রাজবাড়ীতে অস্ত্র মামলায় মো. আলম মণ্ডল নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দুই রাউন্ড গুলি রাখার দায়ে আরও সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর ১২টায় রাজবাড়ী সিনিয়র জেলা ও দায়রা জজ আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোসাম্মৎ জাকিয়া পারভিন এ রায় দেন। রায়ের সময় আসামি আলম মণ্ডল আদালতে অনুপস্থিত ছিলেন।
কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. আলম মণ্ডল (৪০) পাংশা উপজেলার পালের ডাঙ্গী গ্রামের রমজান আলী মণ্ডলের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১০ সেপ্টেম্বর ভোরে পাংশা উপজেলার পালেরডাঙ্গী গ্রামের ইউনুছের চায়ের দোকানের সামনে আলম মণ্ডলকে গ্রেপ্তার করে পাংশা থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি দেশি ওয়ান শুটারগান, দুটি কার্তুজ উদ্ধার করে। এ বিষয়ে পাংশা থানার উপপরিদর্শক (এএসআই) মো. মাসুদুল ইসলাম বাদী হয়ে পাংশা মডেল থানায় অস্ত্র আইনে মামলা করেন। পরে তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় পুলিশ।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট উজির আলী শেখ বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘ শুনানি শেষে আলম মণ্ডলের কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও দুটি গুলি রাখার দায়ে সাত বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। এ রায়ে আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।
মন্তব্য করুন