খুলনার কয়রায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম মোহসিন রেজাকে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা।
সোমবার (৫ আগস্ট) বিকাল সাড়ে ৩টার দিকে কয়রা সদরের বাসায় হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা তার বাড়িতে অগ্নিসংযোগ করে। এর আগে কয়রা বাজার থেকে একটি আনন্দ মিছিল তার বাসার দিকে যায়। পরে সেখান থেকে মিছিলের ওপর গুলি ছোড়া হয়। এতে ১০ জন গুলিবিদ্ধ হয়ে আহত হন। ওই ঘটনায় বিক্ষুব্ধ জনতা একত্রিত হয়ে বাড়িতে হামলা চালিয়ে তাকে হত্যা করে। পরে বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।
কয়রা থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, বিষয়টি শুনেছি। তবে নিশ্চিত নই। আমরা থানার ভেতরে আছি। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত এর বাইরে যাওয়া যাবে না।