খুলনায় দাফনের সাড়ে ৪ মাস পর খুলনার নিউ বিশ্বাস প্রোপার্টিজের মালিক তারেক বিশ্বাসের স্ত্রী মাহামুদা আক্তার মিলির লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে।
রোববার (১৪ জুলাই) দুপুরে আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলনা মহানগরীর রায়েরমহল হামিদ নগর বাঙাল বাড়ী রোড এলাকার পারিবারিক কবরস্থান থেকে ওই মরদেহ উত্তোলন করা হয়। পরে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি খুলনা মহানগরীর একটি ক্লিনিকে খুলনা নিউ বিশ্বাস প্রোপার্টিজের মালিক তারেক বিশ্বাসের দ্বিতীয় স্ত্রী মাহমুদা আক্তার মিলি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মিলি এর আগে এক কাস্টমস অফিসারের স্ত্রী ছিলেন। মিলির মৃত্যুর ঘটনার একমাস পর গত ২৫ মার্চ তারর মা সেলিনা বেগম আদালতে হত্যা মামলার আবেদন করেন । এতে তারেক বিশ্বাস ও তার প্রথম স্ত্রী নাসিমাসহ চারজনকে আসামি করা হয়।
মামলার বাদী সেলিনা বেগম বলেন, যৌতুকের জন্য আমার মেয়েকে বিভিন্ন সময় মারধর করত তারেক। আমার মেয়ে এসব নির্যাতনের অনেক ছবি ও ভিডিও ফুটেজ আমাদের দেখিয়েছে। কিন্তু মেয়ের সংসারের ভালোর কথা চিন্তা করে আমরা চুপ ছিলাম।
তিনি বলেন, মিলির মরদেহে আঘাতের চিহ্ন ছিল। হাসপাতালে মারা যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যে তারেক ও তার পরিবারের লোকজন তাকে মরদেহ দাফন করে ফেলে। এতদিন তারেক ও তার ভাইদের ভয়ে পুলিশকে জানাতে সাহস পাইনি। এ মামলায় তারেকেকে গ্রেপ্তার করা হলেও তিনি বর্তমানে জামিনে রয়েছেন।
নিহত গৃহবধূর স্বামী ও মামলার আসামি তারেক বিশ্বাসের উপস্থিতিতে লাশ উত্তোলনের সময় আরও ছিলেন খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান, খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারি কমিশনার (সোনাডাঙ্গা জোন) মো. আবু নাসের আল-আমিন ও মামলার বাদী সেলিনা বেগম।
মন্তব্য করুন