নওগাঁর নিয়ামতপুরে মাঠে বাবার সঙ্গে কাজ করার সময় বজ্রপাতে মারুফ (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার পীরপুর গ্রামের কৃষি মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহত মারুফ উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের পীরপুর গ্রামের হারুনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মারুফ সকাল থেকেই তার বাবার সঙ্গে আমন ধানের চারা লাগানোর জন্য জমি প্রস্তত করছিল। বিকেলে আকাশ মেঘে ঢেকে গেলে মারুফ ও তার বাবা বাড়িতে ফিরছিলেন। হঠাৎ বজ্রপাত সংঘটিত হলে মারুফ মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শ্রীমন্তপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম রফিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন