টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩০ পিএম
অনলাইন সংস্করণ

টঙ্গীতে কারখানায় শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা

গাজীপুর মহানগরের টঙ্গী বিসিক শিল্পাঞ্চল এলাকার কারখানায় কাজে যোগ দিচ্ছেন শ্রমিকরা। ছবি : কালবেলা
গাজীপুর মহানগরের টঙ্গী বিসিক শিল্পাঞ্চল এলাকার কারখানায় কাজে যোগ দিচ্ছেন শ্রমিকরা। ছবি : কালবেলা

গাজীপুর মহানগরের টঙ্গী বিসিক শিল্পাঞ্চলসহ বিভিন্ন এলাকার সব কারখানায় কাজ চলছে পুরোদমে। রোববার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে শ্রমিকদের নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে দেখা গেছে। রোববার সকাল ৮টা থেকে বিকাল পর্যন্ত কোথাও শ্রমিক আন্দোলনের খবর পাওয়া যায়নি।

জানা যায়, মহানগরীর টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা এলাকায় প্রায় দুই শতাধিক শিল্প কারখানায় সকাল থেকে শ্রমিকরা কাজে যোগ দেন। প্রতিটি কারখানার সামনে নিরাপত্তা রক্ষায় নিজস্ব কর্মী ছাড়াও শিল্প পুলিশ দায়িত্ব পালন করছে।

কলকারখানা পরিদর্শন অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের তথ্যমতে, জেলায় নিবন্ধিত কারখানা রয়েছে ২ হাজার ৬৩৩টি। এসব কারখানায় কাজ করেন প্রায় ২২ লাখ শ্রমিক। এর মধ্যে টঙ্গী এলাকায় দুই শতাধিক কারখানা রয়েছে।

গত কয়েক দিন ধরে মহানগরীর বিভিন্ন এলাকায় বেশ কিছু কারখানায় বেতন-ভাতার দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করে আসছিলেন। এ ঘটনায় শিল্প-নগরীতে থমথমে অবস্থা বিরাজ করছিল।

এ বিষয়ে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশন গাজীপুর মহানগর কমিটির সভাপতি শফিউল আলম কালবেলাকে বলেন, শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে যার যার কর্মস্থলে ফিরেছেন। এতে উৎপাদন কার্যক্রম পুরোদমে চালু হয়েছে। এখন শিল্প অঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে।

গাজীপুরের মহানগরীর পূবাইলের এপিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম রেজা বলেন, বেশ কিছুদিন ধরে শ্রমিকরা আন্দোলন করে আসছিলেন। তখন কারখানা বন্ধ ছিল। রোববার থেকে কারখানা খোলা। আমাদের অবস্থা খুব খারাপ। অর্থনৈতিক সংকট চরমে। সরকারের ঘোষণা অনুযায়ী ব্যাংক থেকে ঋণ পাওয়ার কথা ছিল, কিন্তু লোন দেয়নি।

গাজীপুর শিল্প পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন কালবেলাকে বলেন, মহানগরী টঙ্গীর প্রায় ৯৫ ভাগ শিল্পকলকারখানায় উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। কোথাও শ্রমিক আন্দোলনের খবর পাওয়া যায়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিকারির ফাঁদে আটকা চিত্রা হরিণ, পরে যা ঘটল

ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ আজ

এল ক্লাসিকোর পর ইয়ামালকে খোঁচা দিয়ে বেলিংহামের পোস্ট

বৃষ্টির জয়ে শেষ হলো বাংলাদেশের বিশ্বকাপ মিশন

দ্বিদলীয় ভাগাভাগির মাধ্যমে ইসি তার সব নিরপেক্ষতা হারিয়েছে : সামান্তা শারমিন

শেষ বাঁশির পর বার্নাব্যুতে বিশৃঙ্খলা, বার্সা-রিয়ালের সংঘর্ষে পুলিশের হস্তক্ষেপ

দেশের সর্ববৃহৎ ভাসমান সৌর বিদ্যুৎ প্ল্যান্ট এখন ওয়ালটনে

২৮ অক্টোবর : লগি-বৈঠার পৈশাচিকতার কালো অধ্যায়

ঢাকায় মার্কিন দূতাবাসের সামনে সোয়াটের টহল

ঢাবির রোকেয়া হলে ফার্স্ট এইড ট্রেনিং সম্পন্ন

১০

জবাবদিহির অভাবেই ফ্যাসিবাদ তৈরি হয় : চরমোনাই পীর

১১

শেরেবাংলা এ কে ফজলুল হকের জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল

১২

সুইমিংপুলে ছাত্রীর মৃত্যু / বিক্ষোভে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়

১৩

নির্বাচনী খায়েশ থাকলে পদত্যাগ করুন, উপদেষ্টাদের ব্যারিস্টার অসীম

১৪

জাতীয় নিরাপত্তা সুরক্ষায় এনটিএমসির নিরবচ্ছিন্ন পথচলা

১৫

জাতির উন্নয়নে শিক্ষার বিকল্প নেই : বিএনপি নেতা কাইয়ুম

১৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ

১৭

এমবাপ্পে-বেলিংহ্যামে ভর করে রিয়ালের ক্লাসিকো জয়

১৮

নির্বাচিত সরকারের বিকল্প নেই : লায়ন ফারুক

১৯

অ্যাস্টন ভিলার কাছে হোঁচট খেল ম্যানসিটি

২০
X