ভ্যানচালক বাবার একার উপার্জনে চলছিল না সংসার। তাই পড়ালেখা বাদ দিয়ে অভাবের সংসারে হাল ধরতে মাত্র ১১ বছর বয়সে অটোভ্যান চালাতে শুরু করে মো. নাফিস। তার স্বপ্ন ছিল ভ্যান চালিয়ে মা-বাবার মুখে ফোটাবে হাসি, বিয়ে দেবে দুই বোনকে। তবে ভাগ্যের নির্মম পরিহাসে সে স্বপ্ন পূরণ হওয়ার আগেই সংসারের হাল ছেড়ে না ফেরার দেশে পাড়ি জমাতে হলো তাকে।
ফরিদপুরের সালথায় অটোভ্যানের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে সব স্বপ্ন শেষ নাফিসের (১১)।
শনিবার (১৭ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের ছোট লক্ষণদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নাফিস ওই গ্রামের তারা মাতুব্বরের ছেলে বলে জানা যায়।
স্থানীয়রা জানান, নাফিস তার বাবার অটোভ্যান চালিয়ে পাশের বিনোকদিয়া বাজার থেকে বড় লক্ষণদিয়া মাদ্রাসার দিকে যাচ্ছিলেন। এ সময় মঙ্গল শেখ নামের এক ব্যাক্তির বাড়ির সামনে পাকা রাস্তায় পৌঁছলে ভ্যানের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে মান্দার গাছের সঙ্গে ধাক্কা লেগে মাথা ফেটে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে নাফিস।
সালথা থানার ওসি মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। লাশ ও ভ্যান তার পিতার কাছে বুঝিয়ে দেওয়া হয়। এ ঘটনায় সালথা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন