টাঙ্গাইলে ঘুষ ও দুর্নীতির প্রতিবাদে ঘেরাও কর্মসূচি পালন করেছেন সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখকরা।
রোববার (১৫ আগস্ট) দুপুরে জেলার কালিহাতী উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
দলিল লেখকরা বলেন, কালিহাতীর সাব-রেজিস্ট্রার মো. খায়রুল বাশারের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠায় দীর্ঘদিন ধরে তাকে প্রত্যাহারের দাবি জানিয়ে আসছি। এ বিষয়ে গত ২২ ফেব্রুয়ারি জেলা রেজিস্ট্রারের নিকট স্মারকলিপি দেওয়া হয়। ১৩ মার্চ সংবাদ সম্মেলন করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও স্মারকলিপি দেওয়া হয়েছিল।
এ ছাড়া ১৪ জুলাই জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়ে উপজেলা আইনশৃঙ্খলা বৈঠকে উত্থাপন করা হয়েছে। এরপর সব দলিল লেখকরা ২৩ জুন থেকে কলম বিরতি পালন করেন। এসব কর্মসূচির পর আজকে সাব-রেজিস্ট্রারের অফিসে ঘেরাও কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় ঘেরাও কর্মসূচি পালন করে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার পুনরায় সাব-রেজিস্ট্রার অফিসে সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন লেখকরা।
কর্মসূচিতে বক্তব্য রাখেন কালিহাতী দলিল লেখক সমিতির সভাপতি নূরুল ইসলাম সরকার, সাবেক সভাপতি ইমান আলী সরকার, সম্পাদক মাসুম সরকার, যুগ্ম সম্পাদক শাহীন হোসেন ও সদস্য লিটনসহ আরো অনেকেই বক্তব্য রাখেন। এতে উপস্থিত ছিলেন দলিল লেখকসহ সেবা গ্রহীতারা।
মন্তব্য করুন