ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুলাই ২০২৪, ০৬:১৮ পিএম
অনলাইন সংস্করণ

নির্ধারিত প্রশ্নে পরীক্ষা না নেওয়ায় নিয়োগ পরীক্ষা স্থগিত

হিন্দা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীর চারটি পদে নিয়োগ পরীক্ষায় প্রার্থীরা। ছবি : কালবেলা
হিন্দা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীর চারটি পদে নিয়োগ পরীক্ষায় প্রার্থীরা। ছবি : কালবেলা

প্রধান শিক্ষক ও সভাপতির নির্ধারিত প্রশ্নে পরীক্ষা না নেওয়ায় খাতা দেওয়ার পর জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার হিন্দা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীর চারটি পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শুক্রবার (১২ জুলাই) সকাল ৯টায় ওই বিদ্যালয়ে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। প্রার্থীরা পরীক্ষায় অংশ নিতে এসে পরীক্ষার হলে বসার পর খাতাও দেওয়া হয়। কিন্তু প্রধান শিক্ষক ও সভাপতির মনোনীত ৫ সদস্যের পরীক্ষা কমিটির করা প্রশ্নে পরীক্ষা না নেওয়ায় পরীক্ষা স্থগিত করা হয়েছে।

জানা গেছে, উপজেলার হিন্দা উচ্চ বিদ্যালয়ের ল্যাব সহকারী, অফিস সহায়ক, পরিচ্ছন্নতাকর্মী ও আয়াসহ ৪টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বিদ্যালয় কর্তৃপক্ষ। এতে পরীক্ষার জন্য ২৪ চাকরিপ্রার্থী আবেদন করেন।

এর আগে শুক্রবার সকাল ৯টায় বিদ্যালয়ে ওই চারটি পদের নিয়োগ পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। সে অনুযায়ী ডিজির একজন প্রতিনিধি, ডিসির প্রতিনিধি একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং ডিসির নির্দেশক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হন। নির্ধারিত সময়ে পরীক্ষার্থীরা হলে গিয়ে বসার পর সবাইকে খাতাও দেওয়া হয়। কিন্তু বিপত্তি বাধে পরীক্ষার প্রশ্ন নিয়ে। প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির মনোনীত পরীক্ষা কমিটির ৫ সদস্যের মাধ্যমে প্রশ্নপত্র প্রস্তুত করে পূর্বের প্রশ্নপত্রের সঙ্গে সমন্বয় করে চূড়ান্ত প্রশ্নপত্র তৈরি করা হয়। প্রধান শিক্ষক ও সভাপতি তাদের করা হুবহু প্রশ্ন দেখতে না পেয়ে চূড়ান্ত প্রশ্নে স্বাক্ষর করতে রাজি হননি। এ ছাড়াও কমিটির ৫ সদস্যের প্রশ্নপত্র প্রস্তুত করার পর তাদের মোবাইল ফোন নিয়ে নেওয়ায় সভাপতি ও প্রধান শিক্ষক মনঃক্ষুণ্ণ হন। পরে জেলা প্রশাসকের নির্দেশে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়।

এদিকে চারটি পদে নিয়োগের বিপরীতে প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে অর্ধকোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগও তোলা হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যক্তিগত আইডি এবং বিভিন্ন ফেসবুক গ্রুপে অনেকেই পোস্ট করেন। যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে। মেধাবীরা যেন বঞ্চিত না হয় সে কারণে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ পরীক্ষা নেওয়ার জন্য স্থানীয় প্রশাসন ও গণমাধ্যম কর্মীদের দৃষ্টি আকর্ষণও করেন কেউ কেউ।

পরীক্ষায় অংশগ্রহণকারী তানিয়া, আব্দুল হাই, সাবিনা আক্তারসহ বেশ কয়েকজন পরীক্ষার্থী বলেন, সকাল ৯টায় বিদ্যালয়ে এসে বসে আছি। এখন দুপুর ১২টা বেজে গেছে। খাতা দেওয়ার পর হঠাৎ কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিত করেছে। বিষয়টি যদি আগে জানানো হতো তাহলে কষ্ট করে আমাদের এখানে আসতে হতো না।

প্রধান শিক্ষক নজাবর রহমান কালবেলাকে বলেন, আমার কোনো বক্তব্য নেই। প্রশাসন পরীক্ষা স্থগিত করেছে। কেন করেছে সেটা উনারাই বলতে পারবে। আমি কোনো বক্তব্য দেব না।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বড়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু রাশেদ আলমগীর কালবেলাকে বলেন, প্রশাসন নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে এখানে আমার কিছু বলার নেই। আপনি বক্তব্য নিতে হলে উনাদের থেকে নেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাবাচ্ছুম কালবেলাকে বলেন, হিন্দা উচ্চ বিদ্যালয়ে ল্যাব সহকারী, অফিস সহায়ক, পরিচ্ছন্নতাকর্মী ও আয়াসহ চার পদে নিয়োগ পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে এ পরীক্ষা ঘিরে বিভিন্ন অভিযোগ পাওয়ার কারণে জেলা প্রশাসকের দিকনির্দেশনায় পরীক্ষা কমিটির ৫ সদস্যের মাধ্যমে নতুন করে প্রশ্নপত্র প্রস্তুত করার পর পূর্বের প্রশ্নপত্র সমন্বয় করে চূড়ান্ত প্রশ্নপত্র তৈরি করা হয়। কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক তাদের করা হুবহু প্রশ্ন দেখতে না পেয়ে চূড়ান্ত প্রশ্নে স্বাক্ষর করতে রাজি হননি। এ ছাড়াও কমিটির ৫ জনের প্রশ্নপত্র প্রস্তুত করার পর তাদের মোবাইল ফোন নিয়ে নেওয়ায় সভাপতি ও প্রধান শিক্ষক মনঃক্ষুণ্ণ হয়েছেন। পরে জেলা প্রশাসককে বিষয়টি জানানো হলে তিনি পরীক্ষা স্থগিত করার নির্দেশ দেন। সে অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট পরীক্ষা স্থগিত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পল্লবীতে যুবদল নেতা কিবরিয়া হত্যায় গ্রেপ্তার ২ 

ফেসবুক মার্কেটপ্লেসে বড় পরিবর্তন

লটারির মাধ্যমে ডিসি-এসপি বদলির দাবি গোলাম পরওয়ারের

গুগলের জেমিনি লাইভে এসেছে নতুন ৫ সুবিধা

প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি করছে যুক্তরাষ্ট্র

কাভার্ডভ্যানে ধাক্কা দিয়ে নিজ ট্রাকেই প্রাণ গেল চালকের

ইসির আচরণবিধি নিয়ে প্রশ্ন তুললেন শিশির মনির

বাংলাদেশ ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

জকসু নির্বাচনে অংশ নেওয়ার শিক্ষার্থীরা বুলিংয়ের শিকার : চন্দন কুমার

নায়কদের দিন শেষ? ২০০ কোটি পারিশ্রমিক নিয়ে শীর্ষে রাজামৌলি

১০

একজন উপদেষ্টার ইশারায় আমাকে আটক করা হয়েছিল : সাংবাদিক সোহেল

১১

কেন সন্তানরা বড় হলে বাবা-মায়ের কাছে কম যায়

১২

সাংবাদিককে ডিবি তুলে নেওয়ার বিষয়ে যা বলল টেলিযোগাযোগ মন্ত্রণালয়

১৩

ময়মনসিংহে ট্রেনে আগুন

১৪

বিজয় দিবসে এবারও প্যারেড হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৫

ফুটবল বিশ্বকাপের টিকিট পেল মাত্র দেড় লাখ মানুষের দেশ

১৬

৩ উইকেট হারিয়ে লাঞ্চে বাংলাদেশ

১৭

সুষ্ঠু নির্বাচন করতে ইসি ওয়াদাবদ্ধ : সিইসি

১৮

শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত নুরুদ্দিন আহাম্মেদ অপু

১৯

জকসু নির্বাচন / একই পদে শিবির-ছাত্রদল প্যানেল থেকে দুই জুলাই যোদ্ধা

২০
X