টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩০ পিএম
অনলাইন সংস্করণ

টঙ্গীতে কারখানায় শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা

গাজীপুর মহানগরের টঙ্গী বিসিক শিল্পাঞ্চল এলাকার কারখানায় কাজে যোগ দিচ্ছেন শ্রমিকরা। ছবি : কালবেলা
গাজীপুর মহানগরের টঙ্গী বিসিক শিল্পাঞ্চল এলাকার কারখানায় কাজে যোগ দিচ্ছেন শ্রমিকরা। ছবি : কালবেলা

গাজীপুর মহানগরের টঙ্গী বিসিক শিল্পাঞ্চলসহ বিভিন্ন এলাকার সব কারখানায় কাজ চলছে পুরোদমে। রোববার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে শ্রমিকদের নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে দেখা গেছে। রোববার সকাল ৮টা থেকে বিকাল পর্যন্ত কোথাও শ্রমিক আন্দোলনের খবর পাওয়া যায়নি।

জানা যায়, মহানগরীর টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা এলাকায় প্রায় দুই শতাধিক শিল্প কারখানায় সকাল থেকে শ্রমিকরা কাজে যোগ দেন। প্রতিটি কারখানার সামনে নিরাপত্তা রক্ষায় নিজস্ব কর্মী ছাড়াও শিল্প পুলিশ দায়িত্ব পালন করছে।

কলকারখানা পরিদর্শন অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের তথ্যমতে, জেলায় নিবন্ধিত কারখানা রয়েছে ২ হাজার ৬৩৩টি। এসব কারখানায় কাজ করেন প্রায় ২২ লাখ শ্রমিক। এর মধ্যে টঙ্গী এলাকায় দুই শতাধিক কারখানা রয়েছে।

গত কয়েক দিন ধরে মহানগরীর বিভিন্ন এলাকায় বেশ কিছু কারখানায় বেতন-ভাতার দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করে আসছিলেন। এ ঘটনায় শিল্প-নগরীতে থমথমে অবস্থা বিরাজ করছিল।

এ বিষয়ে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশন গাজীপুর মহানগর কমিটির সভাপতি শফিউল আলম কালবেলাকে বলেন, শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে যার যার কর্মস্থলে ফিরেছেন। এতে উৎপাদন কার্যক্রম পুরোদমে চালু হয়েছে। এখন শিল্প অঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে।

গাজীপুরের মহানগরীর পূবাইলের এপিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম রেজা বলেন, বেশ কিছুদিন ধরে শ্রমিকরা আন্দোলন করে আসছিলেন। তখন কারখানা বন্ধ ছিল। রোববার থেকে কারখানা খোলা। আমাদের অবস্থা খুব খারাপ। অর্থনৈতিক সংকট চরমে। সরকারের ঘোষণা অনুযায়ী ব্যাংক থেকে ঋণ পাওয়ার কথা ছিল, কিন্তু লোন দেয়নি।

গাজীপুর শিল্প পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন কালবেলাকে বলেন, মহানগরী টঙ্গীর প্রায় ৯৫ ভাগ শিল্পকলকারখানায় উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। কোথাও শ্রমিক আন্দোলনের খবর পাওয়া যায়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইপিএলের পর এবার পিএসএলও স্থগিত ঘোষণা

সন্ধ্যা হতেই পাকিস্তানের গোলাবর্ষণ শুরু

ব্রাজিলের কোচ হওয়ার গুঞ্জনে কী বললেন স্কালোনি

জনতার কাতারে নেমে এসেছেন আলেমরাও

ধামরাইয়ে প্রাইভেটকারে যাত্রী তুলে অপহরণ, আটক ৪

শাহবাগে নেই ছাত্রদল-বাম

পাকিস্তান যেসব সমরাস্ত্র ব্যবহার করেছে ভারতের বিরুদ্ধে

সান্তোসে আর মাত্র দু’টি ম্যাচ খেলবেন নেইমার!

শাহবাগে খালেদা জিয়ার অপেক্ষায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র

বিনিয়োগ নিয়ে দেশে অনেক সার্কাস দেখতে পাচ্ছি : আমীর খসরু

১০

বিপাকে ভারত, পাকিস্তানের পক্ষে কাজ করছে তুরস্ক

১১

সাধারণ যানবাহনের সঙ্গেই ছিল জুবাইদার গাড়ি

১২

মামলা তুলতে রাজি না হওয়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

১৩

দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত না আসলে ঢাকায় মার্চ : নাহিদ

১৪

নেতা-কর্মীদের উদ্দেশে হেফাজতের যে আহ্বান

১৫

এবার ভারতের স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার হুমকি

১৬

শাহবাগে ফ্রি চিকিৎসাসেবা দিচ্ছে শিবির

১৭

আ.লীগ নিষিদ্ধের দাবিতে সিলেটে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

১৮

আবদুল হামিদের পালানো নিয়ে তারেক রহমানের মন্তব্য

১৯

মুচলেকায় মুক্তি পেল ৯৩ জেলে  / জব্দ করা ৬১৫ কেজি ইলিশ গেল এতিমখানায়

২০
X