সাভার প্রতিনিধি
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৪, ১০:০৭ পিএম
অনলাইন সংস্করণ

কারও বাড়ি-ঘরে হামলা চালালে ব্যবস্থা : সালাউদ্দিন বাবু

সাভারের কলমা এলাকায় পথসভায় বক্তব্য রাখছেন বিএনপির সাবেক সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। ছবি কালবেলা
সাভারের কলমা এলাকায় পথসভায় বক্তব্য রাখছেন বিএনপির সাবেক সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। ছবি কালবেলা

সংখ্যালঘুসহ কারও বাড়ি-ঘরে হামলা চালালে নিজের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও প্রতিরোধ করার ঘোষণা দিয়েছেন সাভারের সাবেক সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। দীর্ঘ ১৫ বছর পর এ প্রথম সাভারের কোনো পথসভায় বক্তব্য দিতে দেখা গেছে বিএনপির এই নেতাকে। কয়েক ডজন মামলার আসামি হয়ে দীর্ঘ ১৫ বছর অনেকটা পলাতক জীবন যাপন করেছেন সাবেক এই সংসদ সদস্য।

শুক্রবার (০৯ আগস্ট) সাভারের কলমা এলাকায় পথসভায় বক্তব্য দানকালে আপ্লুত হয়ে পড়েন সাবেক ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি এবং বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণবিষয়ক সম্পাদক দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।

প্রায় ১৫ মিনিটের আবেগঘন বক্তব্যে দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, গণতান্ত্রিক ও সুশৃঙ্খল রাষ্ট্র বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। তিনি বলেন, শুধু একটি দলের রাজনীতি করার অপরাধে বিনা দোষে মামলা হামলায় পড়তে হয়েছে। আমরা যারা বিএনপির রাজনীতি করছি এই ১৫ বছরে একটি রাতও শান্তিতে ঘুমাতে পারিনি। রাজনীতি করা কি অপরাধ, আমি একটা দলকে পছন্দ করি না তাই বলে কি তাদের সমালোচনাও করতে পারব না? শুধু দল করার অপরাধে কি পুলিশ কাউকে বিনা অপরাধে গারদে ভরে রাখতে পারে? গত ১৫ বছরে এ দেশে গণতন্ত্র ছিল পুরোপুরি অনুপস্থিত। এখন ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। এই স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব আমার-আপনার সবার।

বক্তব্যে সালাউদ্দিন বাবু ছাত্র-জনতার আন্দোলনে শহিদ হওয়া সব শহিদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। শত শত ছাত্র-জনতার আত্মত্যাগ গোটা জাতিকে একটি সমৃদ্ধ রাষ্ট্র গঠনের সুযোগ করে দিয়ে গেছে বলেও মন্তব্য করেন বাবু।

তিনি আন্দোলনকারী ছাত্র-ছাত্রীদের প্রশংসা করে বলেন, সাধারণ ছাত্র-ছাত্রীরা সাভারসহ গোটা দেশের রাস্তাঘাটসহ বিভিন্ন স্থাপনাগুলো যেভাবে পরিষ্কার করছেন, ধ্বংসের হাত থেকে রক্ষা করছেন, ট্রাফিক সিস্টেম পরিচালনা করছেন- তা সত্যিই প্রশংসার। গোটা জাতি এই ছাত্র-ছাত্রীদের ঋণ কখনো শোধ করতে পারবে না। আন্দোলনে যারা শহিদ হয়েছেন কিংবা আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সেসব বীরদের পাশে থাকার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাভার থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিন, সাভার থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ হোসেন, ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদসহ আরও অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ায় কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

৭ লাখ বছর পর জেগে উঠছে ইরানের তাফতান আগ্নেয়গিরি!

শিক্ষক নিয়োগে বিশেষ গণবিজ্ঞপ্তি কবে, জানাল এনটিআরসিএ

গণভোট নিয়ে গড়িমসি করছে সরকার : জামায়াত

চেতনা চাপিয়ে দেওয়ার রাজনীতি বাংলাদেশে আর হবে না : শিবির সভাপতি

ইলিশ রক্ষা অভিযানে জেলেদের হামলা, কোস্টগার্ডের গুলি

গুগলে কম সময়ে প্রয়োজনীয় তথ্য জানার ৫ কার্যকর কৌশল

রোনালদোর ‘হাজার গোল’ ছোঁয়ার ভবিষ্যদ্বাণী এআই-এর!

চট্টগ্রাম বন্দরে সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের কর্মবিরতি

অনুমতি ছাড়াই নারীর ছবি অনলাইনে পোস্ট, সাড়ে ৬ লাখ টাকা জরিমানা

১০

যোগদান করছেন চট্টগ্রামের নতুন ডিসি সাইফুল ইসলাম

১১

একসঙ্গে বেড়ে ওঠা, বিদেশে কাজ ও মৃত্যুর পরও পাশাপাশি দাফন

১২

বানার নদীর স্রোতে ভেসে গিয়ে দুই নারীর মৃত্যু

১৩

হাসানাত আব্দুল্লাহর নামে মামলা

১৪

স্মার্টফোনে থাকা সব ছবি গোপনে দেখবে ফেসবুক, কীভাবে

১৫

নর্থ সাউথের সেই শিক্ষার্থীর দোষ স্বীকার

১৬

ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটির দাবিতে নয়াপল্টনে পদবঞ্চিতদের বিক্ষোভ

১৭

জাপানের এনইএফ বৃত্তি পেল বাংলাদেশের ২০ শিক্ষার্থী

১৮

সাংবাদিককে মারধরের ঘটনা নিয়ে বিএনপির বিবৃতি

১৯

রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার

২০
X