আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৪, ০২:০২ এএম
অনলাইন সংস্করণ

আশাশুনিতে আ.লীগের দুই চেয়ারম্যান আটক

বাঁ থেকে- এসএম শাহনেওয়াজ ডালিম ও এসএম হোসেনুজ্জামান হোসেন। ছবি : সংগৃহীত
বাঁ থেকে- এসএম শাহনেওয়াজ ডালিম ও এসএম হোসেনুজ্জামান হোসেন। ছবি : সংগৃহীত

পৃথক পৃথক অভিযানে সাতক্ষীরা আশাশুনি উপজেলার দুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ। আটককৃত চেয়ারম্যান দুজন হলেন- খাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম শাহনেওয়াজ ডালিম ও আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান হোসেন। দুজনেই নৌকা প্রতীকের চেয়ারম্যান।

সোমবার (২৮ অক্টোবর) রাতে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান হোসেনকে আটক করা হয়। এর আগে গত রোববার (২৭ অক্টোবর) গভীর রাতে সাতক্ষীরা সদর থেকে খাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিমকে আটক করে পুলিশ।

আটককৃত শাহনেওয়াজ ডালিম আশাশুনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও এসএম হোসেনুজ্জামান হোসেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি হিসেবে দায়িত্বরত আছেন।

পুলিশের তথ্য মতে, পুলিশ অভিযান চালিয়ে সাবেক ছাত্র ও যুবলীগ নেতা এবং খাজরা ইউপির বারবার নৌকা প্রতীকে নির্বাচিত সাবেক চেয়ারম্যান আলহাজ শাহনেওয়াজ ডালিমকে ৫ আগস্টির পরপরই ভারতে পালিয়ে গিয়েছিলেন। অতিসম্প্রতি তিনি দেশে ফিরেছেন এমন খবর পেয়ে পুলিশ তাকে ধরার জন্য অভিযান শুরু করে। পুলিশের অভিযানে গত রোববার রাত ১টার দিকে তাকে সাতক্ষীরা সদর থানা পুলিশ সাতক্ষীরার একটি আবাসিক হোটেল থেকে গ্রেপ্তার করে।

অপরদিকে ডালিমকে গ্রেপ্তারের একদিন পর সোমবার (২৮ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ থেকে নৌকা প্রতীকে নির্বাচিত চেয়ারম্যান, খুলনা আজম খান কমার্স কলেজ ছাত্রলীগের প্রভাবশালী নেতা ও খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-সম্পাদক, খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিজানের ব্যক্তিগত সহকারী ও বর্তমান জাতীয় শ্রমিক লীগের আশাশুনি উপজেলা শাখার সভাপতি এসএম হোসেনুজ্জামান হোসেনকে গ্রেপ্তার করেছে আশাশুনি থানা পুলিশ।

এ বিষয়ে আশাশুনি থানার ওসি নজরুল ইসলাম কালবেলাকে জানান, পৃথক পৃথক অভিযানে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত শাহনেওয়াজ ডালিম চেয়ারম্যানকে গত ৫ আগস্ট প্রতাপনগর ইউপির সাবেক চেয়ারম্যান জাকির হোসেনকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এ মামলার আসামি হিসেবে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এসএম হোসেনুজ্জামান হোসেনের আটক সম্পর্কে ওসি বলেন, সোমবার রাত নয়টার দিকে সদর থেকে তাকে আটক করা হয়েছে। বর্তমানে চেয়ারম্যান হোসেন থানা পুলিশের হেফাজতে রয়েছে। কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে নিশ্চিত করে পুলিশের পক্ষ থেকে জানা যায়নি। তবে পুলিশ হেফাজতে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ওসি।

উল্লেখ্য নৌকা প্রতীক নিয়ে শাহনেওয়াজ ডালিম চেয়ারম্যান হলেও গত উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কারণে তিনি ইউপি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যানটিন থেকে তুলে নিয়ে রাবির ২ শিক্ষার্থীর ওপর হামলা

আজ ঢাকায় আসছেন কমনওয়েলথ মহাসচিব

নারীর হাতে মার খেয়ে অস্ত্র ফেলে পালাল ৩ ছিনতাইকারী

সেলস অ্যাডমিন বিভাগে নিয়োগ দিচ্ছে স্কয়ার গ্রুপ

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা, নিহত ২৫

নাসির গ্রুপে চাকরির সুযোগ, আবেদন করুন আজই

রাজধানীতে আজ কোথায় কী

২০ নভেম্বর : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

অ্যাকাউন্টস বিভাগে নিয়োগ দিচ্ছে ইবনে সিনা

২০ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

১০

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১১

তারেক রহমানের জন্মদিন আজ

১২

ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের দুইজন নিহত, আহত ৪

১৩

ফেনসিডিলসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

১৪

জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবেন সাংবাদিক সম্পদ

১৫

দুর্নীতিবাজদের বর্জন করুন, জনগণের ভরসা হতে চাই : শাকিল উজ্জামান

১৬

তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত

১৭

টাকা বাঁচাতে লেভানদোভস্কিকে গোল করতে মানা করেছিল বার্সা!

১৮

মুক্তিযুদ্ধকে বিএনপির মতো অন্য কোনো দল ধারণ করে না: শামা ওবায়েদ

১৯

মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা

২০
X