কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৪, ০২:০২ পিএম
অনলাইন সংস্করণ

কলাপাড়ায় ৮ কোটি টাকার সবজি নষ্ট

পটুয়াখালীতে বৃষ্টির পানিতে নষ্ট সবজির ক্ষেত। ছবি : কালবেলা
পটুয়াখালীতে বৃষ্টির পানিতে নষ্ট সবজির ক্ষেত। ছবি : কালবেলা

লঘুচাপের প্রভাবে উপকূলীয় অঞ্চল কলাপাড়ায় বিগত ২০ দিন ধরে চলা ভারি বর্ষণে প্রায় ৮ কোটি টাকার শরৎকালীন শাকসবজি নষ্ট হয়েছে বলে জানিয়েছেন কলাপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা। এতে এলাকার প্রায় ২ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে।

বর্তমানে সবজির উৎপাদন না থাকায় দেখা দিয়েছে সবজির সংকট। হু হু করে দাম বাড়ছে প্রতিটি সবজির। ফলে ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে।

সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, সারি সারি সবজিক্ষেত নষ্ট হয়ে গেছে। বিগত দিনে টানা বৃষ্টিতে গাছের গোড়ায় পানি জমে গাছ নষ্ট হয়েছে। লাল হয়ে গেছে গাছ। পচন ধরা শুরু করেছে গাছে। পাশাপাশি গাছে ধরা যে সবজি ছিল তাও পচে যাচ্ছে।

জানা গেছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-বাংলাদেশের উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছিল। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় থাকার ফলে ভারি থেকে অতি ভারি বর্ষণ ছিল টানা। পুকুর খাল বিল তলিয়ে যাওয়ার ফলে এমন ক্ষতির মুখে এখানকার কৃষকেরা।

কৃষকরা জানিয়েছেন, টানা বৃষ্টিতে তাদের করলা, মরিচ, চিচিঙ্গা, লাউসহ বিভিন্ন ধরনের শাক সবজি নষ্ট হয়েছে। করলার বাম্পার ফলন ছিল এবং দামও ভালো পেয়েছেন। টানা বৃষ্টি না থাকলে এবার সবাই লাভের মুখ দেখত।

কৃষকরা আরও জানান, একদিকে যেমন সবজি নষ্ট হয়েছে, আরেকদিকে তাদের আগাম শীতকালীন সবজির বীজ নষ্ট হয়েছে। এতে ক্ষতির পরিমাণ বাড়ছে। কৃষকদের দাবি তারা যেন সরকারি সহায়তা পায়। সহায়তা পেলে ক্ষতি পুষিয়ে আবার ঘুরে দাঁড়াতে পারবে।

নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা গ্রামের কৃষক মো. মাসুম বলেন, এবার সবজির উৎপাদন ভালোই ছিল। কিন্তু টানা বৃষ্টিতে আমার সবজির ক্ষেত নষ্ট হয়েছে। আমার প্রায় ৫০ হাজার টাকার সবজি নষ্ট হয়েছে। পাশাপাশি আগাম শীতকালীন সবজির বীজও নষ্ট হয়েছে। এখন নতুন করে বীজ বপন করার চেষ্টা করছি।

সবজি বিক্রেতা মো. ওমর ফারুক বলেন, সবজির ক্ষেত নষ্ট হয়েছে। সবজি না থাকায় দাম বাড়ছে। এখন লাউ বিক্রি হয় ৭০/৮০ টাকায়, চিচিঙ্গা বিক্রি হয় ৬০ টাকা কেজি দরে, ঢেঁড়শ বিক্রি হয় ৫০ টাকা কেজিতে, করলা ৭০ টাকা কেজিতে।

কলাপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. আরাফাত হোসাইন বলেন, এবারের টানা বৃষ্টিতে উৎপাদিত সবজির ১৫ শতাংশ নষ্ট হয়েছে; যা টাকার হিসেবে ৮ কোটি টাকারও বেশি। ক্ষতিগ্রস্ত কৃষকদের আমরা সাধ্যমতো সহায়তা দেওয়ার চেষ্টা করব। পরামর্শ সব সময় দিয়ে আসছি এবং ক্ষতি কাটিয়ে উঠতে যা যা করণীয় তা করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য পরামর্শ / রান্নায় সরিষার তেলে ঝুঁকি ও অসংক্রামক রোগ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারো দুর্ঘটনা, নিহত আরও ৩

ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে ৫৮% মার্কিনি : রয়েটার্স

স্পেনের বাইরে লা লিগার ম্যাচ খেলার ব্যাপারে সিদ্ধান্ত জানাল ফুটবলাররা

দুবাইয়ে যাওয়ার ৪ মাস পরই ৩ কোটির লটারি জিতলেন প্রবাসী

এনজো ফার্নান্দেজের মুখে রিয়াল মাদ্রিদের নাম, বাড়ছে গুঞ্জন

কেশবপুরে নারী সমাবেশ/ / ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি

সাভারে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের শুভ উদ্বোধন

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন, নির্বাচনের পর প্রধানমন্ত্রীও হবেন : এ্যানি

দলবদলের বাজারে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর রেকর্ড ভাঙা খরচ

১০

ধর্মগড় সীমান্তে বিজিবির হাতে আটক চার বাংলাদেশি

১১

হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে মোদিকে ওয়েইসির প্রশ্ন

১২

জাকসুতে প্যানেল দ্বন্দ্ব, পদত্যাগ করে বাগছাস নেতার মিষ্টি বিতরণ

১৩

সৈয়দপুর বিমানবন্দরে যাত্রীসেবা আন্তর্জাতিক মানের করতে চাই : বেবিচক চেয়ারম্যান

১৪

‘আ. লীগ বিদ্যুৎ খাতে চুরির লাইসেন্স দিয়েছিল’

১৫

আ.লীগ নেত্রী রুনু গ্রেপ্তার

১৬

ইসির ইউটিউব চ্যানেল চালু, মিলবে যেসব তথ্য

১৭

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবি শিক্ষার্থী

১৮

চার বিভাগে ভারী বর্ষণের সতর্কতা জারি, পাহাড়ধসের আশঙ্কা

১৯

ভোলায় পাঁচ দিন ২০ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ, ভোগান্তি চরমে

২০
X