বিকাশ চন্দ্র প্রামানিক, নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুলাই ২০২৪, ০৯:৫৭ এএম
অনলাইন সংস্করণ

পরিবহন সংকট কাটলেও নওগাঁয় বাড়তি চালের দাম

নওগাঁয় বেড়েছে চালের দাম। ছবি : কালবেলা
নওগাঁয় বেড়েছে চালের দাম। ছবি : কালবেলা

কোটা সংস্কার আন্দোলন ও কারফিউ চলামান থাকায় নওগাঁয় পরিবহন সংকট দেখা দিয়েছিল। ফলে তলানিতে নেমে আসে মানুষের সবচেয়ে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য চালের বেচাকেনা। এখন বেচাকেনা স্বাভাবিক হতে হতে বেড়ে গেছে চালের দাম।

তবে গত এক মাসের ব্যবধানে ও চলমান পরিস্থিতির কারণে চিকন চালের দাম ২ থেকে ৩ টাকা বৃদ্ধি পেয়েছে। আর মোটা চালের দাম বৃদ্ধি পেয়েছে কেজি প্রতি ৫ থেকে ৬ টাকা করে।

সনজিত, সিরাজুল, সুমন, মামুনসহ একাধিক ক্রেতা বলেন, গত গত সপ্তাহ আগে যে দামে চাল কিনেছেন, তার চেয়ে এখন চালের দাম বেশি। দিনমজুরির কাজ করে যে মজুরি পাই, দিন শেষে চাল কিনতে এসে তার পুরোটাই চলে যাচ্ছে, অন্য বাজার তো দূরের কথা। এভাবে যদি প্রতিনিয়ত চালের দাম বৃদ্ধি পেতে থাকে তাহলে আমরা নিম্নআয়ের মানুষ কোথায় গিয়ে ঠাঁই নেব। আমাদের দিকে কী সরকারের সুদৃষ্টি পড়বে না।

এদিকে ব্যবসায়ীদের দাবি, ধানের মূল্যবৃদ্ধির কারণে চাল উৎপাদনের খরচও বেড়ে গেছে।

শহরের খুচরা ব্যবসায়ী মাহমুদুল হাসান বুলেট মোবাইল ফোনে কালবেলাকে বলেন, চলমান পরিস্থিতির কারণে চালের দাম কেজি প্রতি ২ থেকে ৩ টাকা বেশি। প্রায় সকল চালের দাম বৃদ্ধি পেয়েছে। আর ক্রেতার চাহিদা বেশি না থাকায় বেচাকেনা একটু কমে গেছে।

তবে খুচরা ব্যবসায়ীরা বলছেন, চিকন চালের দাম কেজি প্রতি তিন টাকা এবং মোটা স্বর্ণা চাল কেজি প্রতি ৫-৬ টাকা করে বৃদ্ধি পেয়েছে। কারণ হিসেবে তারা বলছেন, বাজারে ধানের দাম বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া স্বর্ণা চাল বাজারে তেমন পাওয়া যাচ্ছে না। তাই স্বর্ণা চালের দাম বেশি বৃদ্ধি পেয়েছে।

একইভাবে স্বর্ণা চাল বাজারে আমদানি নেই জানিয়ে হাসকি মিলের ব্যবসায়ী মুকুল সরকার কালবেলাকে বলেন, অন্যান্য প্রায় সকল চালের দাম ২ থেকে ৩ টাকা করে বৃদ্ধি পেয়েছে। তবে এখন আর পরিবহন সংকট নেই।

হাসকি মিলের আরেক ব্যবসায়ী সিতানাথ ঘোষ বলেন, আমাদের চালগুলো নওগাঁ মোকামে দিই, তাই পাঠাতে সমস্যা হয় না। তবে চলমান পরিস্থিতিতে বিক্রি কমে গিয়েছিল। এখন স্বাভাবিক পর্যায়ে আসতে শুরু করেছে।

চালের দাম ১ থেকে ২ টাকা বৃদ্ধি পেয়েছে জানিয়ে জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার মোবাইল ফোনে কালবেলাকে বলেন, চলমান কোটা সংস্কার আন্দোলনের কারণে দেশের বিভিন্ন জায়গায় চাল পাঠানোর জন্য পরিবহন পাওয়া যাচ্ছিল না। ভয়ে কেউ ভাড়া দিতে চাচ্ছিল না। এখন পরিবহন সংকট নেই, কিন্তু ভাড়া বেশি লাগছে। তারপরও আমরা চাল বিক্রি স্বাভাবিক রেখেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবা-ভাইকে মারধর

চোখ-মুখ ঢেকে বন্দির মতো সমুদ্রে ফেলে দেয় ভারত

তিন বেলা ভাত খাওয়া কতটা স্বাস্থ্যকর?

কাশ্মীরে আটকা পড়লেন মাধবন

সন্ধ্যা নামলেই পাহাড় থেকে আসছে হাতির পাল, গ্রামে গ্রামে আতঙ্ক

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ ১৬ জন কারাগারে 

কোপা আমেরিকা জয়ী আর্জেন্টাইন ফুটবলার খুঁজে পেলেন নতুন ঠিকানা

জুমার খুতবা চলাকালে কথা বলা কি জায়েজ?

চাকরিজীবী থেকে বলিউড নায়িকা, যা বললেন সোহা

এবারের নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ : ইসি আনোয়ারুল 

১০

আমরা আমাদের মতো করে বাঁচি: নুসরাত জাহান

১১

দিনে কখন ও কয়টি কাঠবাদাম খেলে সবচেয়ে বেশি উপকার

১২

লতিফ সিদ্দিকীসহ ১৬ জন আদালতে

১৩

বদলে গেল মাহমুদউল্লাহ রিয়াদ-নাঈম শেখদের দল

১৪

ঘুম হারিয়েছেন সিদ্ধার্থ

১৫

আজ ঢাকার বাতাস সহনীয়, দূষণের শীর্ষে দোহা

১৬

কারাগার থেকে বেরিয়ে উপর্যুপরি ছুরিকাঘাতে যুবক খুন

১৭

মহড়ার সময় এফ-১৬ বিধ্বস্ত, বেঁচে নেই পাইলট

১৮

অনেক কিছুই নিজের নিয়ন্ত্রণের বাইরে : বিসিবি সভাপতি

১৯

আফ্রিদিকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর সব তথ্য বেরিয়ে আসছে

২০
X