বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বগুড়ায় ছাত্র-জনতার আন্দোলনে শহীদ শিমুল মণ্ডল মতিনের পরিবারকে ২ লাখ টাকা উপহার দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে শহীদের পরিবারের কাছে অর্থ তুলে দেন সংগঠনের বগুড়া শহর শাখার আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল।
জানা গেছে, বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন দর্জি শ্রমিক শিমুল মণ্ডল মতিন। গত ৪ আগস্ট আন্দোলনে অংশ নিয়ে বগুড়া শহরের বড়গোলায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন তিনি।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশাহারা হয়ে পড়ে পরিবারটি। কোথায় যাবে কি করবে ভেবে পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা।
কীভাবে চলবে আগামীতে সংসার। এ ছাড়া সরকারিভাবে এখন পর্যন্ত কোনো সাহায্য পায়নি পরিবার। এমন দুঃসময়ে পরিবারটির পাশে দাঁড়িয়েছে জামায়াত। শিমুলের পরিবারকে ২ লাখ টাকা উপহার দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন- শহর জামায়াতের নায়েবে আমির মাওলানা আলমগীর হোসাইন, সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক ও শ্রমিক কল্যাণ ফেডারেশন, বগুড়া শহর শাখার সভাপতি আজগর আলী।
শহর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম ও অধ্যাপক নাসির উদ্দিন, জামায়াত নেতা প্রকৌশলী বজলুর রহমান, ফুলবাড়ী সাংগঠনিক থানা জামায়াতের আমির অ্যাডভোকেট শাহীন মিয়া, শহীদ পরিবারের সদস্যরা।
অর্থ প্রদান উপলক্ষে শহরের বৃন্দাবনপাড়ায় শহীদের বাসভবনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এলাকার গণ্যমান্য ব্যক্তিরাসহ বিপুলসংখ্যক এলাকাবাসী দোয়া মাহফিলে অংশ নেন।
মন্তব্য করুন