রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৪, ০৪:০৪ পিএম
অনলাইন সংস্করণ

রৌমারীতে সেচ্ছাশ্রমে কাঠের সেতু নির্মাণ, দুর্ভোগ লাঘব

রৌমারী উপজেলার হলহলিয়া নদীর ওপর নির্মিত কাঠের সেতু। ছবি : কালবেলা
রৌমারী উপজেলার হলহলিয়া নদীর ওপর নির্মিত কাঠের সেতু। ছবি : কালবেলা

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় হলহলিয়া নদীর ওপর একটি কাঠের সেতু নির্মাণে বদলে গেছে একটি গ্রামের মানুষের জীবনযাত্রা। গ্রামবাসীর সেচ্ছাশ্রমে এবং উপজেলা প্রশাসনের কিছু আর্থিক সহযোগিতায় এ সেতুটি নির্মাণ করা হয়।

সরেজমিন দেখা যায়, উপজেলার চরশৌলমারী ইউনিয়নের মিয়ারচর গ্রামের হলহলিয়া নদীর ওপর নির্মাণ করা হয়েছে সাড়ে ৪শ ফুট লম্বা কাঠের সেতু। সেতু হওয়ার আগে দুপাশের মানুষের একমাত্র ভরসা ছিল ইঞ্জিনচালিত নৌকা। এজন্য স্কুলকলেজগামী শিক্ষার্থীদের সারা বছর ভোগান্তি পোহাতে হতো।

পরে গ্রামবাসীর সেচ্ছাশ্রমে প্রথমে মাটি দিয়ে রাস্তা তৈরি করা হয়। তারপর উপজেলা প্রশাসনের কিছু আর্থিক সহযোগিতায় কাঠের সেতু নির্মাণ করা হয়। হলহলিয়া নদীর ওপর নির্মিত সেতুটি এখন দৃষ্টিনন্দন।

সেতু নির্মাণের ফলে মিয়ারচর গ্রামের মানুষের চলাচলের পথ সুগম হলো। সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ৬ লক্ষাধিক টাকা। সময় লেগেছে প্রায় ১ মাস। পরে গ্রামবাসীর চলাচলের জন্য খুলে দেওয়া হয় সেতুটি। গ্রামবাসীদের এখন সেই দুর্ভোগ শেষ হলো। এই সেতু দিয়ে এখন মানুষ ব্যাটারিচালিত যানবাহনসহ মোটরসাইকেল নিয়ে সহজে চলাচল করছে। তবে কারও কাছে পারাপারে সেতু ভাড়া নেওয়া হয়না। গ্রামবাসীর দাবি যতদ্রুত সম্ভব এখানে একটি স্থায়ী ব্রিজ নির্মাণ করা হয়।

মিয়ারচর গ্রামের বেলাল হোসেন, ফুলমিয়া, আবুল হোসেন, আলেয়া বেগম, মনির হোসেনসহ অনেকেই বলেন, ‘প্রায় ৫০ বছর ধরে নদী পারাপারে নৌকাই ছিল একমাত্র আমাদের ভরসা। সবার সহযোগিতায় এখন কাঠের সেতু নির্মাণ করা হয়েছে। সেতু হওয়ায় আর কষ্ট করে নৌকার অপেক্ষায় থাকতে হবে না। দাবি নদীটির ওপর একটি স্থায়ী সেতু নির্মাণ হলে আমাদের ৫০ বছরের কষ্ট দূর হবে। পাশাপাশি একসময় আমাদের সন্তানরাও লেখাপড়া করে মুখ উজ্জ্বল করতে পারবে।’

চরশৌলমারী বহুমুখী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সজিব আহমেদ বলেন, ‘কাঠের সেতুটি হওয়ায় আমরা এখন সহজে স্কুলে যেতে পারব। আগে নৌকার জন্য বসে থাকতাম এখন আর বসে থাকা লাগবে না। সঠিক সময়ে আমরা পরীক্ষা ও ক্লাসে অংশগ্রহণ করতে পারব। পাশাপাশি স্থায়ী ব্রিজ হলে সবার কষ্ট দূর হতো।’

চরশৌলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী ফরহাদ হোসেন বলে, ‘কয়েকদিন আগে নৌকার জন্য থাকতে থাকতে পরে নদী সাঁতরে স্কুল যেতাম। এহন আর সাঁতরা লাগবে না। আমরা এহন সেতুর উপর দিয়ে স্কুল যাবার পারুম’।

চরশৌলমারী বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান জানান, ‘মিয়ারচর গ্রামেই প্রায় ২শ শিক্ষার্থী আছে। তারা এতো দিন নদী পারাপারে খুব কষ্ট করে বিদ্যালয়ে লেখাপড়া করতে আসতো। মাঝেমধ্যে নদী পার হওয়ার সময় শিক্ষার্থীরা দুর্ঘটনার শিকার হয়েছে। এখন সেতু হওয়ায় সহজে শিক্ষার্থীরা পারাপার হতে পারবে।

তিনি আরও বলেন, সেখানে একটি স্থায়ী সেতু নির্মাণ করা গেলে কোমলমতি শিক্ষার্থীসহ গ্রামের মানুষের জীবনযাত্রা পাল্টে যাবে।’

চরশৌলমারী ইউপি চেয়ারম্যান এ কে এম সাইদুর রহমান দুলাল কালবেলাকে বলেন, ‘৪০ দিনের কর্মসূচির শ্রমিক দিয়ে কিছুটা রাস্তা করা হয়েছিল। পরে মিয়ারচর গ্রামবাসী তাদের সেচ্ছাশ্রমে রাস্তাসহ কাঠের সেতু নির্মাণ করেন।’

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ হাসান খান কালবেলাকে নিশ্চিত করে বলেন, ‘হলহলিয়া নদী এলাকাটি সরেজমিন দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে স্থায়ী সেতুর জন্য প্রতিবেদন পাঠানো হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আউটসোর্সিং কর্মচারীদের ন্যায্য দাবি উপেক্ষিত: জোনায়েদ সাকি

সাংগঠনিক কর্মকাণ্ডে ফিরছেন ফোনলাপ ফাঁস হওয়া এনসিপি নেতা তুষার

যৌথ বাহিনীর অভিযানে পিস্তলসহ যুবক গ্রেপ্তার 

সাংবাদিকের বাড়িতে চুরি, স্বর্ণালংকারসহ ৫ লাখ টাকার ক্ষতি

৪৫ বছর ভাত না খেয়েও সুস্থ ও সবল বিপ্লব

চেতনানাশক খাইয়ে দুধর্ষ ডাকাতি

রংপুর বিভাগের ৩৩ আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা

প্রার্থিতা প্রত্যাহার নিয়ে ছাত্রদলের নির্দেশনা, না মানলে ব্যবস্থা

নারী শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাব দিয়ে চাকরি খোয়ালেন বেরোবি সমন্বয়ক

হাওর ও চরাঞ্চলের শিক্ষক বদলির তদবির আসে ওপর থেকে : গণশিক্ষা উপদেষ্টা

১০

জয় স্যুটকেস ভরে টাকা নিয়ে গেছে : হাবিব-উন-নবী সোহেল

১১

২৫ বছর ধরে বাঁশির মায়ায় আটকে আছে শফিকুলের জীবন

১২

একাত্তরেও আ.লীগ পালিয়েছে, এবারও পালিয়ে গেছে : টুকু

১৩

একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন শুরু, শেষ হচ্ছে কবে

১৪

তিন দিনের মধ্যে সাদাপাথর ফেরত না দিলে ব্যবস্থা

১৫

উগান্ডার সঙ্গে ট্রাম্পের চুক্তি, জানা গেল নেপথ্য কারণ

১৬

ইসহাক দারের সঙ্গে কী আলোচনা হলো বিএনপি-জামায়াত-এনসিপির

১৭

মনোনয়নপত্র বিতরণ শুরু রোববার : রাকসু ট্রেজারার

১৮

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াতে ইসলামীর বৈঠক অনুষ্ঠিত

১৯

পাথরের জন্য মাইকিং, ডেডলাইন ২৬ আগস্ট

২০
X