্প শুনিয়েছে সবাইকে।

সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) নেটওয়ার্ক অ্যান্ড ইয়ুথ এনগেজমেন্ট বিভাগের সিনিয়র অ্যাসোসিয়েট অধ্যাপক ড. রশিদুল হাসান জানান, এই সভায় আগে যারা জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড পুরস্কার অর্জন করেছে তাদের সঙ্গে আলোচনা সুযোগ হয়েছে। যেখানে তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার ক্ষেত্রে নতুন নতুন সব চ্যালেঞ্জের কথা জানতে পেরেছি আমার। ইয়াং বাংলার অফিসিয়াল ফেসবুক পেজে এই সভার বেশ কিছু ছবি প্রকাশ করে লেখা হয়, ইয়াং বাংলা টিম তৃণমূল থেকে তরুণদের কার্যক্রমের অবিশ্বাস্য সব গল্প শুনতে পেরে অনুপ্রাণিত হয়েছে। যা তাদের এ কার্যক্রম সম্পর্কে আরও স্পষ্ট ধারনা প্রদান করেছে।

জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের অষ্টম আসরের ঘোষণা দেওয়ার পর থেকেই দারুণ সাড়া মিলেছে তরুণ প্রজন্মের কাছ থেকে। তরুণরা https://jbya.youngbangla.org লিংকে প্রবেশ করে আবেদন করছেন। ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর পাশাপাশি কিশোরগঞ্জ, জামালপুর, নেত্রকোনা, গাজীপুর ও টাঙ্গাইলের যুব সংগঠনগুলো এই বিভাগীয় সভায় অংশ নেয়। ইয়াং বাংলা জুলাই মাস জুড়ে সাতটি বিভাগে এই বিভাগীয় সভা আয়োজন করবে। বিভাগীয় সভা সম্পর্কে বিস্তারিত জানতে ইয়াং বাংলার ফেসবুক পেজে চোখ রাখতে বলা হয়েছে।

রশিদুল হাসান জানান, পূর্ববর্তী পুরস্কারপ্রাপ্তদের কাছ থেকে তাদের কার্যক্রমের অভিজ্ঞতা শোনার পাশাপাশি এই ইন্টারেক্টিভ অধিবেশনটি আমাদেরকে পুরস্কারপ্রাপ্তদের মুখোমুখি বর্তমান চ্যালেঞ্জগুলি শোনার সুযোগ দিয়েছে।

বিগত ছয় বছরের মধ্যে ১৮ থেকে ৩৫ বছর বয়সী তরুণদের নেতৃত্বে যে সব সংগঠন সামাজিক অন্তর্ভুক্তি; সৃজনশীল সংস্কৃতি, ক্রীড়া এবং সুস্থতা; শিক্ষা এবং কর্মসংস্থান; পরিবেশ এবং জলবায়ু; উদ্ভাবন এবং যোগাযোগের বিষয়ে কাজ করেছে তাদের এই পুরষ্কার প্রদান করা হবে। এই প্রতিটি বিভাগ থেকে দুটি করে মোট ১২টি পুরস্কার দেওয়া হবে।

নারীর ক্ষমতায়ন, শিশুদের অধিকার, প্রতিবন্ধী ব্যক্তি, সুবিধাবঞ্চিত, কর্মসংস্থান ও উদ্ভাবন, সৃজনশীলতা এবং বিনোদন, জ্ঞান ও দক্ষতা উন্নয়ন, অত্যন্ত দরিদ্রদের ক্ষমতায়ন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্যসেবা, সামাজিক-সাংস্কৃতিক উদ্যোগ, দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং জরুরী পরিষেবাগুলি জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের জন্য আবেদন করার যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে বলে জানানো হয় ইয়াং বাংলার পক্ষ থেকে।

যে সংস্থাগুলি বা প্রতিষ্ঠানগুলো কমপক্ষে ১৮ মাস ধরে এই পরিষেবা কার্যক্রমের সঙ্গে জড়িত তারা আবেদন করতে পারবেন। আবেদনকারী সংস্থা বা প্রতিষ্ঠানের বয়স অবশ্যই নূন্যতম দুই বছর হতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর ওপর হামলার অভিযোগ

ইসলামের নামে ধোঁকা দেওয়া সহ্য করবে না মানুষ : ১২ দলীয় জোট 

ভোটে সহিংসতার দায় আ.লীগের কেন, ব্যাখ্যা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

বিএনপির আরও ১১ নেতাকে বহিষ্কার

চবির নতুন ডিনকে আ.লীগপন্থি দাবি করে জাতীয়তাবাদী ফোরামের ক্ষোভ

ভারতের কূটনীতিকদের পরিবার সরানোর কোনো কারণ খুঁজে পাই না : পররাষ্ট্র উপদেষ্টা

বৃহস্পতিবার যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না

ভিসানীতিতে পরিবর্তন, যুক্তরাষ্ট্রে ভারতীয়দের জন্য বড় ধাক্কা

বিএনপির ৪ নেতার পদত্যাগ

কবে পদত্যাগ করবেন, জানালেন ডাকসুনেতা সর্বমিত্র চাকমা

১০

সংঘর্ষে জামায়াত নেতা রেজাউল করিম নিহত

১১

আর কোনো স্বৈরাচার না চাইলে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে : আসিফ মাহমুদ

১২

বৃষ্টি নিয়ে নতুন বার্তা

১৩

কে এই তামিম রহমান?

১৪

চাঁদে আঘাত হানতে পারে গ্রহাণু, পৃথিবীতে ভয়াবহ উল্কাবৃষ্টির আশঙ্কা

১৫

বাঞ্ছারামপুর উপজেলা সার্ভেয়ার সমিতির নতুন কমিটি / সভাপতি আব্বাস, সম্পাদক নুরুল আমিন

১৬

ড্যাফোডিলের ১৩তম সমাবর্তনে চার হাজার শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান

১৭

স্ত্রী-সন্তানের কবর ছুঁয়ে কান্নায় ভেঙে পড়লেন সাদ্দাম

১৮

উন্নয়ন ও সেবায় কেউ পিছিয়ে থাকবে না : আবু আশফাক

১৯

ফুটসাল চ্যাম্পিয়নদের বরণে প্রস্তুত ছাদখোলা বাস

২০
X