সিরাজগঞ্জের রায়গঞ্জে অনৈতিক প্রস্তাব ও অসামাজিক কাজে রাজি না হওয়ায় গৃহবধূর চুল কেটে দেওয়ার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় রোববার (৩০ জুলাই) পুলিশ দুই নারীকে গ্রেপ্তার করেছে। এর আগে গত শনিবার ভুক্তভোগী মোছা. মর্জিনা খাতুন রায়গঞ্জ থানায় একটি মামলা করেন। গ্রেপ্তারকৃতরা হলেন- ডলি খাতুন ও লিলি খাতুন।
জানা যায়, উপজেলার আদর্শ গুচ্ছগ্রামের বাবলু হোসেনের স্ত্রী মর্জিনা খাতুনকে (২৮) বিভিন্ন সময় অসামাজিক কাজ ও অনৈতিক প্রস্তাব দিত আল মাহমুদ (২২), সেরাজুল ইসলাম (২১) ও লিটন (২০)। গৃহবধূ প্রস্তাবে রাজি না হওয়ায় বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন করত বখাটেরা। গত মঙ্গলবার বাড়ির টয়লেটের সামনে থেকে মুখ চেপে পাটক্ষেতের দিকে নিয়ে যায় তারা। গৃহবধূর চিৎকারে স্বামী বাবলু এগিয়ে এলে তাকে বেধড়ক মারধর করা হয়। পর দিন সকালে বখাটে আল মাহমুদের মা লিলি বেগম ও তার সহযোগীরা এসে মর্জিনাকে ধরে মিথ্যা অপবাদ দিয়ে কাঁচি দিয়ে মাথার চুল কেটে দেয়।
রায়গঞ্জ থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, গৃহবধূর চুল কাটার ঘটনায় ভুক্তভোগী শনিবার রাতে একটি মামলা করেন। মামলাটি পুলিশ আমলে নিয়ে অভিযুক্ত দুই নারীকে গ্রেপ্তার করেছে।
মন্তব্য করুন