নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪, ০২:১৯ পিএম
আপডেট : ০৮ নভেম্বর ২০২৪, ০৩:১০ পিএম
অনলাইন সংস্করণ

‘রায়পুরা ম্যারাথনে’ অংশ নিলেন দেশ-বিদেশের ৬০০ দৌড়বিদ

নরসিংদীতে ‘রায়পুরা ম্যারাথন’-এ অংশগ্রহণকারীরা। ছবি : কালবেলা
নরসিংদীতে ‘রায়পুরা ম্যারাথন’-এ অংশগ্রহণকারীরা। ছবি : কালবেলা

নরসিংদীর ইতিহাসে সবচেয়ে বেশি দৌড়বিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়ে গেল ‘রায়পুরা ম্যারাথন’। শুক্রবার (৮ নভেম্বর) ভোর হতে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত ম্যারাথনে তিন ক্যাটাগরিতে অংশ নেন দেশ-বিদেশের ৬০০ দৌড়বিদ। রায়পুরা উপজেলা প্রশাসন ও রায়পুরা রানার্স কমিটি যৌথভাবে এ ম্যারাথনের আয়োজন করে।

ম্যারাথনে অংশ নিতে জড়ো হন চীন, জাপান, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ড, রাশিয়া ও চেক রিপাবলিকের ১৫ জন নাগরিকসহ দেশের বিভিন্ন অঞ্চলের ৬০০ জন দৌড়বিদ। এর আগে রেজিস্ট্রেশন করেন তারা।

শুক্রবার (৮ নভেম্বর) ভোরে রায়পুরা উপজেলা পরিষদ মাঠে এসব দৌড়বিদ একত্রিত হন। এ সময় এলাকায় বিভিন্ন বয়সী ও পেশার দৌড়বিদের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়।

এর আগে রায়পুরায় অনানুষ্ঠানিকভাবে দুইবার হাফ ম্যারাথন হলেও এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে ফুল ম্যারাথন অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময় ভোর ৫টায় পর্যায়ক্রমে তিন ক্যাটাগরিতে ৬০০ জন দৌড় শুরু করেন। ফুল ম্যারাথন ৪২ কিলোমিটার, হাফ ম্যারাথন ২১ কিলোমিটার ও ১০কিলোমিটার ম্যারাথনে মোট ৬০০ দৌড়বিদ অংশ নেন। সব সময় এমন আয়োজনের দাবি জানিয়ে শারীরিক ও মানসিক সুস্থতার জন্য দৌড়ের বিকল্প নেই বলে জানিয়েছেন অংশগ্রহণকারীরা।

রায়পুরা ম্যারাথন আয়োজক কমিটির সভাপতি মো. আক্তারুজ্জামান জানান, দৌড়বিদদের নিরাপত্তায় পুলিশ, আনসার, গ্রাম পুলিশ ও ফায়ার সার্ভিসসদস্যসহ ২০০ জন স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করেন। চিকিৎসা সেবার জন্য ছিল অ্যাম্বুলেন্সসহ মেডিকেল টিম। ভোর ৫টায় শুরু হয়ে নরসিংদী-রায়পুরা সড়কের হাসনাবাদ ১০ নম্বর ব্রিজ এলাকায় গিয়ে ফের রায়পুরা উপজেলা পরিষদ এসে শেষ হয় এ দৌড়। পরে বিজয়ীদের মাঝে মেডেল, সনদ ও গাছের চারা বিতরণ করা হয়। এ ছাড়া তিন ক্যাটাগরিতে মোট ৯ জনকে পুরস্কার দেওয়া হয়।

আয়োজকরা জানান, জেলার ইতিহাসে বৃহৎ এ আয়োজনে দৌড়বিদদের অংশগ্রহণ ছিল স্বতস্ফুর্ত। ভবিষ্যতেও এমন আয়োজনের চেষ্টা থাকবে। এ আয়োজনের মিডিয়া পার্টনার ছিল নরসিংদী প্রেস ক্লাব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৯ ট্যাংকারে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

এনসিপির কর্মসূচিতে পরিবর্তন

রাষ্ট্রবিরোধী পরিকল্পিত মবক্রেসিকে রুখে দিন : আবিদ 

১৩১ বছর বয়সী সুফিয়া বেগম মারা গেছেন

প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

বান্দরবানে পুলিশ সুপার কার্যালয় ঘেরাও

ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২

ভারতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাব’

সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে পড়ল কয়েকটি চিতাবাঘ

১০

বেনাপোলে লংমার্চ টু বর্ডার ও অবস্থান কর্মসূচি পালন

১১

হাদি হত্যার প্রতিবাদে সায়েন্সল্যাব মোড় অবরোধ শিক্ষার্থীদের

১২

ব্র্যাক ইউনিভার্সিটিতে স্যার ফজলে হাসান আবেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালন

১৩

হাদির মৃত্যুতে মা‌র্কিন দূতাবাসের শোক প্রকাশ

১৪

বাসের ধাক্কায় যুবদলের ২ নেতা নিহত

১৫

ওসমান হাদির গ্রামের বাড়িতে মানুষের ঢল

১৬

জেগে ওঠা বিস্তীর্ণ বালুচরে স্বপ্ন বুননে ব্যস্ত কৃষকরা

১৭

ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত

১৮

প্রিয় মানুষের অভিমান ভেঙে ফেলুন সহজ কিছু উপায়ে

১৯

জানা গেল বিপিএলে কারা থাকছেন আম্পায়ারিংয়ে

২০
X