ঝিনাইদহ জেলা কারাগারে বিল্লাল হোসেন নামে এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার (২৬ আগস্ট) ভোরে ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে তিনি মারা যান।
মৃত হাজতি (৪০) ঝিনাইদহ সদর উপজেলার উত্তর নারায়ণপুর গ্রামের মৃত বদরদ্দিনের ছেলে।
ঝিনাইদহ কারাগার সূত্রে জানা যায়, গত ৭ মে মাদক মামলায় বিল্লালকে কারাগারে পাঠান আদালত। তার মামলা আদালতে চলমান।
রোববার দিবাগত রাতে তিনি বুকে ব্যথা অনুভব করেন। পরে জেল কর্তৃপক্ষ তাকে দ্রুত সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়।
বিল্লাল হোসেন হার্ট অ্যাটাকে মারা গেছেন বলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করেন।
ঝিনাইদহ জেলা কারাগারের জেলার মো. মহিউদ্দিন বলেন, বিল্লাল হোসেনের মরদেহ ময়নাতদন্ত শেষে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি হার্ট অ্যাটাক করে মারা গেছেন বলে হাসপাতালের চিকিৎসক নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন