খুলনার শিববাড়ি মোড়ে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। মঙ্গলবার (৩০ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে তারা মাথায় লাল কাপড় বেঁধে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন।
বিভিন্ন স্থান থেকে বেলা ১১টার পর আন্দোলনকারীরা শিববাড়ি মোড়ে আসতে শুরু করেন। এ সময় বিপুল সংখ্যক পুলিশ সাঁজোয়া যান দিয়ে এলাকাটি ঘিরে রাখে।
এ সময় সাম্প্রতিক সহিংসতায় প্রাণহানি নিয়ে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা।
খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার সোনালী সেন বলেন, আন্দোলনকারীরা এখানে তাদের কর্মসূচি পালন করছে। পুলিশ দায়িত্ব পালন করছে। তারা যদি শান্তিপূর্ণ আন্দোলন করে পুলিশ বাধা দেবে না।
মন্তব্য করুন