কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৫ পিএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ভালুকায় পোশাক কারখানায় একসঙ্গে অসুস্থ ৭১ শ্রমিক

ময়মনসিংহের ভালুকায় এল এসকোয়্যার লিমিটেড কারখানার ফটক। ছবি : সংগৃহীত
ময়মনসিংহের ভালুকায় এল এসকোয়্যার লিমিটেড কারখানার ফটক। ছবি : সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় একটি পোশাক কারখানায় কাজ করার সময় অন্তত ৭১ শ্রমিক একসঙ্গে অসুস্থ হয়ে পড়েন।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকার এল এসকোয়্যার লিমিটেড নামের তৈরি পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।

অসুস্থ শ্রমিকদের মধ্যে ৩১ জনকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৩০ জনকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

কারখানা সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে শ্রমিকরা কারখানায় কাজে যোগ দেন। এরমধ্যে সকাল সাড়ে ৯টার দিকে কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। পরে কারখানা কর্তৃপক্ষ অসুস্থ শ্রমিকদের মাস্টারবাড়ি পপুলার হাসপাতালে নিয়ে যায়। আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলে কিছু শ্রমিককে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও নিয়ে যাওয়া হয়। দুটি হাসপাতালে ৭১ শ্রমিক অসুস্থ হয়ে ভর্তি হন।

ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা হাসানুল হোসেন বলেন, সকাল সাড়ে ১০টার দিক থেকে অসুস্থ শ্রমিকরা আসতে শুরু করেন। মোট ৩১ জনকে ভর্তি করা হয়। এর মধ্যে বিকেলে ২৪ জন ছাড়পত্র নিয়ে চলে গেছেন, বাকিরা ভর্তি আছেন। হাসপাতালে আসা রোগীদের কারও মাথা ঘুরাচ্ছিল, কারও বমি বমি লাগছিল, কারও শ্বাসকষ্ট হচ্ছিল। ধারণা করা হচ্ছে, তারা গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হয়েছেন।

এল এসকোয়্যার লিমিটেড কারখানার মানবসম্পদ বিভাগের প্রধান মো. মনির হোসেন বলেন, সকাল ১০টার দিকে শ্রমিকরা অসুস্থ বোধ করতে শুরু করেন। ‘প্যানিক অ্যাটাকে’ শ্রমিকরা অসুস্থ হন। এর মধ্যে নারীই বেশি। এ পরিস্থিতিতে আজকের জন্য কারখানা ছুটি ঘোষণা করা হয়।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ময়মনসিংহের উপমহাপরিদর্শক (ডিআইজি) আহমাদ মাসুদ বলেন, খবর পেয়ে ছয় সদস্যের প্রতিনিধিদল কারখানায় পাঠানো হয়েছে। তারা পুরো ঘটনা যাচাই-বাছাই করে রাতে প্রতিবেদন জমা দেবে।

ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলীনূর খান বলেন, শ্রমিকরা অসুস্থ হতে শুরু করলে তাদের হাসপাতালে আনা হয়। হাসপাতালে কিছুক্ষণ থাকার পর সুস্থ হতে শুরু করলে বেশির ভাগ শ্রমিক প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে যান।

ময়মনসিংহের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাহফুজুল আলম মাসুম বলেন, কী কারণে শ্রমিকেরা অসুস্থ হয়েছেন, তা খতিয়ে দেখতে স্বাস্থ্য বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যায় ও আদর্শের ভিত্তিতে রাজনীতি করতে হবে : বাবর

ফিল্মফেয়ারে রেকর্ড গড়ল ‘লাপাতা লেডিস’

কলকাতায় অমিতাভের জন্মদিনে চল্লিশা পাঠ

বায়ুদূষণের শীর্ষ পাঁচে ঢাকা

বিএনপির ৩১ দফা দেশের মানুষকে বাঁচানোর রূপরেখা : রাশেদুল আহসান

আফগানিস্তানের ১৯ সীমান্তপোস্ট দখল করেছে পাকিস্তান

দল কমলেও বিপিএলে বাড়ছে ভেন্যু

লন্ডনে ইলিয়াস কাঞ্চনকে দেখে যা বললেন রোজিনা

হঠাৎ কেন আফগান সীমান্তে হামলা চালাল পাকিস্তান

যুবদল নেতাকর্মীদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

১০

ইসরায়েলকে উড়িয়ে দিল নরওয়ে

১১

কারিনার রাগ সামলানোর উপায় জানালেন সাইফ

১২

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহছানুল হক

১৩

হলুদ রঙে প্রকৃতিকে রাঙিয়ে তুলেছে বন লবঙ্গ

১৪

ব্র্যান্ড প্র্যাকটিশনারস আয়োজনে ‘ফুড অ্যান্ড বেভারেজ মার্কেটিং ফেস্ট’ অনুষ্ঠিত

১৫

ময়মনসিংহ-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

১৬

গোল করে, করিয়ে দলকে জেতালেন মেসি

১৭

জেনে নিন আজকের স্বর্ণের বাজারদর

১৮

বিএনপিতে সন্ত্রাসী-দুষ্কৃতকারীদের জায়গা নেই : বিজিএমইএ সভাপতি 

১৯

অনূর্ধ্ব-২০ ফিফা বিশ্বকাপ / বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা

২০
X