নারায়ণগঞ্জের বন্দর ওপর উপজেলায় আতিকুর রহমান ওরফে জনি (৪৪) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে নাসিকের ২৩নং ওয়ার্ডের নবীগঞ্জ পূর্বপাড়া এলাকার বাড়ির ছাদ থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত আতিকুর রহমান বন্দরের নবীগঞ্জ পূর্বপাড়া লতিফ হাজীর মোড় এলাকার নাসির খানের ছেলে ও নাসিক ২৩নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাউসার আশার ফুফাতো ভাই বলে জানা গেছে।
নাসিক ২৩নং ওয়ার্ড কাউন্সিলর আবু কাউসার আশা জানান, বৃহস্পতিবার নিজের বাড়ির ছাদে আতিকুর রহমান ওরফে জনিকে পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা। এ সময় তাকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
বন্দর থানার এসআই আবদুল আহাদ জানান, বৃহস্পতিবার রাতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এটা হত্যাকাণ্ড নাকি অন্য কোনো ঘটনা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে বলা যাচ্ছে না । ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। এ ব্যাপারে বন্দর থানায় মামলার প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন