নেত্রকোনার দুর্গাপুরের আত্রাইখালী নদী পার হতে গিয়ে নিখোঁজের একদিন পর হোসেন আলীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের পাথারিয়া গ্রামের আত্রাইখালী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এর আগে গতকাল সোমবার সকালে ওই নদী সাঁতরে পার হওয়ার সময় নিখোঁজ হন তিনি।
হোসেন আলী (৫৫) উপজেলার চন্ডিগড় ইউনিয়নের পাথারিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি কৃষিকাজ করতেন।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, সোমবার সকালে বিলের ক্ষেতে ধানের চারা রোপণের জন্য চারা নিয়ে বের হন হোসেন আলী। পথে নদী সাঁতারে পার হওয়ায় সময় নিখোঁজ হন তিনি।
আজ সকালে ঘটনাস্থলের এক কিলোমিটার দূরে মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মরদেহ উদ্ধার করে।
দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু রায়হান জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন