অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ময়মসিংহের গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলামের পদত্যাগের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ আগস্ট) বিকেলে ‘গৌরীপুর সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে পৌরশহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌরশহর প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশ করে।
সমাবেশে বক্তরা বলেন, গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম বিগত ১৫ বছর ধরে লুটতরাজ, টেন্ডারবাজির মাধ্যমে দুর্নীতি-অনিয়ম করে স্বৈরাচারের মতো গৌরীপুর পৌরসভা পরিচালনা করছেন। এসব লুটপাটের প্রতিবাদ জানিয়ে আমরা তার পদত্যাগের দাবি জানাচ্ছি।
কর্মসূচিতে অংশ নেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য হাবিবুল ইসলাম খান শহীদ, উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শোয়েব মুন্সী, গৌরীপুর পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক কাজিয়েল হাজাত মুন্সী, গৌরীপুর পৌর যুবদলের সাবেক আহ্বায়ক রমজান হোসেন খান জুয়েল, গৌরীপুর পৌর শ্রমিক দলের আহ্বায়ক অলি মুন্সী প্রমুখ।
এ বিষয়ে গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম বলেন, মেয়র পদে দায়িত্ব পালন করতে গিয়ে কোনো দুর্নীতি ও অনিয়ম করিনি। পৌরসভার সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে পৌরবাসীর সেবা ও পৌরসভার উন্নয়নে কাজ করে গেছি। আজকে যে বিষয়টি নিয়ে মিছিল হয়েছে সেটি একটি পারিবারিক বিষয়কে কেন্দ্র করে করা হয়েছে। যেসব অভিযোগ তোলা হয়েছে সেগুলো ভিত্তিহীন।
মন্তব্য করুন