লালমনিরহাটের আদিতমারী উপজেলায় তাহমিদুর রহমান তারা (৪০) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা দায়েরের ৩ দিন পেরিয়ে গেলেও গ্রেপ্তার হয়নি কোনো আসামি। গত শনিবার (৩১ আগস্ট) সকালে উপজেলার সারপুকুর ইউনিয়নের টিপেরবাজার এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত তাহমিদুল ওই এলাকার মৃত আহমেদের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, গত শুক্রবার রাতে তাহমিদকে নিজ বাড়িতে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। তাহমিদ তার ঘরে একাই থাকতেন। তার স্ত্রী ও পরিবার ঘরের বাইরে থাকায় একা পেয়ে এই হত্যাকাণ্ড ঘটানো হয়। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
নিহতের ভাই ইউপি সদস্য মুকুল বলেন, আমার ভাই খুবই সাদামাটা জীবনযাপন করত। তার বউ বিদেশে থাকে। যারা আমার ভাইকে খুন করেছে, তাদের বিচার চাই।
আদিতমারী থানার ওসি মাহমুদ উন নবী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের গলায় কাটা দাগ রয়েছে। এ ব্যাপারে হত্যা মামলা করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
মন্তব্য করুন