ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুনের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। সোমবার (১৯ আগস্ট) দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে জনতাকে সঙ্গে নিয়ে বিএনপির নেতাকর্মীরা ওই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমান স্বাস্থ্য কর্মকর্তা সাবেক এমপির ডিও লেটার নিয়ে যোগদান করেছেন। তাই এখানে তাকে আর চাকরি করার সুযোগ দেওয়া যাবে না। শুধু তাই নয় তার বিরুদ্ধে আরো অনেক অভিযোগ রয়েছে। তার মধ্যে অন্যতম অভিযোগ হলো তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য স্টাফদের সঙ্গে খারাপ আচরণ করেন। তাই তাকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত অপসারণের জন্য সময় দেওয়া হয়েছে। যদি অপসারণ না হয় তাহলে আমরা আরও কঠিন কর্মসূচি দিব।
স্বাস্থ্য কর্মকর্তা কর্মকর্তা ডাক্তার সাদিয়া তাসনিম মুনমুন বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ এনে বিক্ষোভ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। মাত্র ছয়দিন হয় যোগদান করেছি। আমি কোনো এমপির ডিও লেটারে যোগদান করিনি।
স্টাফদের সঙ্গে খারাপ আচরণ করেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, একজন স্টাফ অসিফ সময়ে এসে আমাকে যখন আপা বলে সম্বোধন করেন তখন তাকে আমি শুধু বলেছি আপা না বলে স্যার ডাকবেন। প্রয়োজনে আপনাকেও আমি স্যার ডাকব। তারপর ওই স্টাফ আমার সঙ্গে উল্টো খারাপ আচরণ করেন।
মন্তব্য করুন