রংপুর ব্যুরো
প্রকাশ : ২০ আগস্ট ২০২৪, ১০:০৫ পিএম
অনলাইন সংস্করণ

তিন-পাঁচ না ছয় বছর অন্তর্বর্তী সরকার থাকুক : মান্না

নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না
নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না

নাগরিক ঐক্যর সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ক্ষমতায় থাকাকালীন মানুষের ভোট ও ভাতের অধিকার কেড়ে নিয়েছিলেন শেখ হাসিনা। দিনের ভোট রাতে করে দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় থেকেছেন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে তার পতন হয়েছে। দেশের মানুষ আবারও গণতন্ত্র ফিরে পাবেন।

মঙ্গলবার (২০ আগস্ট) বেলা সাড়ে ১০টায় বগুড়ায় হোটেল মমইনে জেলা নাগরিক ঐক্যে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পর অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে। ছাত্র-জনতার কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ গড়তে সব সেক্টরে সংস্কার করতে যতদিন সময় দরকার এই সরকার ততদিন থাকুক। আমরা কোনো সময়সীমা বেঁধে দেব না। এই সরকার বিচার বিভাগ থেকে শুরু করে স্বাস্থ্য বিভাগ, খাদ্য বিভাগ ও শিক্ষাখাতসহ সকল ক্ষেত্রে সংস্কার করবেন। সংস্কার হওয়ার পর নির্বাচন হবে। ততদিন আমরা এই সরকারকে সাপোর্ট দেবব। আমরা এখন ক্ষমতার জন্য লড়াই করছি না। সংস্কারের জন্য লড়াই করছি।

মাহমুদুর রহমান মান্না বলেন, গ্রামের মানুষের নামে মামলা হলে শহরের দৌড়াতে হয়। তাতে অনেক টাকা খরচ হয়ে থাকে। বিচার যাতে মানুষের দোরগোড়ায় পৌঁছে সেই ব্যবস্থা এখন করতে হবে। স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর যারা এক্ষুনি অধৈর্য হয়ে ক্ষমতা চাচ্ছেন, বিভিন্ন চাঁদাবাজিসহ দখলে ব্যস্ত হয়ে পড়েছেন তাদের বিরুদ্ধেও আমাদের অবস্থান। যতদিন না পর্যন্ত মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার প্রতিষ্ঠা না হয়েছে ততদিন পর্যন্ত আমরা নির্বাচন চাই না।

তিনি আরও বলেন, তিন-পাঁচ না ছয় বছর অন্তর্বর্তী সরকার থাকুক। তাতে আমাদের আপত্তি নেই। তারা ক্ষমতার অপব্যবহার বন্ধে কাজ করবে। শুধু উন্নয়নের নামে হাজার কোটি টাকা যেন পাচার না হয় সেই বিষয়েও সংস্কার করতে হবে। এজন্যই ছাত্র-জনতা নতুন বাংলাদেশ গড়ার ডাক দিয়েছেন। তাদের স্বপ্ন কোনোভাবেই নষ্ট হতে দেব না।

এসময় উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যর সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কাউসার, সদস্য আব্দুর রাজ্জাক তালুকদার সজীব, বগুড়ার শিবগঞ্জ উপজেলা নাগরিক ঐক্যের কার্যনির্বাহী সদস্য প্রভাষক সাইদুর রহমান সাগর ও আরিফ প্রমুখ। এরপর মাহমুদুর রহমান মান্না দিনব্যাপী বগুড়া জেলার বিভিন্ন উপজেলায় আন্দোলনে নিহত ছাত্র-জনতার বাড়িতে যান। তাদের কবর জিয়ারত করেন ও ফাতেহা পাঠ করেন। এসময় এসব উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারাগারে বিক্রমাসিংহে, মুখ খুললেন সাবেক তিন প্রেসিডেন্ট

গোল্ডেন হারভেস্টে বড় নিয়োগ

যুক্তরাষ্ট্রের পর্যটন ভিসার ফি বাড়ছে দ্বিগুণের বেশি

জুম টিভির অফিসে নিরাপত্তা বাহিনীর অভিযান

ধেয়ে আসছে শক্তিশালী ঝড়, ৬ লাখ মানুষকে সরানোর নির্দেশ 

হাসপাতালে বাণিজ্যিক নার্সারি, সন্ধ্যায় বসে মাদকসেবীদের আড্ডা

ইহুদিবিদ্বেষ ইস্যুতে মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল ফ্রান্স

টিভিতে আজকের খেলা

এমবাপ্পের জোড়া গোলে লা লিগায় রিয়ালের সহজ জয়

ইবনে সিনায় চাকরির সুযোগ

১০

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১১

জেনে নিন আজকের নামাজের সময়সূচি

১২

এলোপাতাড়ি কুপিয়ে স্ত্রীকে হত্যা

১৩

ক্যাশমেমো নেই, খুচরা বাজারে দ্বিগুণ দাম কাঁচামালে

১৪

রামপুরায় ভবনের ৬ তলা থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু

১৫

কুড়িয়ে পাওয়া ২ লাখ ৮০ হাজার টাকা ফেরত দিলেন ভ্যানচালক

১৬

বুড়িগঙ্গা থেকে লাশ উদ্ধার / ৪ জনকেই হত্যা করা হয়েছে, ধারণা পুলিশের

১৭

ওসির বদলির খবরে মোহাম্মদপুর থানার সামনে মিষ্টি বিতরণ স্থানীয়দের

১৮

বিএনপি নেতা আব্দুস সালামের চিকিৎসার খোঁজ নিলেন ডা. কাঁকন 

১৯

সিপিএলে ইতিহাস গড়ে ফ্যালকনসকে জেতালেন সাকিব

২০
X