চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ১২:০৬ পিএম
অনলাইন সংস্করণ

জেগে ওঠা বিস্তীর্ণ বালুচরে স্বপ্ন বুননে ব্যস্ত কৃষকরা

কুড়িগ্রামের চিলমারীতে জেগে ওঠা বালুচর প্রস্তুতিতে কাজ করছেন কৃষকরা। ছবি : কালবেলা
কুড়িগ্রামের চিলমারীতে জেগে ওঠা বালুচর প্রস্তুতিতে কাজ করছেন কৃষকরা। ছবি : কালবেলা

জলবায়ু পরিবর্তনের প্রভাবে নদের পানির স্তর কমে গিয়ে জেগে ওঠা বালু চরে স্বপ্ন বুননে ব্যস্ত সময় পার করছেন কুড়িগ্রামের চিলমারীর চরাঞ্চলের প্রান্তিক কৃষকরা। আবহাওয়া-জলবায়ুর পরিবর্তনের ফলে প্রতিবছর এই সময়ে ব্রহ্মপুত্র নদের পানির স্তর কমে গিয়ে বিভিন্ন স্থানে বালুচর জেগে ওঠে। এই চরে গুটিকয়েক ফলন দেখা যায়। এর মধ্যে পেঁয়াজ, রসুন বেশি সংখ্যক চাষ হয়। এর মধ্যে দেখা গেছে, বিশাল এই বালুচরগুলোয় পেঁয়াজ চাষ হচ্ছে। তবে আগাম বন্যার শঙ্কাও রয়েছে।

কৃষকরা বলেন, তিন মাস মেয়াদি এই ফসলে লাভজনক। কিন্তু এবার কিছুটা সারের সংকট ও বীজের দাম বেশি পড়েছে। আর এই পেঁয়াজের ফলন ওঠানোর সময় বন্যার শঙ্কা থেকে যায়। যদি আগাম নদীতে পানি না বৃদ্ধি পায় তাহলে আশানুরূপ ফলন ঘরে ওঠানো সম্ভব।

কৃষি অফিস জানায়, এবার প্রায় ১৬০০ হেক্টর জমিতে চাষ হয়েছে। চাষের খরচ কম হলেও সেচ ও সারের খরচ তুলনামূলক বেশি। এপ্রিল মাসের মধ্যে বন্যার শঙ্কা না থাকায় বোরো ধান ছাড়া অন্যান্য রবিশস্যে বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই।

খোঁজ নিয়ে দেখা গেছে, ব্রহ্মপুত্র নদের তীর বিশাল বালুচর জুড়ে রোপণ করা হচ্ছে পেঁয়াজের বীজ। বিস্তীর্ণ এই চরগুলো সদ্য জেগে ওঠা। দেখা যায়, কৃষকরা হাতছানি দিয়ে বীজ লাগাচ্ছেন এবং বালু দিয়ে এসব ঢেকে দিচ্ছেন। এবার বিঘাপ্রতি পেঁয়াজ চাষে ব্যয় হচ্ছে ১৫ হাজার টাকা।

অষ্টমীরচর ইউনিয়নের মুদাফৎ কালিকাপুর ফকির পাড়া এলাকার কৃষক আকরম মুন্সি বলেন, ‘আল্লাহর ওপর ভরসা করে পেঁয়াজ লাগাচ্ছি। গত বারের চেয়ে এ বছর খরচ বেশি, সার পাচ্ছি না বীজের দাম অনেক, সরকারি কোনো সহযোগিতা পাই না আমরা। সব কিছু দোকান থেকে বাকিতে নিয়ে চাষ করতে হচ্ছে। তবে আমরা আশা করছি পেঁয়াজের ফলন ভালো হবে। আর পেঁয়াজ ওঠানোর সময় যদি আগাম নদীতে পানি হয় তাহলে ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ হবে।’

চিলমারী উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায় কালবেলাকে বলেন, বারি পেঁয়াজ-১ খরা সহিষ্ণু জাত যা চরাঞ্চলে তুলনামূলক ভালো হয়। এ ছাড়াও তিন মাস মেয়াদি লাভজনক ফসলের মধ্যে রয়েছে মিষ্টি আলু, আলু, তিল, তিসি, কালোজিরা ও সরিষা। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিভিন্ন উপকরণ প্রাপ্ত বরাদ্দ অনুযায়ী প্রদান করা হয়। ধারাবাহিকভাবে সব কৃষক এ কর্মসূচির আওতায় আসার সুযোগ রয়েছে। এ ছাড়া সকল কৃষককে যে কোনো ফসল উৎপাদনে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হচ্ছে।

নদী কর্মী ও বিশ্লেষক জাহানুর রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন কেবল বৈজ্ঞানিক প্রমাণের বিষয় নয়, এটি কুড়িগ্রামের মানুষের প্রতিদিনের বাস্তবতা। ২০১৯ থেকে ২০২৪ পর্যন্ত গত সাত বছরে কুড়িগ্রামে ৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে। বন্যা সময় খরা, আবার সময়ে হঠাৎ বন্যা। এসব লক্ষণ জলবায়ু পরিবর্তনের প্রভাবকে ইঙ্গিত করে।

তিনি আরও বলেন, কুড়িগ্রামের বড় বড় নদীগুলোর মধ্যে ব্রহ্মপুত্র, ধরলা ও তিস্তা নদীর তলদেশ ভরাট হয়ে যাওয়ায় নিচের জোয়ারের পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। ফলে নদীর উপরিভাগের পানি পরিবেশের অধিক তাপমাত্রার কারণে উজান থেকে নেমে আসা পানি দ্রুত বাষ্পীভূত হয়ে নদীর মাঝে ছোট ছোট দ্বীপচর জাগছে। এখন এসব বালুচরের জলবায়ু সহিষ্ণু কৃষি চাষাবাদ করার জন্য কৃষি বিভাগ ও স্থানীয়দের সমন্বিত পদক্ষেপ নিতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা কবে জানাল বোর্ড

২৯ ট্যাংকারে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

এনসিপির কর্মসূচিতে পরিবর্তন

রাষ্ট্রবিরোধী পরিকল্পিত মবক্রেসিকে রুখে দিন : আবিদ 

১৩১ বছর বয়সী সুফিয়া বেগম মারা গেছেন

প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

বান্দরবানে পুলিশ সুপার কার্যালয় ঘেরাও

ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২

ভারতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাব’

১০

সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে পড়ল কয়েকটি চিতাবাঘ

১১

বেনাপোলে লংমার্চ টু বর্ডার ও অবস্থান কর্মসূচি পালন

১২

হাদি হত্যার প্রতিবাদে সায়েন্সল্যাব মোড় অবরোধ শিক্ষার্থীদের

১৩

ব্র্যাক ইউনিভার্সিটিতে স্যার ফজলে হাসান আবেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালন

১৪

হাদির মৃত্যুতে মা‌র্কিন দূতাবাসের শোক প্রকাশ

১৫

বাসের ধাক্কায় যুবদলের ২ নেতা নিহত

১৬

ওসমান হাদির গ্রামের বাড়িতে মানুষের ঢল

১৭

জেগে ওঠা বিস্তীর্ণ বালুচরে স্বপ্ন বুননে ব্যস্ত কৃষকরা

১৮

ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত

১৯

প্রিয় মানুষের অভিমান ভেঙে ফেলুন সহজ কিছু উপায়ে

২০
X