গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুলাই ২০২৪, ০৬:১২ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৪, ০৬:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

তাল্লু স্পিনিংয়ের গোডাউন যেন যুদ্ধক্ষেত্রের ধ্বংসস্তূপ

তুলার গোডাউনে পুড়ে যাওয়া পুলিশের দুটি গাড়ি। ছবি : কালবেলা
তুলার গোডাউনে পুড়ে যাওয়া পুলিশের দুটি গাড়ি। ছবি : কালবেলা

বিশাল বড় গোডাউনটির ভেতর সবখানে আগুনে পোড়া চিহ্ন। গোডাউনের মেঝেতে স্তূপ স্তূপ হয়ে আছে পুড়ে যাওয়া তুলা। লন্ডভন্ড গোডাউনের ভেতরে পোড়া পুলিশের গাড়ি দেখে মনে হয় এটি কোনো যুদ্ধক্ষেত্রের ধ্বংসস্তূপ।

ময়মনসিংহের গৌরীপুরের তাল্লু স্পিনিং মিলের আগুনের পুড়ে যাওয়া একটি তুলার গোডাউনের ভেতরে ঢুকে এমন চিত্রের দেখা মিলে।

এর আগে কোটা সংস্কার আন্দোলনের জেরে গত শনিবার ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের কলতাপাড়া বাজারে তাল্লু স্পিনিং মিলে তাণ্ডব চালায় দুবৃর্ত্তরা। এ সময় মিল ভাঙচুর ও পুলিশের দুটি গাড়িতে অগ্নিসংযোগও করে দুবৃর্ত্তরা।

জানা গেছে, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত শনিবার বেলা ১১টায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের কলতাপাড়া বাজারে অবস্থান করে আন্দোলনকারীরা। পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করলে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়।

একপর্যায়ে আন্দোলনকারীরা পুলিশকে ধাওয়া করলে পুলিশ স্থানীয় তাল্লু স্পিনিং মিলে আশ্রয় নেয়। পরে আন্দোলনকারীরা ওই মিলে প্রবেশ করে পুলিশের ওপর হামলা চালিয়ে মিল ভাঙচুর করার পাশাপাশি পুলিশের দুটি গাড়িতে অগ্নিসংযোগ করেন। এসময় পুলিশ গুলি ছোড়লে ফের দুপেক্ষর সংঘর্ষ বাধে। সংঘর্ষে তিনজন নিহত হয়। আহত হন গৌরীপুর থানার ওসি সুমন চন্দ্র রায়সহ দুপক্ষের অন্তত ৩০ জন।

নিহতরা হলেন ডৌহাখলা ইউনিয়নের চূড়ালি গ্রামের বাবুল মিয়ার ছেলে বিপ্লব (১৯), রামগোপালপুর ইউনিয়নের দামগাঁও গ্রামের হেলিমের ছেলে রাকিব (১৯) ও কাউরাট আনোয়ার উদ্দিনের ছেলে জুবায়ের (২১)।

তাল্লু স্পিনিং মিলের সিনিয়র ম্যানেজার (ইলেকট্রিক) ঈসমাইল হোসেন কালবেলাকে বলেন, পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় দুবৃর্ত্তরা যখন মিলের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তখন পুলিশের গাড়িচালক গাড়ি দুটোকে আমাদের গোডাউনের ভেতর নিয়ে রাখে। দুবৃর্ত্তরা সেখানে গিয়ে গাড়িগুলোতে অগ্নিসংযোগ করে। আমরা অনেক অনুনয়-বিনয় করে বলেছি আগুন দিলে মিলের অনেক ক্ষতি হয়ে যাবে। তারা আমাদের কোনো কথাই না শোনেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকার মতো।

গৌরীপুর থানার ওসি সুমন চন্দ্র রায়কে গৌরীপুর থানা থেকে প্রত্যাহার করে ময়মনসিংহ পুলিশ অফিসে সংযুক্তি করা হয়েছে।

নতুন যোগদানকৃত গৌরীপুর থানার ওসি মো. হাসান আল মামুন কালবেলাকে বলেন, পুলিশের ওপর হামলা, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় গৌরীপুর থানায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা দায়ের করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্রুটিপূর্ণ নীতিমালা ও অপরিকল্পিত নগরায়ণ : আতঙ্কিত ঢাকার গল্প

অর্থ পাচার মামলায় ফেঁসে গেলেন নেহা শর্মা?

খালেদা জিয়ার নেতৃত্ব গণতান্ত্রিক সংগ্রামের অনুপ্রেরণা : মির্জা মোস্তফা

এবার ওটিটিতে শাকিবের ডুবে যাওয়া সিনেমা

আগুনে বৃদ্ধের মৃত্যু, পুড়ল ১০ বাড়ি

তরুণ থেকে বৃদ্ধ—সবার জন‍্য রাহিতুল ইসলামের নতুন বই ‘ফ্রিল্যান্সারের আদর্শলিপি’

বিশ্বকাপ জয়ের দৌড়ে এগিয়ে কারা, জানাল অপটা সুপারকম্পিউটার

শতাব্দীর ভালো নির্বাচন চাই : ইসি সচিব

অস্ট্রেলিয়ায় পড়তে চাচ্ছেন, ভিসা–জটিলতা এড়াতে শিক্ষার্থীদের যে নতুন নির্দেশনা

কেন বার বার পরিচালকের প্রেমে পড়েন নায়িকারা?

১০

দেশের স্বার্থে একটা ভালো নির্বাচনের বিকল্প নেই : ইসি সানাউল্লাহ

১১

১৯ দেশের নাগরিকদের গ্রিন কার্ড ও নাগরিকত্ব দেবে না যুক্তরাষ্ট্র, তালিকায় যারা

১২

বিপিএল: বড় চমক দেখাল ঢাকা ক্যাপিটালস

১৩

তেঁতুলিয়ায় শীতের দাপট, তাপমাত্রা ১২ ডিগ্রিতে

১৪

৮ কুকুরছানা হত্যার ঘটনায় সেই নারী গ্রেপ্তার

১৫

দাম কমল স্বর্ণের, কত দরে বিক্রি হচ্ছে আজ

১৬

৭ বছরের প্রেমে মজে কাকে বিয়ে করলেন নির্মাতা আরিয়ান?

১৭

কারখানা সিলগালা / ফিটকিরি, সোডা ও হাইড্রোজ মিশিয়ে গুড় তৈরি

১৮

এক নজরে ২০২৫ সালে ছক্কা হাঁকানোয় বাংলাদেশের শীর্ষ পাঁচ ব্যাটার

১৯

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার খবর কী

২০
X