গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় হাইসিকিউরিটি কারাগার থেকে পলাতক, হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহাগ হাওলাদারকে কেরানীগঞ্জ হতে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) র্যাব -১ এর সহকারী পরিচালক মো. মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার সোহাগ হাওলাদার শরীয়তপুর জেলার বেড়াচিকান্দি গ্রামের মুলাই হাওলাদারের ছেলে।
র্যাব কর্মকর্তা বলেন, গত ৬ আগস্ট দেশব্যাপী সহিংসতা ও সরকার পতনের উদ্ভূত সংকটপূর্ণ পরিস্থিতিকে কেন্দ্র করে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভেতরে থাকা কারাবন্দিরা দাঙ্গা-হাঙ্গামা শুরু করে। তারা কারাগারের ভেতরে ডিউটিরত কারারক্ষীদের জিম্মি করে পালানোর চেষ্টা করে। ওই সময় সব ভবনের কারাবন্দিরা ভবন থেকে বের হয়ে একত্রিত হয়ে ভাঙচুর, দাঙ্গা হাঙ্গামা ও অগ্নিসংযোগ শুরু করে।
র্যাব কর্মকর্তা আরও বলেন, কারাবন্দি হত্যা মামলায় ৫৭ নং আসামি মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি সোহাগ হাওলাদার কারাগারের বৈদ্যুতিক পিলার (জিআই পাইপ) ভেঙে মই বানিয়ে বাউন্ডারির ওপর দিয়ে পশ্চিম দিক দিয়ে পালিয়ে যায়। এই ঘটনার পর হাইসিকিউরিটি কারাগারের জেলার মো. লুৎফর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
তিনি বলেন, আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় র্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা বিষয়টি আমলে নিয়ে ছায়াতদন্ত শুরু করে। পরে বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের মাধ্যমে কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে আত্মগোপনে থাকা সোহাগ হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে কোনাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন