মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩৩
সিলেট ব্যুরো
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপিতে এখন সুবিধাবাদীরা ভিড় করবে : শামসুজ্জামান দুদু

সিলেটে স্মরণ সভায় বক্তব্য দেন শামসুজ্জামান দুদু। ছবি : কালবেলা
সিলেটে স্মরণ সভায় বক্তব্য দেন শামসুজ্জামান দুদু। ছবি : কালবেলা

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ১৬ বছরের বিএনপির লড়াই চূড়ান্ত করেছে শিক্ষার্থীরা। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। কিন্তু এই লড়াই শেষ হয়ে যায়নি। পাশের একটি দেশ স্বৈরাচারকে আশ্রয় দিয়েছে। সেখান থেকে নানা ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। এ বিষয়ে দলের নেতাকর্মীদের সচেতন থাকতে হবে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে সাইফুর রহমান স্মৃতি সংসদের আয়োজনে সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত এম সাইফুর রহমানের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শামসুজ্জামান বলেন, বর্তমান পরিস্থিতিতে যারা নানা অপকর্ম ও বিতর্কিত কাজ করছে তারা কখনো বিএনপি করতে পারে না। সে যত বড়ই হোক, তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দিতে হবে। লাভের কাছে বিএনপি আত্মসমর্পণ করে না। বিএনপিকে এখন এগিয়ে যেতে হবে। এই এগিয়ে যাওয়ার পথ গণতন্ত্র। তাই এখন আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন, এম সাইফুর রহমান দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ অর্থনীতিবিদ ছিলেন। তার হাত ধরে বাংলাদেশের অর্থনীতির ভিত রচিত হয়। তিনি নিজের যোগ্যতা এবং দক্ষতায় মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। যুগে যুগে এই ক্ষণজন্মা পুরুষকে দেশবাসী স্মরণ করবে।

তিনি আরও বলেন, এম সাইফুর রহমান একজন পরিপূর্ণ রাজনীতিবিদ ছিলেন। বাংলাদেশে জন্ম নিয়েছেন বলে তিনি সর্বোচ্চ অর্থমন্ত্রী হয়েছেন। আমেরিকা কিংবা ব্রিটেনে জন্ম নিলে তিনি সে দেশের প্রেসিডেন্ট হতে পারতেন। আমরা তার যথাযথ মূল্যায়ন করতে পারিনি।

বিভিন্ন সময়ে সাইফুর রহমানকে অবমূল্যায়ন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এম সাইফুর রহমান নিজে যে সার্কিট হাউস তৈরি করেছিলেন সেখানে তাকে থাকতে দেওয়া হয়নি। তিনি কখনো অপমানকে অপমান হিসেবে নেননি, যত আক্রমণ এসেছে কাজের মাধ্যমে তার প্রতিশোধ নিয়েছেন। তার কাছ থেকে কিছুটা শিখেছিলাম বলে আমরা স্বৈরাচারের কাছে মাথা নত করিনি।

শামসুজ্জামান দুদু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অন্যতম সহচর এম সাইফুর রহমান বিএনপির অন্যতম পথপ্রদর্শক ছিলেন। হাজার নির্যাতনের মধ্যে যে আলোকবর্তিকা দলকে সামনের দিকে পথ দেখিয়েছিল সাইফুর রহমান তার অন্যতম একজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে না থাকা বাংলাদেশের প্রতি যে বার্তা দিল স্কটল্যান্ড

দেশে মাদক সেবনকারী ৮২ লাখ, প্রায় ৬১ লাখই গাঁজাখোর

চমক রেখে বিশ্বকাপের জন্য দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : দুলু

ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদ গ্রেপ্তার

ছবি তোলায় আদালত চত্বরে সাংবাদিকের ওপর হামলা বিআরটিএ’র কর্মকর্তার

৫ শীর্ষ ব্যবসায়ীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের ঘণ্টাব্যাপী বিশেষ বৈঠক

আগামীতে নারীদের প্রার্থী দেওয়ার পরিকল্পনা আছে : জামায়াত

ডেমোক্র্যাটের মুসলিম নারী সদস্যের সম্পদ নিয়ে তদন্তের ঘোষণা ট্রাম্পের

ভোটের দিন ফজর নামাজ পড়ে কেন্দ্রে যাবেন, ফলাফল নিয়ে ঘরে ফিরবেন : কায়কোবাদ

১০

‘ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে জাতি দায়মুক্ত হতে পারে না’

১১

সন্ত্রাসী হামলায় ১০ সাংবাদিক আহত

১২

বিশ্বকাপ বয়কটের দাবি জোরালো হচ্ছে

১৩

সাফে ব্যর্থতার নেপথ্যে কি ইনতিশার!

১৪

নারীদের মর্যাদা নিশ্চিত হবে এমন বাংলাদেশ গড়তে চাই : জামায়াত আমির

১৫

ফুটবল মাঠে বন্দুকধারীদের তাণ্ডব, প্রাণ গেল ১১ জনের

১৬

আইইউবিএটির সমাবর্তনে বৈশ্বিক শিক্ষার ওপর গুরুত্ব পররাষ্ট্র উপদেষ্টার

১৭

রাষ্ট্র, ক্ষমতা ও নীরবতার সময় ডাভোসে ট্রাম্প

১৮

ভারত বিশ্বকাপের অ্যাক্রিডিটেশন বাতিল, প্রতিক্রিয়ায় যা বললেন সাংবাদিকরা

১৯

এই নির্বাচন শুধু জনপ্রতিনিধি বানানোর নয়, রাষ্ট্র বিনির্মাণের :  রবিউল

২০
X