ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৪, ০২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

সংখ্যালঘুদের ওপর হামলা-অগ্নিসংযোগ কথিত শাসকগোষ্ঠীর ইন্ধনে : মির্জা ফখরুল

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : কালবেলা

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে। সংখ্যালঘুদের ওপর হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা কথিত শাসকগোষ্ঠীর ইন্ধনে হয়েছে। তারা বিভিন্ন ঘটনার নাটক সাজিয়ে প্রচার করছে।

বুধবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ৯টায় ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যে সরকার পতিত হয়েছে তারা বিভিন্ন নাটক সাজিয়ে সীমান্ত দিয়ে সংখ্যালঘু হিন্দু পরিবার ভারত যাওয়ার কথা প্রচার করছে। কয়েক দিন আগে বালিয়াডাঙ্গী সীমান্তে কয়েকশ মানুষ জড়ো হয়েছিলেন। প্রশাসন ও বিভিন্ন গোয়েন্দার মাধ্যমে জেনেছি এটি যে সরকার পতিত হয়েছে তাদের সাজানো নাটক।

মির্জা ফখরুল বলেন, যারা জড়ো হয়েছিলেন তাদের সঙ্গে স্ত্রী-সন্তান কেউ ছিল না। তারা গিয়ে বলছে যে, তারা চলে যাচ্ছে। এটা একটি নাটক এবং ওপারে ধারণা দেওয়া যে, তারা এখানে নির্যাতিত হচ্ছে। তারা এ দেশে থাকতে পারবে না। আপনারা দেখেছেন যে, আমাদের দল এসব ঘটনাকে প্রতিহত করার জন্য জেলার নেতাকর্মীরা ছুটে বেড়িয়েছে। সে কাজটি এখনো করে যাচ্ছে। আমাদের সুস্পষ্ট নির্দেশনা আছে। যদি প্রমাণ করা যায় এখানে আমাদের দলের কোনো লোকজন জড়িত আছে- আমি ডিসি ও এসপিকে বলেছি আপনারা সব ব্যবস্থা নেবেন।

বিএনপি মহাসচিব বলেন, আমাদের দলের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিব। ইতোমধ্যে একজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের কাছে আমরা সহযোগিতা চাই, আপনারা দায়িত্বশীল নাগরিক হিসেবে মিথ্যা সংবাদ যেন না হয় সেদিকে খেয়াল রাখবেন। তাদের পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়ন করার জন্য যেন আপনাদের ব্যবহার করতে না পারে। একই সঙ্গে মানুষকে যেন ব্যবহার করতে না পারে।

বিএনপির এ নেতা বলেন, আমি আপনাদের মাধ্যমে এখানকার সনাতন ধর্মের মানুষ যারা আছেন তাদের অনুরোধ করব, আপনারা গুজবে কান দেবেন না, প্রভাবিত হবেন না। আমরা সবসময় আপনাদের পাশে আছি। এখানে যেন সৌহার্দ বিনষ্ট না হয়। কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না হয় সে দায়িত্ব আমাদের। সে দায়িত্ব আমরা নিয়েছি।

এ সময় জেলা বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। পরে তিনি আগুনে পোড়া বিএনপি কার্যালয়সহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল দিয়েই ডিএসএলআর ক্যামেরার মতো ছবি তোলার ৫ কৌশল

বরইতলা নদীর ‘বাঁধ’ এখন মৃত্যু যন্ত্রণায় কাতর

ইস্পাত খাতে বিশেষ তহবিল চান ব্যবসায়ীরা

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধিতে আগ্রহী পাকিস্তান

উপকূলজুড়ে টানা বৃষ্টিপাত, জনজীবনে দুর্ভোগ

উমামা-সাদীর নেতৃত্বে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেল ঘোষণা

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১১ জন

ডাকসু নির্বাচন / ঢাবি শিক্ষার্থীদের প্রতি মির্যা গালিবের আহ্বান

বাংলাদেশি সন্দেহে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মারধর

মৃত ব্যক্তির জন্য বিলাপ করে কান্না করলে কি কবরে আজাব হয়?

১০

কবিতার ছন্দে সুনেহরা-আরশের মিষ্টি কথোপকথন

১১

রাগবির ধাঁচে ক্রিকেটারদের এবার নেওয়া হবে ‘ব্রঙ্কো’ টেস্ট!

১২

‘ডাকসুতে দাঁড়াইছে সবাই, বসে আছে একজনই’

১৩

সাতক্ষীরা-৪ আসনে কালীগঞ্জ ও শ্যামনগর রাখার দাবিতে বিএনপির স্মারকলিপি

১৪

জকসুর দাবিতে জবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

১৫

স্ত্রীকে নোরা ফাতেহির মতো বানাতে না খাইয়ে রেখে ব্যায়াম করান স্বামী

১৬

‘ভুল’ আংটি দিয়ে প্রেমিকাকে ‘প্রপোজ’ করেন রোনালদো!

১৭

ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষ, স্থায়ী সমাধান চান রমনার ডিসি

১৮

বসুন্ধরা শপিংমলে ক্লাব হাউসের ফেস্টিভ কালেকশন উন্মোচন

১৯

কালো তালিকাভুক্ত হলেন ৭১ শিক্ষক

২০
X