গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুলাই ২০২৪, ১১:২৯ এএম
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলে চাষ হচ্ছে ক্যানসার প্রতিরোধী ফল ননী

নিজ বাগানের ননী ফল হাতে বাবুল মিয়া। ছবি : কালবেলা
নিজ বাগানের ননী ফল হাতে বাবুল মিয়া। ছবি : কালবেলা

বছর চারেক আগে গুরুতর অসুস্থ স্ত্রীর চিকিৎসার প্রয়োজনে যশোর থেকে চার হাজার টাকা কেজি দরে ক্যানসার প্রতিরোধী ঔষধি গুণসম্পন্ন ননী ফল কিনে আনতেন মো. বাবুল মিয়া।

একপর্যায়ে পাকা ননী ফলের বীজ থেকে চারা উৎপাদন করে ছাদবাগান গড়েন। চারা উৎপাদন বাড়তে থাকলে। টাঙ্গাইলের গোপালপুরের পার্শ্ববর্তী গোলাবাড়ী ইউনিয়নের গোপদ, মধুপুরসংলগ্ন পূর্ব সিঙ্গুড়া গ্রামে ১২ কাঠা জমিতে ননী ফল গাছের বাগান গড়ে তোলেন।

বাগান ঘুরে দেখা যায়, তিন শতাধিক গাছের উচ্চতা ৮ থেকে ১৪ ফুট হয়েছে। ফল ধরছে প্রতিটি গাছে। এ ছাড়াও তিনি বাগানে করোসল, ডায়াবেটিকসের জন্য উপকারী ঔষধি গুণসম্পন্ন গাছ রোপণ করেছেন। মুঠোফোনে অর্ডার পেয়ে দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ননী ফল ও গাছের চারা বিক্রি করেন।

এতে তার মাসিক আয় হচ্ছে ৩০-৫০ হাজার টাকা। বাগান পরিচর্যায় একাধিক শ্রমিক নিয়মিত কাজ করেন। ঔষধি গুণসম্পন্ন হওয়ায় সারা দেশে ননী ফলের ব্যাপক চাহিদা রয়েছে। হারবাল ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানসহ, সারা দেশেই সাধারণ ক্রেতা রয়েছে বলে জানান তিনি।

বাবুল মিয়া বলেন, যশোর থেকে ননী ফল কিনে এনে স্বামী-স্ত্রী উভয়েই জুস করে খেতাম। এতে উভয়েই বিভিন্ন রোগ থেকে মুক্তি পাই। উচ্চমূল্যে কিনতে হতো বিধায়, বাগান করার উদ্দেশ্যে বীজ থেকে চারা রোপণ করি। এরপর গ্রামে শ্বশুর থেকে ওয়ারিশ সূত্রে পাওয়া ১২ কাঠা জমিতে ননী ফলের বাগান করেছি।

এই গাছ মূলত আফ্রিকান। এদেশে এগুলো চাষে ব্যাপক পরিচর্যার দরকার হয়। গোরব, পানি, সরিষার খৈল, হাড়ের গুঁড়া, ডিমের খোসার পাউডার, কোকোপিট, সিনকুচিসহ বিভিন্ন ধরনের জৈবসার নিয়মিত প্রয়োগ না করলে আশানুরূপ ফলন হয় না। গাছ রোপণের ৭ মাসের মধ্যেই ফল আসে, সারা বছর ফলন পাওয়া যায়।

সিঙ্গুড়া গ্রামের মো. আনোয়ার হোসেন জানান, বাগান পরিচর্যায় আমিও মাঝে মাঝে কাজ করে থাকি। অনেক দূর থেকে প্রতিদিন লোকজন আসে এই বাগান দেখতে। তারা ননী ফল কিনেও নিয়ে যায়। অনেক চাহিদা রয়েছে এটার।

উল্লেখ্য, গবেষণায় উঠে এসেছে রোগ প্রতিরোধ ক্ষমতায় অবিশ্বাস্যভাবে কাজ করে ননী ফল। ভিটামিন সি, ই, বি, বি-২, বি-৬, বি-১২, ক্যালসিয়াম, আয়রন, ফলিক অ্যাসিড, ফসফরাস, ম্যাগনেসিয়াম, জিংক, কপার, মিনারেলসহ ১৫০টির বেশি ঔষধি গুণাগুণ রয়েছে ননী ফলে। এর দ্বারা উচ্চ রক্তচাপ কমে, ডায়াবেটিকস নিয়ন্ত্রণে আসে। এতে ক্যানসার ও টিউমার ফাইটিং উপাদান রয়েছে। ব্রেস্ট ক্যানসারে এর ফলাফল অবিশ্বাস্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে মোট ভোটার ১২ কোটি ৬৩ লাখ : ইসি সচিব

সব পদ থেকে বিএনপির কেন্দ্রীয় নেতা বহিষ্কার

বুমরাহর সঙ্গে তুলনা নিয়ে মুখ খুললেন ওয়াসিম আকরাম

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামায়াত

আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তুললেন চবির সহকারী প্রক্টর

প্রসাদে মাদক মিশিয়ে যুবককে যৌন নিপীড়নের অভিযোগ পুরোহিতের বিরুদ্ধে

যে তালিকায় মুস্তাফিজের পেছনে অবস্থান সাকিব-তামিমের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্য খাতে উদ্ভাবন ও জাপানে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার

বিদেশি প্রতিষ্ঠানকে বই ছাপার সুযোগ দিলে এনসিটিবি বন্ধের হুঁশিয়ারি

কেউ মেঝেতে, কেউবা বেডে শুয়ে কাতরাচ্ছেন

১০

চবিতে স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে আহতের সংখ্যা দেড় শতাধিক

১১

নুরের শারীরিক অবস্থা ও ছাড়পত্র নিয়ে জানালেন ঢামেক পরিচালক

১২

‘ঈশ্বরের প্রতিশোধ’ নিতে মন্দিরে চুরি করতেন এইচআইভি আক্রান্ত ব্যক্তি

১৩

সিলেটে সাদাপাথর লুটকাণ্ডে এবার কোম্পানীগঞ্জ থানার ওসি বদলি

১৪

দেখে নিন চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার পূর্নাঙ্গ সূচি

১৫

প্রধান সড়কে ব্যাটারি রিকশা চললে গাড়ির ট্যাক্স দেব না : চমক

১৬

সাড়ে ৪ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেল চলাচল স্বাভাবিক

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর সেই বৃদ্ধের দায়িত্ব নিলেন বিএনপি নেতা

১৮

নুরের ওপর হামলা গণতান্ত্রিক আন্দোলনের স্পিরিটে আঘাত, বললেন খোদ উপদেষ্টা

১৯

৯ তারিখে ব্যালট বিপ্লব হবে : সাদিক কায়েম

২০
X