মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩৩
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুলাই ২০২৪, ১১:২৯ এএম
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলে চাষ হচ্ছে ক্যানসার প্রতিরোধী ফল ননী

নিজ বাগানের ননী ফল হাতে বাবুল মিয়া। ছবি : কালবেলা
নিজ বাগানের ননী ফল হাতে বাবুল মিয়া। ছবি : কালবেলা

বছর চারেক আগে গুরুতর অসুস্থ স্ত্রীর চিকিৎসার প্রয়োজনে যশোর থেকে চার হাজার টাকা কেজি দরে ক্যানসার প্রতিরোধী ঔষধি গুণসম্পন্ন ননী ফল কিনে আনতেন মো. বাবুল মিয়া।

একপর্যায়ে পাকা ননী ফলের বীজ থেকে চারা উৎপাদন করে ছাদবাগান গড়েন। চারা উৎপাদন বাড়তে থাকলে। টাঙ্গাইলের গোপালপুরের পার্শ্ববর্তী গোলাবাড়ী ইউনিয়নের গোপদ, মধুপুরসংলগ্ন পূর্ব সিঙ্গুড়া গ্রামে ১২ কাঠা জমিতে ননী ফল গাছের বাগান গড়ে তোলেন।

বাগান ঘুরে দেখা যায়, তিন শতাধিক গাছের উচ্চতা ৮ থেকে ১৪ ফুট হয়েছে। ফল ধরছে প্রতিটি গাছে। এ ছাড়াও তিনি বাগানে করোসল, ডায়াবেটিকসের জন্য উপকারী ঔষধি গুণসম্পন্ন গাছ রোপণ করেছেন। মুঠোফোনে অর্ডার পেয়ে দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ননী ফল ও গাছের চারা বিক্রি করেন।

এতে তার মাসিক আয় হচ্ছে ৩০-৫০ হাজার টাকা। বাগান পরিচর্যায় একাধিক শ্রমিক নিয়মিত কাজ করেন। ঔষধি গুণসম্পন্ন হওয়ায় সারা দেশে ননী ফলের ব্যাপক চাহিদা রয়েছে। হারবাল ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানসহ, সারা দেশেই সাধারণ ক্রেতা রয়েছে বলে জানান তিনি।

বাবুল মিয়া বলেন, যশোর থেকে ননী ফল কিনে এনে স্বামী-স্ত্রী উভয়েই জুস করে খেতাম। এতে উভয়েই বিভিন্ন রোগ থেকে মুক্তি পাই। উচ্চমূল্যে কিনতে হতো বিধায়, বাগান করার উদ্দেশ্যে বীজ থেকে চারা রোপণ করি। এরপর গ্রামে শ্বশুর থেকে ওয়ারিশ সূত্রে পাওয়া ১২ কাঠা জমিতে ননী ফলের বাগান করেছি।

এই গাছ মূলত আফ্রিকান। এদেশে এগুলো চাষে ব্যাপক পরিচর্যার দরকার হয়। গোরব, পানি, সরিষার খৈল, হাড়ের গুঁড়া, ডিমের খোসার পাউডার, কোকোপিট, সিনকুচিসহ বিভিন্ন ধরনের জৈবসার নিয়মিত প্রয়োগ না করলে আশানুরূপ ফলন হয় না। গাছ রোপণের ৭ মাসের মধ্যেই ফল আসে, সারা বছর ফলন পাওয়া যায়।

সিঙ্গুড়া গ্রামের মো. আনোয়ার হোসেন জানান, বাগান পরিচর্যায় আমিও মাঝে মাঝে কাজ করে থাকি। অনেক দূর থেকে প্রতিদিন লোকজন আসে এই বাগান দেখতে। তারা ননী ফল কিনেও নিয়ে যায়। অনেক চাহিদা রয়েছে এটার।

উল্লেখ্য, গবেষণায় উঠে এসেছে রোগ প্রতিরোধ ক্ষমতায় অবিশ্বাস্যভাবে কাজ করে ননী ফল। ভিটামিন সি, ই, বি, বি-২, বি-৬, বি-১২, ক্যালসিয়াম, আয়রন, ফলিক অ্যাসিড, ফসফরাস, ম্যাগনেসিয়াম, জিংক, কপার, মিনারেলসহ ১৫০টির বেশি ঔষধি গুণাগুণ রয়েছে ননী ফলে। এর দ্বারা উচ্চ রক্তচাপ কমে, ডায়াবেটিকস নিয়ন্ত্রণে আসে। এতে ক্যানসার ও টিউমার ফাইটিং উপাদান রয়েছে। ব্রেস্ট ক্যানসারে এর ফলাফল অবিশ্বাস্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একীভূত হচ্ছে সরকারের ৬ প্রতিষ্ঠান

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ম খা আলমগীরসহ ১৩ জনের বিরুদ্ধে ইইউবি’র মামলা

বিশ্বকাপে না থাকা বাংলাদেশের প্রতি যে বার্তা দিল স্কটল্যান্ড

দেশে মাদক সেবনকারী ৮২ লাখ, প্রায় ৬১ লাখই গাঁজাখোর

চমক রেখে বিশ্বকাপের জন্য দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : দুলু

ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদ গ্রেপ্তার

ছবি তোলায় আদালত চত্বরে সাংবাদিকের ওপর হামলা বিআরটিএ’র কর্মকর্তার

৫ শীর্ষ ব্যবসায়ীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের ঘণ্টাব্যাপী বিশেষ বৈঠক

আগামীতে নারীদের প্রার্থী দেওয়ার পরিকল্পনা আছে : জামায়াত

১০

ডেমোক্র্যাটের মুসলিম নারী সদস্যের সম্পদ নিয়ে তদন্তের ঘোষণা ট্রাম্পের

১১

ভোটের দিন ফজর নামাজ পড়ে কেন্দ্রে যাবেন, ফলাফল নিয়ে ঘরে ফিরবেন : কায়কোবাদ

১২

‘ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে জাতি দায়মুক্ত হতে পারে না’

১৩

সন্ত্রাসী হামলায় ১০ সাংবাদিক আহত

১৪

বিশ্বকাপ বয়কটের দাবি জোরালো হচ্ছে

১৫

সাফে ব্যর্থতার নেপথ্যে কি ইনতিশার!

১৬

নারীদের মর্যাদা নিশ্চিত হবে এমন বাংলাদেশ গড়তে চাই : জামায়াত আমির

১৭

ফুটবল মাঠে বন্দুকধারীদের তাণ্ডব, প্রাণ গেল ১১ জনের

১৮

আইইউবিএটির সমাবর্তনে বৈশ্বিক শিক্ষার ওপর গুরুত্ব পররাষ্ট্র উপদেষ্টার

১৯

রাষ্ট্র, ক্ষমতা ও নীরবতার সময় ডাভোসে ট্রাম্প

২০
X