আমজাদ হোসেন শিমুল, রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩, ০৯:১৬ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে এক বছরেও ভিসি পায়নি রুয়েট

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) এক বছর ধরে ভাইস-চ্যান্সেলর (ভিসি) না থাকায় বিশ্ববিদ্যালয়টির একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে চরম স্থবিরতা চলছে। ভিসি না থাকায় অনেক বিভাগে শিক্ষার্থীরা পরীক্ষায় বসতে পারছেন না। ফলে সেশনজটের আশঙ্কায় দ্রুত পরীক্ষা গ্রহণের দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচিও পালন করেছে।

শুধু শিক্ষার্থীরাই নয়, ভিসি না থাকায় অসংখ্য শিক্ষক-কর্মকর্তার প্রমোশনও আটকে থাকায় তারাও ক্যাম্পাসে অবস্থান কর্মসূচিসহ বিভিন্ন কর্মসূচি করেছে। আর বিশ্ববিদ্যালয়টি এক বছরেও নিয়মিত ভিসি না পাওয়ার জন্য বিশ্ববিদ্যালয়টির শিক্ষকদের অভ্যন্তরীণ পলিটিক্সকেই দায়ী করছেন শিক্ষক-কর্মকর্তারা।

আরও পড়ুন : রুয়েটের ৯ শিক্ষক-কর্মকর্তাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

এদিকে রুয়েটে একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য গত সোমবার বিশ্ববিদ্যালয়টির একজন ডিনকে শিক্ষা মন্ত্রণালয় থেকে চিঠি দিয়ে দায়িত্ব দেওয়া হয় কিন্তু কয়েকটি বিভাগে বিভাগীয় প্রধান না থাকায় সিংহভাগ শিক্ষার্থী মন্ত্রণালয়ের এই চিঠির সিদ্ধান্তের পরও পরীক্ষায় বসতে পারছেন না। তাই সমাধান চেয়ে দায়িত্বপ্রাপ্ত ডিন (পুরকৌশল অনুষদের ডিন মো. নিয়ামুল বারি) আবারও শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণের দাবির পরিপ্রেক্ষিতে অন্য অনুষদের ডিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয়টির একজন সিনিয়র অধ্যাপক বলেন, ‘রুয়েটে যে এত নোংরা শিক্ষকদের বিচরণ তা আগে জানতাম না। কেননা, আমার জানা মতে রুয়েটে ভিসি নিয়োগের জন্য গত ১ বছরে তিনটি ফাইল সংশ্লিষ্ট দপ্তরে গেছে। কিন্তু প্রত্যেকবারই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই সংশ্লিষ্ট ফাইলে যাদের নাম ছিল, তাদের বিরুদ্ধে ঢাকায় গিয়ে অভিযোগ দিয়ে এসেছেন। এমনটা চলতে থাকলে রুয়েটে ডিসি পেতে আরও কত দিন লাগবে তা কে জানে।’

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত বছরের জুলাইয়ের শেষ দিকে নিয়মিত উপাচার্য রফিকুল ইসলামের মেয়াদ শেষ হয়। পরে ৩ আগস্ট শিক্ষা মন্ত্রণালয় থেকে রুয়েটের জ্যেষ্ঠ অধ্যাপক ও অ্যাপ্লায়েড সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন মো. সাজ্জাদ হোসেনকে উপাচার্যের দৈনন্দিন কার্য সম্পাদনের দায়িত্ব পালন করতে বলা হয়। তবে চলতি বছর ২৮ মে পদোন্নতির দাবিতে শিক্ষকদের আন্দোলনের মুখে পদত্যাগ করেন তিনি। তাকে নিয়োগের সময় শিক্ষকদের পদোন্নতির ক্ষমতা দেওয়া হয়নি, এই কারণ জানিয়ে তিনি পদত্যাগ করেন। এরপর থেকে একাডেমিক পরীক্ষা ও ফলাফল প্রকাশ বন্ধ হয়ে যায়।

গত ২২ জুলাই বিশ্ববিদ্যালয়ের ১৭ সিরিজের (২০১৭ সালের) শিক্ষার্থীরা পরীক্ষার দাবিতে আন্দোলন করেন। পরে বিভিন্ন অনুষদের ডিনদের সঙ্গে আলোচনায় বসেন শিক্ষার্থীরা। ২ আগস্টের মধ্যে মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে পরীক্ষার রুটিন দেওয়া হবে বলে শিক্ষকরা আশ্বস্ত করেন। পরে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করেন। এরইমধ্যে গত সোমবার শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক নিয়ামুল বারিকে একাডেমিক কার্যক্রমের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু বিভাগীয় প্রধান না থাকায় সব বিভাগের সঙ্গে পরীক্ষায় বসতে পারছেন না দুই বিভাগের শিক্ষার্থীরা।

জানতে চাইলে অধ্যাপক নিয়ামুল বারি জানান, চিঠিটি আসার পর নতুন সমস্যার সৃষ্টি হয়েছে। এ কারণে শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে কর্মসূচি পালন করেছেন। কারণ, তাদেরও পরীক্ষা দেওয়ার অধিকার আছে। তবে সমস্যা হচ্ছে তাদের বিভাগগুলোয় বিভাগীয় প্রধান নেই। বিভাগীয় প্রধান ছাড়া পরীক্ষা নেওয়া যায় না। কিন্তু তার ক্ষমতা নেই যে বিভাগীয় প্রধান নিয়োগ দেবেন তিনি। এটি তিনি শিক্ষার্থীদের বারবার বুঝিয়েছেন। পরে তারা একটি সভা করে সিদ্ধান্ত নিয়েছেন রোববার এই পরিস্থিতির সমাধান চেয়ে মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠাবেন।

আরও পড়ুন : সাব-রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি প্রত্যাহার

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, রুয়েটে ১৮টি বিভাগে ৫ হাজার ৬৫০ শিক্ষার্থী রয়েছেন। বিভিন্ন পর্যায়ের শিক্ষক আছেন ৩৪৭ জন। বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান পরিস্থিতিতে শিক্ষক-শিক্ষার্থীদের সবারই কমবেশি সমস্যা হচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া ও উপাচার্য নিয়োগের দাবিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীরা গত বুধবার (২ আগস্ট) দুপুরে ক্যাম্পাসে মানববন্ধন করেন। সেখানে শিক্ষার্থীরা বলেন, তাদের বিভাগীয় প্রধান নেই এক মাস ধরে। তিনি না থাকায় পরীক্ষা গ্রহণ এবং সংশ্লিষ্ট একাডেমিক কাজে জটিলতা দেখা দিয়েছে।

জানা গেছে, নিয়মিত ভিসি না থাকায় গত এক বছর ধরে শতাধিক শিক্ষকের পদোন্নতি আটকে আছে। এর আগে গত ২৮ সেপ্টেম্বর পদোন্নতির দাবিতে রুটিন দায়িত্বের ভিসির দপ্তরে অবস্থান নিয়ে তাকে অবরুদ্ধ করে রেখেছিলেন ভুক্তভোগী প্রায় ৮০ জন শিক্ষক। উদ্ভূত পরিস্থিতিতে অতিরিক্ত দায়িত্বের সেই ভিসিও পদত্যাগ করতে বাধ্য হন। শুধু শিক্ষক-শিক্ষার্থীদের পদোন্নতি কিংবা পরীক্ষাই আটকে আছে তা নয়। নিয়মিত ভিসি না থাকায় রুয়েটে উন্নয়ন প্রকল্পের আওতায় ১১টি ১০ তলা ভবনের নির্মাণকাজও একরকম থকমে গেছে। ঠিকাদারদের টাকা দেওয়া যাচ্ছে না। এ কারণে কাজের গতি কমে গেছে। এ অবস্থায় কিছুদিন আগে ঠিকাদাররা টাকার জন্য প্রকল্প পরিচালকের কার্যালয়ে এসেছিলেন।

রুয়েটের আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং বিভাগের প্রধান ও জ্যেষ্ঠ অধ্যাপক মো. কামরুজ্জামান বলেন, ‘এক বছর ধরে রুয়েটে পূর্ণাঙ্গ ভিসি নেই। এর জন্য ক্ষতি ও তার প্রভাব অনেক দিন থাকবে। কারণ, বিশ্ববিদ্যালয়ের প্রতিটা বিষয় ভেঙে পড়েছে। এখন কাউকে উপাচার্য করলেও সহজেই সবকিছু অতি দ্রুত সমাধান হবে না।’

রুয়েটের প্রকল্প পরিচালক অমিত রায় চৌধুরী বলেন, ‘নিয়মিত উপাচার্য না থাকলে অর্থ ছাড় দেওয়া যায় না। দায়িত্বপ্রাপ্ত উপাচার্য থাকাকালেও খুব বেশি সমস্যায় পড়তে হয়নি। কিন্তু তার পদত্যাগের পর পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে। কাজের গতি নেই বললেই চলে। এখন পর্যন্ত মাত্র ৩০ শতাংশ কাজ হয়েছে।’

রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. সেলিম হোসেন বলেন, ‘নিয়মিত ভিসির জন্য বিশ্ববিদ্যালয়ের সবকিছুই থমকে গেছে। বিশ্ববিদ্যালয়ের জন্য একজন নিয়মিত ভিসি খুবই জরুরি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসের কক্ষই যেন ‘মিনি সেটেলমেন্ট অফিস’, বিছানার নিচে হাজারো খতিয়ান

ভারতে নতুন নিয়মে পদ হারাবেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, আসছে বিল

বিরোধিতার গন্ধ পেলেই মিলবে না মার্কিন ভিসা

ডাকসু নির্বাচনে বাগছাসের প্যানেল ঘোষণা

হঠাৎ জ্বর? সেরে উঠতে যা করবেন

পুরুষ অনূর্ধ্ব-১৫ দলের কাছে বড় ব্যবধানে হারল নারী লাল দল

সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের বাংলোবাড়ি গুঁড়িয়ে দিল বিআইডব্লিউটিএ

চার সমুদ্রবন্দরকে সতর্কসংকেত, ঝড়ের আশঙ্কা

তারেক রহমানের জন্য কৃষক মোতালেবের রাজকীয় চেয়ার

এসএসসি পাস করেও কলেজে আবেদন করেনি লক্ষাধিক শিক্ষার্থী

১০

শাকিব ভাই আমার গান বাদ দিয়েছিলেন : জয়

১১

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, অতঃপর...

১২

বিশ্ব হাতি দিবসে নতুন প্রকল্পের ঘোষণা : হাতি সংরক্ষণে বড় উদ্যোগ

১৩

মালয়েশিয়ায় ২৪ লাখ কলিং ভিসার খবরে বিভ্রান্তি

১৪

নামাজ পড়তে পড়তে কপালে দাগ ওঠা কি নেককার হওয়ার লক্ষণ?

১৫

এটা দেখে আমাদের সবারই লজ্জা হওয়া উচিত : মুশফিক

১৬

হঠাৎ আইসিসি র‍্যাঙ্কিং থেকে বাদ রোহিত-কোহলি!

১৭

এক দিনে ৩ শতাধিক ব্যাংক কর্মীকে ছাঁটাই

১৮

বাংলাদেশ সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা নেদারল্যান্ডসের

১৯

২৫ বছরেও শেষ হয়নি সেতুর নির্মাণকাজ

২০
X