আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৪, ০২:০২ এএম
অনলাইন সংস্করণ

আশাশুনিতে আ.লীগের দুই চেয়ারম্যান আটক

বাঁ থেকে- এসএম শাহনেওয়াজ ডালিম ও এসএম হোসেনুজ্জামান হোসেন। ছবি : সংগৃহীত
বাঁ থেকে- এসএম শাহনেওয়াজ ডালিম ও এসএম হোসেনুজ্জামান হোসেন। ছবি : সংগৃহীত

পৃথক পৃথক অভিযানে সাতক্ষীরা আশাশুনি উপজেলার দুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ। আটককৃত চেয়ারম্যান দুজন হলেন- খাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম শাহনেওয়াজ ডালিম ও আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান হোসেন। দুজনেই নৌকা প্রতীকের চেয়ারম্যান।

সোমবার (২৮ অক্টোবর) রাতে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান হোসেনকে আটক করা হয়। এর আগে গত রোববার (২৭ অক্টোবর) গভীর রাতে সাতক্ষীরা সদর থেকে খাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিমকে আটক করে পুলিশ।

আটককৃত শাহনেওয়াজ ডালিম আশাশুনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও এসএম হোসেনুজ্জামান হোসেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি হিসেবে দায়িত্বরত আছেন।

পুলিশের তথ্য মতে, পুলিশ অভিযান চালিয়ে সাবেক ছাত্র ও যুবলীগ নেতা এবং খাজরা ইউপির বারবার নৌকা প্রতীকে নির্বাচিত সাবেক চেয়ারম্যান আলহাজ শাহনেওয়াজ ডালিমকে ৫ আগস্টির পরপরই ভারতে পালিয়ে গিয়েছিলেন। অতিসম্প্রতি তিনি দেশে ফিরেছেন এমন খবর পেয়ে পুলিশ তাকে ধরার জন্য অভিযান শুরু করে। পুলিশের অভিযানে গত রোববার রাত ১টার দিকে তাকে সাতক্ষীরা সদর থানা পুলিশ সাতক্ষীরার একটি আবাসিক হোটেল থেকে গ্রেপ্তার করে।

অপরদিকে ডালিমকে গ্রেপ্তারের একদিন পর সোমবার (২৮ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ থেকে নৌকা প্রতীকে নির্বাচিত চেয়ারম্যান, খুলনা আজম খান কমার্স কলেজ ছাত্রলীগের প্রভাবশালী নেতা ও খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-সম্পাদক, খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিজানের ব্যক্তিগত সহকারী ও বর্তমান জাতীয় শ্রমিক লীগের আশাশুনি উপজেলা শাখার সভাপতি এসএম হোসেনুজ্জামান হোসেনকে গ্রেপ্তার করেছে আশাশুনি থানা পুলিশ।

এ বিষয়ে আশাশুনি থানার ওসি নজরুল ইসলাম কালবেলাকে জানান, পৃথক পৃথক অভিযানে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত শাহনেওয়াজ ডালিম চেয়ারম্যানকে গত ৫ আগস্ট প্রতাপনগর ইউপির সাবেক চেয়ারম্যান জাকির হোসেনকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এ মামলার আসামি হিসেবে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এসএম হোসেনুজ্জামান হোসেনের আটক সম্পর্কে ওসি বলেন, সোমবার রাত নয়টার দিকে সদর থেকে তাকে আটক করা হয়েছে। বর্তমানে চেয়ারম্যান হোসেন থানা পুলিশের হেফাজতে রয়েছে। কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে নিশ্চিত করে পুলিশের পক্ষ থেকে জানা যায়নি। তবে পুলিশ হেফাজতে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ওসি।

উল্লেখ্য নৌকা প্রতীক নিয়ে শাহনেওয়াজ ডালিম চেয়ারম্যান হলেও গত উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কারণে তিনি ইউপি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

​বদলে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিয়োগ পদ্ধতি, আসছে নতুন বিধিমালা

আমদানি মূল্য পরিশোধের সময় বাড়াল কেন্দ্রীয় ব‌্যাংক

ন্যাড়া হলে কি চুল ঘন হয়, জানুন গবেষণা কী বলছে

২১ আগস্ট গ্রেনেড হামলা / তারেক-বাবরের খালাসের বিরুদ্ধে আপিলের শুনানি শুরু

রাশিয়া-ইউক্রেন উভয়কে ভূখণ্ড ছাড় দিতে হবে : ট্রাম্পের ইঙ্গিত

ঘুমন্ত স্ত্রীকে কুড়াল দিয়ে কোপালেন লতিফ 

পরকীয়া নিয়ে খোঁচা দেওয়ায় স্ত্রীর কান ছিঁড়ে নিলেন স্বামী!

রায় শুনে কাঠগড়ায় ঢলে পড়লেন আসামি, হাসপাতালে গেল প্রাণ

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

পুতিনকে ধন্যবাদ জানালেন মোদি

১০

হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য দেখতে চাওয়া নিয়ে ইমির পোস্ট

১১

প্রকাশ্যে টোল প্লাজার সিকিউরিটিকে পেটানোর ঘটনায় মামলা

১২

ভাইরাল জ্বরে কী খাবেন, কী খাবেন না

১৩

শান্তি প্রচেষ্টা ব্যর্থ হলে রাশিয়ার ওপর নেমে আসবে বিপদ, জানালেন মাখোঁ

১৪

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ 

১৫

আজ বিশ্ব মানবিক দিবস

১৬

রাজধানীতে আজ কোথায় কোন কর্মসূচি

১৭

২২ বছর ধরে মুয়াজ্জিনকে বিনামূল্যে খাওয়াচ্ছেন হোটেল মালিক 

১৮

এখনো দেড় হাজার অস্ত্র উদ্ধার না হওয়ার কারণ জানাল র‌্যাব

১৯

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

২০
X