সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১০ জুলাই ২০২৪, ০৩:৩৩ এএম
আপডেট : ১০ জুলাই ২০২৪, ০৮:৩২ এএম
অনলাইন সংস্করণ

ভাতিজার লোহার পাইপের আঘাতে চাচার মৃত্যু

নাসির উদ্দিন। ছবি : সংগৃহীত
নাসির উদ্দিন। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সনমান্দি পূর্বপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইয়ের ঝগড়া মীমাংসা করতে গিয়ে ভাতিজার লোহার পাইপের আঘাতে চাচা নাসির উদ্দিনের (৫২) মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত শুক্রবার (৫ জুলাই) বিকেলে দুই ভাইয়ের ঝগড়ার এক পর্যায়ে লোহার পাইপের আঘাতে আহত হন। এ ঘটনায় আরও তিনজন আহত হন।

নিহত নাসির উদ্দিন সনমান্দি ইউনিয়নের পূর্ব সনমান্দি এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে।

আহত জয়নাল আবেদিনের স্ত্রী জায়েদা বেগম সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

নিহতের ভাতিজা আবু নাঈম জানান, শুক্রবার বিকেলে তার বাবা জয়নাল আবেদিন তাদের বাড়িতে একটি রান্নাঘর নির্মাণ করেন। এক পর্যায়ে তার বড় চাচা আব্দুর রব মিয়া তাদের বাধা দেন। তার বাবা ও চাচার বাকবিতণ্ডার একপর্যায়ে আব্দুর রবের ছেলে আবুল কাশেম ও হাসান মিয়া তাদের ঘর থেকে গ্যাসের পাইপ ও লোহার রড নিয়ে তার বাবার ওপর অতর্কিত হামলা করে। এ সময় তার বাবা জয়নাল আবেদিনকে পিটিয়ে আহত করে। তাদের ডাকচিৎকারে তার আরেক চাচা নাসির উদ্দিন এগিয়ে এলে তার চাচাতো ভাই কাশেমের হাতে থাকা গ্যাসের পাইপ দিয়ে তার মাথায় আঘাত করে। এ সময় নাসির উদ্দিনকে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে। চাচি আবেদা বেগম ও তার মা জায়েদা বেগমকেও পিটিয়ে জখম করে।

আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের মধ্যে নাসির উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। মঙ্গলবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সোনারগাঁ থানার ওসি এসএম কামরুজ্জামান বলেন, জমি সংক্রান্ত বিরোধ মীমাংসা করতে গিয়ে আহত নাসির উদ্দিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহতের ঘটনায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। যেহেতু আহতদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে, মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজামুখী ত্রাণবাহী জাহাজ নিয়ে যা বললেন আজহারি

জানা গেল গভীর নিম্নচাপটি কখন উপকূল অতিক্রম করতে পারে

আপনি কি সব সময় পা নাড়ান? ভয়াবহ রোগের ইঙ্গিত কি না জেনে নিন

প্রথম ওভারেই জোড়া আঘাত মারুফার, চাপে পাকিস্তান

সম্পদ অর্জনে নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক

পিআর পদ্ধতিতে নির্বাচনের কোনো সুযোগ নেই : ব্যারিস্টার কাজল

বিএনপির নেতাকর্মীরা কোনো দিন রাজপথ ছাড়েনি : টুকু

হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়  

গাজাগামী ত্রাণবাহী জাহাজের নিরাপত্তা দেওয়ার আহ্বান জামায়াতের

নিষেধাজ্ঞার সময়ে ইলিশ শিকারে জেলেদের ‘গোপন’ প্রস্তুতি

১০

বিমানবন্দরে ২ বিমানের সংঘর্ষ

১১

তামিমের অভিযোগ ও বিসিবি নির্বাচন নিয়ে যা বললেন সাকিব

১২

চালুর আগেই চুরি হচ্ছে ট্রমা সেন্টারের প্রয়োজনীয় জিনিসপত্র

১৩

কুকুর কামড়ানোর পর প্রথম ১৫ মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক কী কী করবেন?

১৪

ছারপোকা মারার ওষুধের বিষক্রিয়ায় যুবকের মৃত্যু

১৫

এক মোটরসাইকেলে ৩ বন্ধু, ট্রেনের ধাক্কায় প্রাণ গেল দুজনের

১৬

বিজয়া দশমীতে ছাত্রদল নেতা তারিকের ভিন্নধর্মী কর্মসূচি

১৭

নওগাঁয় মণ্ডপে মণ্ডপে ‘সিঁদুর খেলা’, সন্ধ্যায় প্রতিমা বিসর্জন

১৮

টস ভাগ্যে হেরেছে বাংলাদেশ, ব্যাটিংয়ে পাকিস্তান

১৯

কাপ্তাই হ্রদে সেনাবাহিনীর সফল উদ্ধার অভিযান

২০
X