

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির পর মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্যও বিএনপি থেকে সরে গেল। আসন সমঝোতা না হওয়ায় জেএসডি এককভাবে নির্বাচন করার ঘোষণা আগেই দিয়েছিল। এবার আসন সমঝোতার পরও ছাড় না দেওয়ায় বিএনপির দীর্ঘদিনের মিত্র মান্নার দল একই পথে হাঁটল। তার নির্বাচনী আসন বগুড়া ২-এ ধানের শীষ প্রতীকে বিএনপি নেতা শাহে আলমকে মনোনয়ন দেওয়ায় এবং শেষ মুহূর্তে তা প্রত্যাহার না করায় এই বিভক্তির সৃষ্টি হয়।
এ নিয়ে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে মাহমুদুর রহমান মান্না একাধিকবার যোগাযোগ করলেও কোনো ফল না আসায় গত সোমবার জরুরি সংবাদ সম্মেলন করে একলা চলো নীতি অবলম্বনের ঘোষণা দেন তিনি। এদিন সংবাদ সম্মেলনে জানানো হয়, দলের সভাপতি মান্না ঢাকা-১৮ ও বগুড়া-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর বাইরে আরও ১০টি আসনে নিজেদের প্রার্থিতা ঘোষণা করা হয়।
গত ২৪ ডিসেম্বর সংবাদ সম্মেলনে ১০ নেতার নাম প্রকাশ করে তাদের সঙ্গে আসন সমঝোতার কথা বলেছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই ১০ জনের মধ্যে মান্নাও ছিলেন। তবে সম্প্রতি বগুড়া-২ আসনে শিবগঞ্জ উপজেলা বিএনপির নেতা শাহে আলমকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেয় বিএনপি। শেষ দিনেও তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।
এ বিষয়ে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আমি জানতাম, সমঝোতার ভিত্তিতে বগুড়া-২ আসনে কোনো প্রার্থী দেবে না বিএনপি। কিন্তু আমার আসনে বিএনপির প্রার্থী রয়ে গেছেন। এখন কোনো সমাধানের সুযোগ নেই। তারা তাদের প্রার্থীকে মনোনয়ন দিয়েছে; আমাকে ইগনোর করেছে। কিন্তু আমি তো রাজনীতি করব। রাজনীতির অংশ হিসেবে নির্বাচনও করব।’
মঙ্গলবার রাতে ঢাকার উত্তরায় মুগ্ধ মঞ্চে শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবি ও গণভোটে ‘হ্যাঁ’ প্রচারণায় অংশ নেন মান্না । সেখানে তিনি বলেন, ‘আমি রাজনীতি করব। রাজনীতি মানেই যেহেতু বর্তমানে নির্বাচন, তাই নির্বাচন ছাড়ব না। মন্ত্রী হলে পরে হবো, না হলে না হবো। কিন্তু নির্বাচন ছাড়ব না।’
সেখানে মন্ত্রী হওয়ার প্রস্তাব প্রসঙ্গে মান্না বলেন, ‘আমাকে কেউ কেউ বলেছিল আপনাকে মন্ত্রী বানানো হবে, এমপি হওয়ার দরকার কী। মন্ত্রী বানানোর আশ্বাস দিয়ে আমি রাজনীতি করা বন্ধ করে দেব কেন? এটা তো সদকা দেওয়ার মতো, ভিক্ষা দেওয়ার মতো হবে।’
জেএসডির সঙ্গে আসন সমঝোতা না হওয়া এই দলও এককভাবে নির্বাচন করছে। গত ২৬ ডিসেম্বর দলটি এককভাবে নির্বাচনের ঘোষণা দেয়। দলের সভাপতি আ স ম আবদুর রব লক্ষ্মীপুর-৪ আসনে মনোনয়ন চেয়েছিলেন। ২০১৮ সালেও এই আসন থেকে তিনি জোটের প্রার্থী ছিলেন। কিন্তু বিএনপি এই আসনটি ছাড়তে অপারগতা প্রকাশ করায় জেএসডি সংবাদ সম্মেলন করে আলাদা নির্বাচন করার ঘোষণা দেয়।
২০২২ সালের আগস্টে জেএসডি, নাগরিক ঐক্যসহ ছয়টি দল মিলে গঠন করে গণতন্ত্র মঞ্চ। এই জোটকে সঙ্গে রেখেই বিগত দিনে সরকারবিরোধী যুগপৎ আন্দোলনে নেতৃত্ব দেয় বিএনপি। ওই সময়ই বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল সমমনা মিত্র দলগুলোকে তারা মূল্যায়ন করবে। ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পরও দলটি একই আশ্বাস দিয়ে আসছিল। দলটি বলছে, আরপিও অনুযায়ী প্রতিটি দলকে নিজ প্রতীকে নির্বাচন করতে হবে। ধানের শীষ প্রতীক নিয়ে অন্যদের নির্বাচন করার কোনো সুযোগ নেই। তবে জমিয়তে উলামায়ে ইসলাম, গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, নাগরিক ঐক্যকে আটটি আসনে ছাড় দেওয়া হয়। কিন্তু শেষ মুহূর্তে নাগরিক ঐক্যের একমাত্র আসনেও নিজ দলের প্রার্থী দেয় বিএনপি।
মন্তব্য করুন