আতাউর রহমান, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুলাই ২০২৪, ০৯:০১ পিএম
অনলাইন সংস্করণ

ঝুলছে সাইনবোর্ড, ৭ বছরেও শুরু হয়নি ফায়ার সার্ভিসের নির্মাণকাজ

৭ বছর আগে টানানো হয়েছে ব্রাহ্মণপাড়ায় ফায়ার সার্ভিসের নির্মাণ প্রকল্পের সাইনবোর্ড। ছবি : কালবেলা
৭ বছর আগে টানানো হয়েছে ব্রাহ্মণপাড়ায় ফায়ার সার্ভিসের নির্মাণ প্রকল্পের সাইনবোর্ড। ছবি : কালবেলা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ফায়ার সার্ভিসের নির্মাণ প্রকল্পের সাইনবোর্ড স্থাপন করা হয়েছে সাত বছর আগে। অথচ এত বছর অতিবাহিত হলেও শুরু করা হয়নি নির্মাণকাজ। এ নিয়ে স্থানীয় বাসিন্দারা হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন।

উপজেলার সাহেবাবাদ এলাকায় ৩৬ দশমিক ৭৫ শতক জমি অধিগ্রহণ করে সাত বছর আগে ফায়ার সার্ভিস নির্মাণের সাইনবোর্ড লাগায় কুমিল্লা জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।

জানা গেছে, ব্রাহ্মণপাড়াকে ১৯৮৩ সালের ৭ নভেম্বর প্রশাসনিক বিকেন্দ্রীকরণের ফলশ্রুতিতে উন্নয়নের প্রয়োজনে উপজেলায় উন্নীত করা হয়। উপজেলা প্রতিষ্ঠার ৪০ বছর পার হলেও ওই উপজেলায় এখনো স্থাপিত হয়নি ফায়ার সার্ভিস স্টেশন। ফলে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় ওই উপজেলায় বিভিন্ন সময়ে ছোট-বড় অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতি বছরই কোটি কোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হচ্ছে।

উপজেলায় দীর্ঘদিন ধরে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় উপজেলা সদরসহ প্রত্যন্ত অঞ্চলের হাট-বাজারের দোকানপাট, শিল্প প্রতিষ্ঠান,বাসাবাড়ি ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো আগুনের চরম ঝুঁকির মধ্যে রয়েছে। উপজেলার ব্রাহ্মণপাড়া সদর বাজার, সাহেবাবাদ বাজার, অলুয়া বাজার, ধান্যদৌল বাজার, বড়ধুশিয়া বাজার, চান্দলা বাজার, ষাইটশালা বাজার, মাধবপুর বাজার, কান্দুঘর বাজার, সিদলাই বাজার, মহালক্ষীপাড়া বাজার, দুলালপুর বাজার, নাল্লা বাজার ও শশীদল বাজারসহ বিভিন্ন বাজারে পেট্রল, অকটেন, ডিজেল, কেরোসিনের অস্থায়ী মজুদদারদের বিক্রয় কেন্দ্র রয়েছে। ফলে ওইসব বাজার অগ্নিকাণ্ডের চরম ঝুঁকিতে রয়েছে।

এ ছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ব্যাংক, বিমা ও সরকারি-বেসরকারি অফিসসহ সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে ওই উপজেলায়। উপজেলা সদরসহ হাটবাজার বা কোনো প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে পাশের জেলা ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা, ব্রাহ্মণপাড়ার পাশের উপজেলা বুড়িচং এবং জেলা সদর কুমিল্লা ফায়ার সার্ভিসের উপরই একমাত্র নির্ভর করতে হয়। ফলে কসবা, বুড়িচং বা কুমিল্লা ফায়ার সার্ভিস দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুনে পুড়ে সব ছাই হয়ে যায়। এতে ভোগান্তি পোহাতে হয় ওই উপজেলার বাসিন্দাদের।

সাহেবাবাদ বাজারের ব্যবসায়ী জসিম উদ্দিন বলেন, সাত বছর আগে কুমিল্লা থেকে ফায়ার সার্ভিসের লোকজন এসে ফায়ার সার্ভিস নির্মাণের স্থানে একটি সাইনবোর্ড বসিয়ে যায়। কিন্তু দুঃখের বিষয়, সাত বছর পেরিয়ে গেলেও এখনো ফায়ার সার্ভিস নির্মাণের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আমরা চাই যত দ্রুত সম্ভব ফায়ার সার্ভিস অফিসটি স্থাপন করা হোক।

স্থানীয় বাসিন্দা মো. বিল্লাল হোসেন সরকার বলেন, উপজেলা প্রতিষ্ঠার অনেক বছর পেরিয়ে গেলেও এ উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা হয়নি। সাবেক আইনমন্ত্রী প্রয়াত অ্যাডভোকেট আবদুল মতিন খসরু এর অনুমোদন করে যান। পরে ওই স্থানে সাইনবোর্ড স্থাপন করা হলেও এখনো পর্যন্ত ফায়ার সার্ভিসের নির্মাণ কাজ শুরু করা হয়নি। উপজেলাবাসী চান দ্রুত ফায়ার সার্ভিস স্টেশনটি নির্মিত হোক।

ব্রাহ্মণপাড়া বাজারের ব্যবসায়ী ও বাজার কমিটির সভাপতি হাজী মোজাম্মেল হক দুলাল বলেন, ব্রাহ্মণপাড়ায় ফায়ার সার্ভিসের অফিস না থাকায় প্রতি বছর অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ব্রাহ্মণপাড়াবাসীর দাবি আর সময়ক্ষেপণ না করে দ্রুত ফায়ার সার্ভিসের অফিস স্থাপন করা হোক।

সাহেবাবাদ ইউপি চেয়ারম্যান মো. মনির হোসেন চৌধুরী বলেন, প্রতি বছরই সাহেবাবাদ পাইকারি বাজারে অগ্নিকাণ্ডের ফলে অনেক ক্ষয়ক্ষতি হয়। এ ছাড়া উপজেলার বিভিন্ন বাজার ও বাসাবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মানুষ ক্ষতির মুখে পড়ে। অচিরেই ফায়ার সার্ভিস স্টেশনটি নির্মিত হলে উপজেলাবাসী সুফল পাবে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক বলেন, এ উপজেলায় বিভিন্ন হাটবাজার এবং বাড়িঘরে প্রতি বছর অগ্নিকাণ্ডে অনেক ক্ষয়ক্ষতি হয়। ফায়ার সার্ভিস স্টেশন দ্রুত নির্মাণ হলে উপজেলাবাসী অগ্নিকাণ্ডের ভয়াবহ ক্ষতির হাত থেকে রেহাই পাবে।

কুমিল্লা জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. বজলুর রশিদ বলেন, আমাদের সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম ভূঁইয়া দাপ্তরিক কাজে দেশের বাইরে আছেন। তিনি থাকলে সবটুকু জানাতে পারতেন। তবে আমি যতটুকু জানি ব্রাহ্মণপাড়ায় ফায়ার সার্ভিস ভবন নির্মাণের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম কালবেলাকে বলেন, জেলা সমন্বয় কমিটির সভায় সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম সুজন ও আমি ফায়ার সার্ভিস নির্মাণের বিষয়টি উপস্থাপন করেছিলাম। সে পরিপ্রেক্ষিতে জানা গেছে, ফায়ার সার্ভিস নির্মাণবিষয়ক ফাইলটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জমা আছে। আশা করা যাচ্ছে এ অর্থবছরে এর বরাদ্দ পাওয়া যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের প্রলোভনে ‘ধর্ষণ’, পুলিশ সদস্য গ্রেপ্তার

পরীক্ষায় নকল সরবরাহ করতে যান ছাত্রদল নেতা, অতঃপর...

ছাত্রীদের হলে পুরুষ স্টাফ দিয়ে তল্লাশি

দাম কমলো ইন্টারনেটের

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা

পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা কতটা উপযোগী, ভাবার অনুরোধ তারেক রহমানের

বৈষম্যবিরোধী নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ

শাহজালালে বোয়িং বিমানে লাগেজ ট্রলির আঘাত

আখতারকে রংপুর-৪ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা

১০

মধ্যরাতে বরখাস্ত চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার

১১

‘একসঙ্গে সমুদ্রে নেমে তো গোসল করতে পারব না’

১২

জুলাই যোদ্ধার তালিকায় এক ব্যক্তির নাম ২ জায়গায়

১৩

বিএনপির অনুষ্ঠানে অপ্রীতিকর ঘটনায় মির্জা ফখরুলের প্রতিবাদ

১৪

রাজধানীতে শ্রমজীবী মানুষের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ

১৫

জামায়াত-গণঅধিকার পরিষদের মতবিনিময় / নির্বাচনী জোট গঠনে একমত

১৬

উপবৃত্তির টাকা আত্মসাৎ, মাদ্রাসার সুপার কারাগারে

১৭

তারেক রহমান নেতৃত্ব না দিলে জুলাই আন্দোলন সফল হতো না : মুরাদ

১৮

চট্টগ্রাম নগরীতে ইউপিডিএফ সদস্য গ্রেপ্তার

১৯

‘প্রেমে ব্যর্থ হলে বাথরুম পরিষ্কার করি’

২০
X