তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৩ এএম
অনলাইন সংস্করণ

কৃষক লীগ নেতার দখল থেকে সুগার মিলের ১ একর জমি উদ্ধার

উদ্ধার করা জমিতে সুগার মিলের সাইনবোর্ড। ছবি : কালবেলা
উদ্ধার করা জমিতে সুগার মিলের সাইনবোর্ড। ছবি : কালবেলা

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় কৃষক লীগের এক নেতার দখল থেকে সুগার মিলের ১ একর জমি উদ্ধার করা হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) উপজেলার তিরনইহাট বাজারস্থ এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও বিজিবির যৌথ অভিযানে এ জমি উদ্ধার করা হয়।

জমি দখলে রাখা ব্যক্তি তিরনইহাট ইউনিয়ন কৃষক লীগের সভাপতি। তার নাম কামাল হোসেন। দখলমুক্ত করার পর জমি লাগানো বিভিন্ন প্রজাতি গাছের চারা উপরে ফেলে মহেন্দ্র ট্রাক্টর দিয়ে চাষ করা হয়। পরে সেখানে একটি চিনিকলের সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়।

পঞ্চগড় সুগার মিল সূত্র জানায়, বর্তমানে সুগার মিলে আখ মাড়াই কাজ বন্ধ থাকায় তিরনইহাট ইক্ষু ক্রয় কেন্দ্রটির কার্যক্রমও বন্ধ রয়েছে। এ সুযোগে স্থানীয় কৃষক লীগের সভাপতি কামাল হোসেন গত ২০২০ সালে ইক্ষুক্রয় কেন্দ্রের এক একর জমি দলীয় ক্ষমতা বলে দখল করে। এ নিয়ে একাধিকবার আইনী ব্যবস্থা নেয়া হলেও আদালত সুগার মিলের পক্ষে রায় দেন। শেষ পর্যন্ত মামলাটি হাইকোর্টে গেলে সেখানেও সুগার মিল রায় পান। সবশেষে উপজেলা প্রশাসন ও বিজিবির যৌথ সহায়তায় জমিটি অবৈধ দখল থেকে উদ্ধার করা হয়।

কৃষক লীগ নেতা কামাল হোসেন বলেন, জমিটি আমার দাদার ওয়ারিশসূত্রে প্রাপ্ত। যার কাগজপত্র আমার কাছে রয়েছে। হাইকোর্টের চলমান মামলা থাকা সত্ত্বেও সুগার মিল কর্তৃপক্ষ আইনকে তোয়াক্কা না করে বিনা নোটিশে আমার বাড়ি ভাঙচুর করে। এর আগে আমি একাধিকবার জেলা প্রশাসক বরাবর অভিযোগ করেছি। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর প্রতিকার চাই।

পঞ্চগড় চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ওই জমিটি সরকারি সম্পত্তি। তিরনইহাট ইউনিয়নের চিনিকলের সাবজোনের ইক্ষুক্রয় কেন্দ্র ছিল। ১৯৮০ সালে কেনা ওই জমিতে চিনিকলের স্থাপনা আছে দখলেও ছিল। কিন্তু ২০২০ সালে এখানকার স্থানীয় কামাল হোসেন ক্ষমতার জোরে জমিটি দখল নিয়ে ভোগদখল করে আসছিলেন। এ নিয়ে দীর্ঘদিন আইনি লড়াই শেষে আদালত আমাদের পক্ষে রায় দিলে আমরা উপজেলা প্রশাসন ও বিজিবির সহায়তায় পুনরুদ্ধার করে আমাদের সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছি।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল হাসান, পঞ্চগড় সুগার মিলের ব্যবস্থাপানা পরিচালক সাইফুল ইসলাম, জেনারেল ম্যানেজার (অর্থ) ফজলে এলাহি, জেনারেল ম্যানেজার (কৃষি) ফরিদুল আলম, সিভিল ইঞ্জিনিয়ার শিল্পী খাতুন, নায়েক সুবেদার মোজাম্মেল হক, বিজিবি গোয়ালগছ ক্যাম্পের নায়েক সুবেদার মোজাম্মেল হক ও চিনিকলের অন্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসিরুদ্দিনের প্রতি ফারহানের ক্ষোভ প্রকাশ

বরিশালে আ.লীগ নেতা গ্রেপ্তার

শতক থেকে ১ রান দূরে মুশফিক, বাংলাদেশের সংগ্রহ ২৯২/৪

তারেক রহমানকে কটূক্তির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটরের নামে মামলা

যে কথা বলতে গিয়ে আল্লাহ ৭ বার শপথ করেছেন!

জাতিসংঘ প্রতিবেদনকে ঐতিহাসিক ঘোষণা দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ

গারো পাহাড়ের জঙ্গলে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ

জুলাই যোদ্ধা ও শহীদদের কাছে আমি আজীবন কৃতজ্ঞ : নুরুদ্দিন আহাম্মেদ অপু

বিশ্বমঞ্চে জামদানিতে মিথিলার চমক

গণতন্ত্র চাইলে ‘মব ভায়োলেন্স’ থেকে সরে আসতে হবে : ফখরুল

১০

মঞ্চে মোদিকে পা ছুঁয়ে প্রণাম করলেন ঐশ্বরিয়া

১১

হেফাজতে থাকা আসামির বক্তব্য প্রচারের ব্যাখ্যা দিলেন আরএমপি কমিশনার

১২

ফের বাড়ল স্বর্ণের দাম, বিক্রিও চড়া

১৩

মুশফিককে প্রশংসায় ভাসিয়ে যা বললেন দুবারের বিশ্বকাপজয়ী পন্টিং

১৪

জকসু নির্বাচন / শহীদ সাজিদের কবর জিয়ারত করল ছাত্রদল সমর্থিত প্যানেল

১৫

জকসু উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি

১৬

ভাঙল শতরানের জুটি, শততম টেস্টে হাসল মুশফিকের ব্যাট

১৭

যে কারণে বাংলাদেশের পরবর্তী ম্যাচ খেলতে পারবেন না রাকিব-তপু

১৮

আজ বিশ্ব পুরুষ দিবস

১৯

দীনেশ চন্দ্র পালের আত্মার চিরশান্তি কামনায় প্রার্থনা সভা

২০
X