ঠাকুরগাঁওয়ে বিভিন্ন নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত তিন দিনে বিএনপি নেতাসহ ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে শহরের আশ্রমপাড়া এলাকা থেকে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান পয়গাম আলীকে গ্রেপ্তর করা হয়।
ঠাকুরগাঁও সদর থানার ওসি এ বি এম ফিরোজ ওয়াহিদ বলেন, ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনের নামে নাশকতাকারীদের গ্রেপ্তার করা হচ্ছে। সহিংসতা ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য করুন