নিখোঁজের একদিন পর কক্সবাজারের পেকুয়ায় মাছের ঘের থেকে তিন শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।
বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল ৬টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের ফেরাসিঙ্গাপাড়া এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে বুধবার (৯ আগস্ট) সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল ওই তিন শিশু।
আরও পড়ুন : পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
শিশুরা হলো- ফেরাসিঙ্গাপাড়া এলাকার নুরুল আলমের মেয়ে তৌহিদা বেগম (১০) ও ছেলে আমির হোসেন (৫) এবং ছাবের আহমদের মেয়ে হুমায়রা বেগম (৮)। হুমায়রা তাদের ফুপাতো বোন।
স্থানীয়রা জানান, বুধবার বিকেলে তৌহিদা, আমির হোসেন ও হুমায়রা মাছ ধরতে যায়। সন্ধ্যা ৬টায় তারা হুমায়রাদের বাড়ি আসে। এরপর আবারও তারা একসঙ্গে ঘর থেকে বের হয় তৌহিদাদের বাড়িতে যায়। সন্ধ্যা ৭টা বাজলেও তারা বাড়ি না পৌঁছানোয় খোঁজাখুঁজি শুরু হয়। রাতভর খোঁজাখুঁজির পরও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ সকালে একটি মাছের ঘেরে তাদের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে শিশুদের মরদেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুন : কুমিল্লায় সাত মাসে পানিতে ডুবে ২৮ মৃত্যু
পেকুয়া থানার ওসি মোহাম্মদ ওমর হায়দার বলেন, বিলের পানি থেকে নিখোঁজ তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন