দীর্ঘ ৮ মাস পর ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরুর প্রথম দিনেই ট্রেনের নিচে কাটা পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহতের নাম নিহার আলী ওরফে মেহের আলী (৬৩)।
আজ মঙ্গলবার (১ আগস্ট) রাতে ফতুল্লার নন্দলালপুর এলাকায় এ ঘটনা ঘটে।
মেহের আলী রাজধানীর যাত্রাবাড়ী গেন্ডারিয়া এলাকার মৃত. তোফাজ্জল হোসেন সরদারের ছেলে। তিনি ফতুল্লার নন্দলালপুর মেডিকেল গলিতে সপরিবারে ভাড়া থেকে ব্যাটারিচালিত মিশুক চালান।
ফতুল্লা মডেল থানার ওসি নুরে আজম বলেন, নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মেহের আলীর মৃত্যু হয়। জিআরপি পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে ঢাকা জিআরপি থানায় নিয়ে গেছে।
মন্তব্য করুন