মাদারগঞ্জ ( জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪, ০৬:৪৪ এএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ০৮:০০ এএম
অনলাইন সংস্করণ

প্রধান আসামিকে নিয়ে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

নশকতার মামলার প্রধান আসামিকে সঙ্গে নিয়ে মণ্ডপ পরিদর্শনে ইউএনও। ছবি : সংগৃহীত
নশকতার মামলার প্রধান আসামিকে সঙ্গে নিয়ে মণ্ডপ পরিদর্শনে ইউএনও। ছবি : সংগৃহীত

নাশকতার মামলার প্রধান আসামিকে নিয়ে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার এমন ছবি ছড়িয়ে পড়ায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এ নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে জনমনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২ সেপ্টেম্বর মাদারগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান রতন থানায় একটি নাশকতার মামলা করেন। এই মামলার মাদারগঞ্জ উপজেলার সিধুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলম মিরনকে প্রধান আসামি করা হয়। এ ছাড়া মামলায় আরও ৫২ জনকে নামীয় এবং ৩০-৪০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। এ মামলায় এখন পর্যন্ত এজাহারভুক্ত একজন ও অজ্ঞাতনামা আরও ১৪ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা জামালপুর কারাগারে রয়েছেন।

ইউএনও মাদারগঞ্জ জামালপুর ফেসবুক আইডি থেকে দেখা যায়, সিধুলী ইউনিয়নের মাল্লাবাড়ী, পাল চৌধুরী, মোদক বাড়ি মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শনের ছবি পোস্ট করা হয়েছে। গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাত ৮টা ৪০ মিনিটে পোস্ট করা ছবিতে দেখা যায় নাশকতার মামলার প্রধান আসামি মাহবুব আলম মিরনকে।

স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতা জানান, এই মামলার এজাহারে নাম নেই এমন ১৪ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। তাই গ্রেপ্তারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন তারা। অথচ প্রধান আসামিকে সঙ্গে নিয়ে প্রশাসনের কর্তাব্যক্তিরা ঘুরে বেড়াচ্ছেন।

মামলার বাদী বিএনপি নেতা মিজানুর রহমান রতনের দাবি ইউএনও মামলা সম্পর্কে আগে থেকেই জানেন। চেয়ারম্যানকে তিনি ভালোভাবেই চেনেন। এরপরও তিনি তার গাড়িতে তুলে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। মামলার আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।

এ বিষয়ে আসামি মাহবুব আলম মিরন জানান, তার বিরুদ্ধে মামলার বিষয়টি জানেন। তবে তার চলাফেরায় কোনো সমস্যা হচ্ছে না।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, তিনি থানায় নতুন যোগদান করেছেন। সবাইকে ভালোভাবে চেনেন না। তবে পূজা শেষে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত জানান, সিধুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলম মিরন যে মামলার আসামি তা তিনি জানতেন না।

জামালপুরের জেলা প্রশাসক হাসিনা বেগম সাংবাদিকদের বলেছেন, বিষয়টি জেনেছেন তিনি। এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসককে খোঁজখবর নিতে বলেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোরআন বিতরণ 

ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ দিন বন্ধ ঘোষণা, রোববার থেকে হল খালি করার নির্দেশ 

সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৬ শ্রমিক দগ্ধ

বাংলাদেশ সমাজকর্ম শিক্ষক সমিতির আত্মপ্রকাশ 

জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন ও ইউনিভার্সেল মেডিকেলের স্বাস্থ্য চুক্তি

ভূমিকম্পে নিহত রাফিকে শেষ দেখা দেখলেন মুর্মূষু মা

নরসিংদীতে ফের ভূমিকম্প, বাড়ছে আতঙ্ক

বাংলাদেশ গড়তে তারেক রহমানের বিকল্প নেই : দুলু

এক যুগ আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা, ৩২ ভবনে এখনো মানুষের বাস

মেট্রোরেল লাইনের ওপর পড়ল ড্রোন, অতঃপর...

১০

জাতীয় নার্স কমিশন হতেই হবে : ফরহাদ মজহার

১১

রাজধানীতে চলন্ত বাসে আগুন

১২

আগামীতে দিনের ভোট রাতে আর হবে না : সেলিমুজ্জামান

১৩

জামায়াত প্রার্থীর শোডাউনে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

১৪

ঢাকা বিশ্ববিদ্যালয় সাময়িক বন্ধ ঘোষণার দাবি ডাকসুর

১৫

কালিগঞ্জে লিফলেট বিতরণ কর্মসূচি : ডা. শহিদুলের সঙ্গে হাজারো নেতাকর্মীর পদযাত্রা

১৬

বান্দরবান বিশ্ববিদ্যালয় / শিক্ষার মান উন্নয়নে স্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম স্থানান্তরের সিদ্ধান্ত

১৭

আইসল্যান্ডে দিনে ১,৬০০ ভূমিকম্প, স্বাভাবিক না ভয়াবহ সংকেত?

১৮

ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা

১৯

অবরোধের ঘোষণা চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদের

২০
X